ইস্টবেঙ্গল
ঘোষণা হয়ে গেল সুপার কাপের চূড়ান্ত সূচি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বহু অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হল সুপার কাপের চূড়ান্ত সূচি। প্রত্যাশা মতোই এপ্রিল মাসের ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে এবছরের কলিঙ্গ সুপার কাপ। ফাইনাল ৩ মে। প্রতিযোগিতার প্রথম দিনেই মাঠে নামবে বাংলার দুই প্রধান। একদিকে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এবং অন্যদিকে, মোহনবাগান মুখোমুখি হবে আই লিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। ২৬ এপ্রিল প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।
২১ এপ্রিল প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে পঞ্জাব এফসি এবং ওড়িশা৷ অপর একটি ম্যাচে আই লিগের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে মাঠে নামবে এফসি গোয়া। দুটি ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে ২৬ এপ্রিল। অন্যদিকে, অন্যদিকে, ২৩ এপ্রিল আই লিগ চ্যাম্পিয়নের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি এবং অন্য ম্যাচে মাঠে নামবে মুম্বই সিটি ও চেন্নাই। ২৪ এপ্রিল মহামেডান স্পোর্টিং খেলবে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে এবং জামশেদপুর খেলবে হায়দ্রাবাদের বিরুদ্ধে।২৭ এপ্রিল হবে তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল। ৩ মে নির্ধারিত হবে সুপার কাপ চ্যাম্পিয়নের নাম।