Connect with us

ফুটবল

মোহনবাগান সুপার জায়ান্ট, সবুজ মেরুন আবেগে ভাসছে সোশ্যাল মিডিয়া

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ কথা মতোই কাজ হল। আইএসএল ট্রফি জয়ের রাতেই সঞ্জীব গোয়েঙ্কা কথা দিয়েছিলেন নতুন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলতে নামবে দল। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে কিছুদিন আগেই জানিয়ে দেওয়া হয় ১লা জুন থেকেই নতুন নামকরণ কার্যকর হতে চলেছে। সেই মতোই রাত ১২টা বাজতেই বদলে গেল মোহনবাগান ক্লাবের টুইটার হ্যান্ডেলের নাম। মোহনবাগান সুপার জায়ান্টস নামে সেজে উঠছে সবকিছু। এই মুহূর্ত টার জন্যই যেন অপেক্ষা করেছিলেন মেরিনার্সরা। রাত বারোটা বাজতেই ফেসবুক একাউন্টে প্রোফাইল পিকচারে ভেসে উঠলো “জয় মোহনবাগান”। মাত্র পনেরো মিনিটেই প্রায় দুই হাজারেরও বেশি রিয়্যাক্ট। ডার্বি জয়ের উন্মাদনার মতই সবুজ মেরুন আবেগে ভেসে যাচ্ছে মোহনবাগান জনতা। দীর্ঘ লড়াইয়ের পর এ যেন এক নতুন সূর্যোদয়।

” জয় মোহনবাগান” স্লোগানে ধ্বনিত হচ্ছে টুইটার থেকে ফেসবুক। এখনো অবশ্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের নতুন নামকরণ হয়নি। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে সেখানেও ভেসে উঠবে মোহনবাগান সুপার জায়ান্ট। আর এটিই খুশি আপামর সবুজ মেরুন সমর্থক। দীর্ঘদিনের রিমুভ এটিকে লড়াই আজ বাস্তবে রূপায়িত। মোহন জনতা ফিরে পেয়েছে তাদের হারানো আবেগকে।

ইস্টবেঙ্গল

বেজে গেল ডুরান্ড কাপের দামামা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অলিম্পিক্সের আবহেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ, আসন্ন মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। বৃহস্পতিবার ডুরান্ড কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডার্বি সহ তিন প্রধানের সব ম্যাচের টিকিট বন্টন নিয়ে বিস্তারিত ঘোষণা হল। ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি। ইস্ট-মোহনের ডার্বি ম্যাচে দুই ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। পাশপাশি আইএফএকে দেওয়া হবে ১২০০ টিকিট। ডার্বি ছাড়াও যুবভারতীতে তিন প্রধানের খেলা থাকেলই একই সংখ্যক টিকিট বন্টন করা হবে। ২৭ জুলাই উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে নামবে ২৯ জুলাই।

Continue Reading

ফুটবল

তিন সহকারী নিয়ে শহরে আসছেন মোলিনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আসন্ন মরশুমের জন্য মোহনবাগান দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ মোলিনার হাতে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন নিজেদের মাঠে অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তিন সহকারীকে নিয়ে ভারতে আসছেন মোলিনা। শেষ বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের স্পোর্টস ডিরেক্টর ছিলেন তিনি।

আসন্ন মরশুমের জন্য নিজের তিন সহকারীকে বেছেও নিয়েছেন ইতিমধ্যে। মোলিনার সঙ্গে বিদেশি সহকারী কোচ থাকবেন সার্বিয়ার ইগর তাসেভেস্কি। ভারতীয় সহকারী কোচ হিসাবে কাজ করবেন বাস্তব রায়। এর আগেও মোলিনা যখন ভারতে এটিকের হয়ে কোচিং করিয়েছিলেন, তখন তাঁর সহকারী ছিলেন বাস্তব রায়। মোলিনার দলে গোলকিপার কোচ হয়ে আসছেন স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো মার্টিনেজ নিওন। এছাড়াও ফিটনেস কোচ হলেন সের্জিও গার্সিয়া, দলের চিকিৎসক নেলসন পিন্টো, ফিজিও হিসাবে থাকবেন অভিনন্দন চ্যাটার্জি এবং কিংশুক ভুঁইয়া এবং টিম ম্যানেজার অভিষেক ভট্টাচার্য।

Continue Reading

ফুটবল

ইন্টার কাশির কোচ হলেন হাবাস

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চূড়ান্ত হয়ে গেল আন্তোনিও লোপেজ হাবাসের নতুন গন্তব্য। গত মরশুম শেষে মোহনবাগানের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। শোনা যাচ্ছিল শারীরিক অসুস্থতার জন্যই তিনি নাকি কোচিংয়ের পর থেকে সরে দাঁড়াতে চাইছেন। সেইমতো নতুন কোচ নিযুক্ত করা হয়েছে মোহনবাগানে। তারপর থেকেই শোনা যাচ্ছিল ভারতের জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। কিন্তু শেষ পর্যন্ত ভারতের কোচের পদে নিযুক্ত হয়েছেন মানোলো মার্কুয়েজ রোকা। এবার চূড়ান্ত হয়ে গেল হাবাসের নতুন গন্তব্য। আসন্ন মরশুমে ইন্টার কাশির কোচের হট সিটে বসতে চলেছেন তিনি। ইন্টার কাশির পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে এই খবর জানানো হয়।

Continue Reading

Trending