Connect with us

ফুটবল

এবার রক্ষণে নজর মোহনবাগানের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – সময় যত এগিয়ে আসছে, একে একে আস্তিনে লুকিয়ে রাখা তাসগুলো সামনে আনছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। আমরা আগেই জানিয়েছিলাম আসন্ন মরসুমের জন্য দুজন হেভিওয়েট ডিফেন্ডারকে সই করাবে বাগান ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই সামনে এসেছে এক স্প্যানিশ সেন্টার ব্যাকের নাম। আলবার্তো রড্রিগেজ এর পর এবার আরও এক সেন্টার ব্যাকের সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট এর। ইতিমধ্যেই শোনা যাচ্ছে গত মরশুমে সবুজ-মেরুন জার্সিতে খেলা দুই ডিফেন্ডার হ্যামিল এবং হেক্টর ইউস্তাকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। অর্থায় আগামী মরসুমের জন্য সবুজ-মেরুনের বিদেশি রক্ষণভাগ নতুন করেই সাজাতে চাইছেন মোলিনা।

ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ড্যানিয়েল বাথের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বাগান ম্যানেজমেন্ট। ৩৩ বছর বয়সী এই ফুটবলার সেন্টার ব্যাক পজিশনে খেলতেই পছন্দ করেন। পাশাপাশি ভালো উচ্চতাও রয়েছে তার। ইংল্যান্ডের ক্লাব উলভারহ্যাম্পটনের হয়ে ফুটবল জীবন শুরু হয়েছিল ড্যানিয়েলের। পরে স্টোক সিটি, সান্দারল্যান্ডের মতো পরিচিত ক্লাবের জার্সি পড়েছেন। গত বছর নরউইচ সিটিতে ছিলেন তিনি। ১৬ টি ম্যাচে একটি গোলও রয়েছে তার। প্রিমিয়ার লিগ, লিগ ওয়ানের মতো বড় প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে ড্যানিয়েলের। ২০২২-২৩ মরশুমে সান্দারল্যান্ডের হয়ে খেলার সময় বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি।

ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ডাক না পেলেও, ড্যানিয়েল ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় ভারতের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। যদিও ভারতীয় ফুটবলের নিয়ম অনুযায়ী তার জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি। ড্যানিয়েল দীর্ঘদিন উলভারহ্যাম্পটনের হয়ে অধিনায়কত্ব করেছিলেন। ফলে প্রতিভার পাশাপাশি যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই সেন্টার ব্যাক ভারতে আসবেন কিনা সেটা সময়ই বলবে। তবে ড্যানিয়েল দলে যোগ দিলে মোহনবাগান রক্ষণ যে আরও শক্তিশালী হবে, তা বলাই যায়। এখন সবটাই নির্ভর করে আছে মোহনবাগানের নবনির্বাচিত কোচ মোলিনার উপরে। কারণ আসন্ন মরসুমের জন্য দল গঠনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

আন্তর্জাতিক ফুটবল

চেলসিকে হারিয়ে ইপিএলের শীর্ষে লিভারপুল। লা লিগায় জিতে প্রথমে বার্সেলোনা…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক বিরতির পর, জমে উঠেছে ক্লাব ফুটবলে শক্তিশালী দলগুলোর টানটান লড়াই। ইউরোপীয় ফুটবলের লিগ টেবিলে চলছে তুল্যমূল্য লড়াই। এর পাশাপাশি ইপিএলে, চেলসিকে হারিয়ে শীর্ষস্থানেই রইল লিভারপুল। অপরদিকে একদম শেষ মুহূর্তের গোলে জয় পেল গার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। অন্যদিকে সেভিয়াকে হারিয়ে ভাল জায়গায় বার্সেলোনা।

অ্যানফিল্ডে চলছিল লিভারপুল বনাম চেলসির ম্যাচ। কিন্তু ম্যাচের শুরুতেই, ২৯ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। অপরদিকে ৪৮ মিনিটে নিকোলাস জ্যাকসন গোল করে সমতায় ফেরায় চেলসিকে। কিন্তু মাত্র ৩ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে কার্টিস জোনসের গোলে ফের এগিয়ে যায় লিভারপুল। যার ফলে ২-১ গোলে জিতে, ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকল লিভারপুল।

