আন্তর্জাতিক ফুটবল
ফিফা মহিলা বিশ্বকাপের প্রথম জয়ের স্বাদ পেল কিউইরা
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নিউজিল্যান্ড। শুধু জয় বললে ভুল বলা হবে। ঐতিহাসিক জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল তারা। এই প্রথম নিউজিল্যান্ডের মহিলা ফুটবল দল বিশ্বকাপের ম্যাচ জিতল। ফিফা মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নরওয়ের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ডের মহিলা ফুটবল দল। দুপক্ষের প্রবল প্রচেষ্টার পরেও গোল শূন্য শেষ হয় প্রথমার্ধ। নিউজিল্যান্ড রক্ষণ দায়িত্বের সাথে নিজেদের গোল দূর্গ অক্ষুণ্ণ রাখে। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল নিউজিল্যান্ড। কিছটা এগিয়ে থেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল নরওয়ে। তবে ম্যাচ শেষে সেই ছাপ রাখতে পারলেননা নরওয়ের ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নরওয়ের রক্ষণে আঘাত হানেন নিউজিল্যান্ড ফুটবলাররা। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে গোল করেন উইলকিনসন। দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখেন কিউইরা। উইলকিনসন একাই বিপদ হয়ে উঠছিল নিউজিল্যান্ডের জন্য। কিউইরা দ্বিতীয়ার্ধে আরও সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। এমনকি শেষ মুহুর্তের পেনাল্টি মিস না করলে ব্যবধান বাড়াতে পারত তারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেভাবে আক্রমণ গড়ে তুলতে পারলেননা নরওয়ের ফুটবলাররা। ম্যাচের ৮৯ মিনিটের মাথায় বক্সের মধ্যে হ্যান্ডবল করেন নরওয়ের এক ফুটবলার। রেফারি ভিএআরএর সাহাজ্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু সুযোগ নষ্ট করেন কিউইরা। ক্রস বারে লেগে ফিরে আসে শটটি। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে করা উইলকিনসনের গোলের সুবাদে প্রথম বারের জন্য মহিলা বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক ফুটবল
জিরোনাকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শোনা যায় ইয়ামালকে দলে নিতে পিএসজি ২৩০০কোটি টাকার অফার করেছিল বার্সেলোনাকে। কিন্তু সেই অফার ফিরিয়ে দেয় কাতালান ক্লাব। আর সেই লামিন ইয়ামালের জোড়া গোলেই ম্যাচ জিতে লা লিগার শীর্ষেই বিরাজমান থাকল বার্সেলোনা। লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিরোনাকে হারাল বার্সেলোনা।
মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বফুটবল তথা বার্সেলোনা সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন ইয়ামাল। ইতিমধ্যেই ইউরো কাপের মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গত মরশুমটা বার্সেলোনার খুব একটা ভালো যায়নি। মরসশুম শেষে কোচের পদ থেকে সরেছেন ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় তথা কোচ জাভি। দ্বিতীয় স্থানে গত মরশুম শেষ করলেও, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্টে পিছিয়ে থাকে তারা।
গত মরশুমে এই জিরোনার কাছে দুটো ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল বার্সেলোনাকে। এবার জিরোনাকে তাদেরই ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়ে বদলা নিল বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ইয়ামাল। তারপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। বক্সের ভেতর ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শট জালে জড়ান তিনি। এই গোলটি দেখামাত্রই সবার মনে পড়ে যায় ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় মেসির কথা।