অপরদিকে ইপিএলের অন্য ম্যাচে, শেষ মুহূর্তের গোলে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটিও। উলভসের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়লেও, ম্যাচের ৩৩ মিনিটেই দূরপাল্লা শটে অসাধারণ গোলে সমতায় ফেরান গোয়ার্দিওল। অবশেষে ম্যাচের একদম শেষে হেডে গোল করে সিটিকে জয় এনে দেন জন স্টোনস। ফলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে লা-লিগায় দাপট জারি রাখল বার্সেলোনা। ইতিমধ্যেই ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকল বার্সা। এদিন ঘরের মাঠে ৫-১ গোলে সেভিয়াকে হারাল হান্সি ফ্লিকের ছেলেরা। জোড়া গোল করলেন লেওয়ানডস্কি ও পাবলো তোরের। একটি গোল করেন পেদ্রি। অপরদিকে সেভিয়ার হয়ে একটিমাত্র গোল করেন ইদুম্বো। এর পাশাপাশিই চোট সারিয়ে বহুদিন পর মাঠে ফিরল আরেক তরুণ গাভি।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: ঘরের মাঠে এগিয়ে গিয়ে ম্যাচ হার মহামেডানের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথমে মোহনবাগান এবারে কেরালা। পরপর দুই ম্যাচে হারের মুখ দেখতে হয় আন্দ্রে চেরনিসভের মহামেডান দলকে। রবিবার প্রথমে এক গোলে এগিয়ে গিয়েও অবশেষে ক্বমে পেপরা এবং জেসাস জিমিনেজের করা গোলে ২-১ গোলে ঘরের মাঠে ম্যাচ হারতে হয় সাদা-কালো ব্রিগেডকে।

ম্যাচের প্রথম মিনিট থেকেই নিজেদের আক্রমণাত্মক ছন্দে ফুটবল খেলা শুরু করে দিয়েছিল কেরালা ব্ল্যাস্টার্স দলের ফুটবলাররা। দুই মিনিটের মাথায় বক্সের একটু বাইরে থেকে গোলের দিকে বাঁক খাওয়ান একটা শট নিয়েছিলেন কেরালা দলের উইঙ্গার নোয়া সাদাউই, তবে বার উঁচিয়ে চলে যায় সেই বলটি। অপরদিকে ৭ মিনিটে প্রথম আক্রমণ তুলে আনে মহামেডান স্পোর্টিং। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে উঠে আসা বিকাশ একটি শট নেন। সেই শটে সেরম জোর ছিলনা, ফলে গোলরক্ষকের সেই বল তালুবন্দি করতে বিশেষ সমস্যার মুখে পড়তে হয়নি। রুদ্ধশ্বাস ফুটবল খেলতে থাকে দুই দলের ফুটবলাররাই। যার ফলে মুহুর্মুহু হলুদ কার্ড দেখে তাঁরা। অপরদিকে ম্যাচের ২৭ মিনিটের মাথায়, বক্সের ভেতর ফ্রাঙ্কাকে ফাউল করে বসেন কেরালা গোলরক্ষক সোম কুমার। ফলে পেনাল্টি পেয়ে যায় সাদা-কালো ব্রিগেড। সেই পেনাল্টি থেকে গোল করে ১-০ গোলে প্রথমার্ধে দলকে এগিয়ে দেন কাসিমোভ। এর পরে বেশ কয়েকবার সাদা-কালো রক্ষণে আক্রমণ তুলে এনেছিল কেরালার ফুটবলাররা তবে গোল তুলে আনতে পারেনি তাঁরা। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সাজঘরে যায় আন্দ্রে চেরনিসোভের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে উঠে আসতে থাকে মহামেডান। ফ্রাঙ্কার একটা গোলমুখি শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৫০ মিনিটে আবারও শট নেন গোল করে এগিয়ে দেওয়া ফুটবলার কাশিমোভ তবে সেই শট অনেকটাই বাইরে ছিল। তারপর ধীরে ধীরে আক্রমণে উঠে আসতে শুরু করে দেয় কেরালা। ৫৬ মিনিটে নোয়ার একটি দূরপাল্লা শট রুখে দেন সাদা-কালো গোলরক্ষক। ৫৯ মিনিটে, ফ্রাঙ্কা একটি সুবর্ণ সুযোগ পেয়ে গেছিলেন ব্যবধান বাড়ানোর তবে তার শট বার উঁচিয়ে বাইরে চলে যায়। অবশেষে ৬৬ মিনিটে লুনার বাড়ান ক্রস বক্সের ভেতর সুন্দরভাবে বাড়িয়ে দেন নোয়া এবং সেই বলকে জালে জড়িয়ে দিতে সক্ষম হন ক্বমে পেপরা। এই গোলের ফলে সমতায় ফেরে কেরালা ব্লাষ্টার্স। তারপরেই ম্যাচের ৭১ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন নোয়া। গোলরক্ষককে একা পেয়ে গিয়েও সেই বল জালে জড়াতে বিফল হন তিনি। তবে অপেক্ষা বেশিক্ষণ করতে হয়নি তাদের। ৭৪ মিনিটে, নাওচা সিংহের বাড়ান ক্রস থেকে জেসাস জিমিনেজের হেডে বল জালে জড়িয়ে দিয়ে ব্যবধান বাড়িয়ে ফেলে কেরালা। অপরদিকে দলের খেলায় ক্ষুব্ধ হয়ে মাঠে বোতল ছুড়তে থাকেন মহামেডান সমর্থকেরা। ফলে খেলা বন্ধ রাখা হয় কিছুক্ষণের জন্য। ম্যাচের একদম শেষের দিকে একটি সহজ সুযোগ হাতছাড়া করে মহামেডান। যার ফলে ঘরের মাঠে ২-১ পরাস্ত হতে হয় সাদা-কালো ব্রিগেডকে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

সিআর সেভেনের সঙ্গে দেখা করতে, ১৩০০০ কিলোমিটার সাইকেল পাড়ি এক সমর্থকের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।বিশ্বফুটবলে এই নামটি একটি রূপকথার থেকে কম নয়। আর সেই রূপকথার ভক্তরাও যে তাদের গুরুর প্রতি কতটা আসক্ত সেটা বহুবার দেখেছে ফুটবল বিশ্ব। তার মধ্যেই একজন হলেন চিনের সিয়াও গং। ১৩ হাজার কিলোমিটার সুদূর চিন থেকে বাইসাইকেল করে তিনি এসেছেন সৌদি আরবে শুধু মাত্র তার গুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখা পাওয়ার জন্য।

যদিও চাইলেই পারতেন বিমানে চেপে সৌদি আরবের উদ্দেশ্যে এসে আল নাসেরের একটি ম্যাচ দেখতে। তবে সেটা করেননি গং। বেছে নিয়েছেন ১৩০০০ কিলোমিটারের বাইসাইকেল রাস্তা। লক্ষ্য ছিল তার সৌদি আরবের রিয়াদ শহরে আল নাসেরের হেডকোয়ার্টারে এসে দেখা করবেন গুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে। যদিও এই স্মরণীয় সফরের পর নিরাশ হননি তিনি। হেডকোয়ার্টারে পৌঁছনোর কিছুক্ষণ পরেই তিনি দেখা পান তার গুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

তাঁর এই অন্ধভক্ত ফ্যান গংকে দেখে তাঁর সঙ্গে ছবি তুলেছেন রোনাল্ডো। অটোগ্রাফ এবং সই করা জার্সিও উপহার দিয়েছেন এই ভক্তকে। এইসব জিনিস পেয়ে বলাযায় স্বপ্ন পূরণ হয়েছে সিয়াও গঙের। যদিও শুধু ভক্তের কাছেই নয়, গুরু রোনাল্ডোর কাছেও এই ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে তার ফুটবল জীবনের জন্য।

Continue Reading

Trending