ম্যাচের ৪৭ মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান ড্যানি ওলমো। চতুর্থ গোলটি করেন পেদ্রি ম্যাচের ৬৪ মিনিটে। জিরোনার স্টুয়ানি ৮০ মিনিটে একটি গোল পরিশোধ করলেও তার অনেকক্ষণ আগেই ম্যাচের ফলাফল করে দিয়েছিলেন কাতালানদের তরুণ খেলোয়াড়েরা।
ইতিমধ্যেই লামিনে ইয়ামল লা লিগার চারটি ম্যাচে তিনটি গোল এবং চারটি অ্যাসিস্ট করে ফেলেছেন। স্বভাবত তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিকও। তাঁর পা থেকে আরও গোল দেখতে মুখিয়ে থাকবেন সারা বিশ্ব তথা বার্সেলোনা সমর্থকেরা।
আন্তর্জাতিক ফুটবল
প্রত্যাবর্তনে জোড়া গোল করলেন মেসি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চোট সরিয়ে ২ মাস বাদে মাঠে ফিরলেন লিওনেল মেসি। আর মাঠে নেমেই জোড়া গোল এল তাঁর পা থেকে। নিজেদের ঘরের মাঠে ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে হারাল ইন্টার মিয়ামি।
কোপা ফাইনালে চোটের পর সুস্থ হয়ে আবারও এমএলএসে ফিরলেন লিওনেল মেসি। আর ফিরেই নিজের হার না মানা মানসিকতা দেখালেন তিনি। জুন মাসের ১ তারিখ এমএলএসে শেষ ম্যাচ খেলেছিলেন মেসি। তারপর চোট থেকে ফেরত এসে পুরো ৯০ মিনিট তিনি খেললেন। মিয়ামির ঘরের মাঠে ফিলাডেলফিয়া, মাইকেল উরহের গোলে গোলে এগিয়ে যায়। যদিও বেশিক্ষণ সেই গোল ধরে রাখতে পারেনি তারা। লুইজ সুয়ারেজের বাড়ানো বল থেকে ম্যাচের ২৬ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। ঠিক তার কিছুক্ষণ পরেই ম্যাচের ৩০ মিনিটের মাথায় জর্দি আলবার বাড়ানো বল থেকে আবারও গোল করেন সেই মেসি। ম্যাচের একদম শেষ মুহূর্তে মেসির বাড়ানো বল থেকে গোল করে মিয়ামির জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেজ।
ইতিমধ্যেই লিগের ভালো জায়গায় রয়েছে মেসির দল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফিরে পাওয়াতে তাদের খেলা যে আরও ধারালো হবে সেটা বলাই যায়।
আন্তর্জাতিক ফুটবল
চোট সরিয়ে ফিরছেন মেসি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এবার দীর্ঘ ২ মাস পর চোট সারিয়ে খেলার মাঠে ফিরছেন তিনি। শুক্রবার ইন্টার মিয়ামি দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন আর্জেন্টিনার ফুটবল তারকা।
ইন্টার মিয়ামি দলের হেড কোচ টাটা মারিনো জানিয়েছেন মেজর লিগ সকারে তাদের পরবর্তী ম্যাচ থেকে পাওয়া যাবে মেসিকে। পরবর্তী খেলা তাদের ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে। বুধবারের অনুশীলনে মেসি উপস্থিত না থাকলেও ম্যাচে খেলতে তার কোনো অসুবিধা হবেনা বলেই জানাচ্ছেন কোচ। একটি সাক্ষাৎকারে কোচ টাটা মারিনো জানিয়েছেন “মেসি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। গতকাল তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং পরবর্তী ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে। আমরা খুশি যে মেসির মত খেলোয়াড়কে আমরা আবার দলে ফিরে পেতে চলেছি।”
ইন্টার মিয়ামি ইতিমধ্যেই ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিমুকুট জয়ের দৌড়ে রয়েছে। মেসি দলে ফেরায় সেই জয়ের দৌড়টা আরও সহজ হবে বলে মনে করছেন কোচ। একক দক্ষতা ও নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা মেসির রয়েছে তার ফলে মেজর লিগ সকারে আরও উন্নতি করতে পারবে ইন্টার মিয়ামি। পাশাপাশি সমর্থকরাও মুখিয়ে রয়েছেন মাঠে মেসির খেলা আবার দেখার জন্য। মেসিও চাইবেন দীর্ঘ ২ মাসের বিরতির পর দ্রুত মাঠে নেমে নিজের সেরা খেলাটা খেলতে।
-
আইএসএল9 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট11 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল10 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল9 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল12 months ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি