Connect with us

আইএসএল

রবিবার মেগাম্যাচে হাউসফুল যুবভারতী

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা বধের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মোহনবাগান। এই ম্যাচের জন্য ৬২ হাজার টিকিট ছাড়া হয়েছিল। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। শনিবার রাতের যা খবর, তাতে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়, রবিবার মেগাম্যাচের সমস্ত টিকিট সোল্ড আউট। অর্থাৎ, ৬২ হাজার বাগান জনতার শব্দব্রহ্মের সামনেই মাঠে নামতে হবে রয় কৃষ্ণাদের। অন্যদিকে, ক্লাবের পক্ষ থেকে জানানো হল রবিবার, অর্থাৎ ম্যাচের দিন শুধুমাত্র মোহনবাগান ক্লাব থেকে অনলাইন টিকিটের রিদেমশান করা যাবে। সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত। ম্যাচের দিন যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে কোনরকম অনলাইন টিকিট পাওয়া যাবে না।

আইএসএল

পিটার ক্রাটকির সঙ্গে চুক্তি বৃদ্ধি মুম্বইয়ের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মরসুমের মাঝেই মুম্বই সিটি এফসির দায়িত্ব নিয়েছিলেন তিনি। হেড কোচ হিসেবে এটাই তার প্রথম মরসুম। এর আগে মেলবোর্ন সিটির সহকারী কোচ ছিলেন ক্রাটকি। হেড কোচ হিসেবে প্রথম মরসুমেই সাফল্য। মুম্বই সিটি এফসিকে আইএসএল ট্রফি এনে দিয়েছেন তিনি। তাই পিটার ক্রাটকির সঙ্গে আরও এক বছরের চুক্তি বৃদ্ধি করল মুম্বই সিটি এফসি টিম ম্যানেজমেন্ট।

Continue Reading

আইএসএল

ওড়িশা এফসিতে সই করলেন রোহিত কুমার

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মরসুম শেষ, শুরু হয়ে গিয়েছে দল বদলের লড়াই। কে কাকে টেক্কা দিয়ে কোন বড় নামটা নিজের দলে তুলবে সেই নিয়েই প্রতিযোগিতা। ইতিমধ্যেই প্রথম সইটা করিয়ে ফেলল ওড়িশা এফসি। বেঙ্গালুরু থেকে রোহিত কুমারকে তুলে নিল তারা। ২০২১ থেকে বেঙ্গালুরু এফসিতে খেলছেন রোহিত।

Continue Reading

আইএসএল

মেগা ফাইনালের আগে দিমিত্রিদের পাশে বাগানের “সবুজ তোতা”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মোহন জনতার নয়নমণি তিনি। সবুজ-মেরুন জার্সিতে বহু যুদ্ধের নায়ক। তিনি হলেন জোসে র‍্যামিরেজ ব্যারেটো। মোহনবাগান সমর্থকদের কাছে তিনি অতি পরিচিত ‘সবুজ তোতা’ নামে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের আরও একটা মহারণে নামছেন দিমিত্রি-কামিন্সরা। আইএসএল মেগা ফাইনালের আগে দিমিত্রিদের লড়াইয়ের শরিক হয়ে উঠলেন ‘সবুজ তোতা’। রে স্পোর্টজকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি জানালেন “মুম্বইয়ের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নামবে মোহনবাগান। হাবাসের দলের সবচেয়ে বড় শক্তি হল তাঁদের ধারাবাহিকতা। কোচ হিসেবে হাবাস কখনোই আপোষ করেননা।”

মুম্বইয়ের ত্রিফলা আক্রমণের বিরুদ্ধে আঁটোসাটো রাখতে হবে বাগান রক্ষণ। এই বিষয় ব্যারেটো জানালেন “হাবাস যখনই আক্রমণে যান, নিজের রক্ষণ অটুট রেখেই তবে আক্রমণে যান। হাবাসের তত্ত্বাবধানে দুরন্ত ফুটবল খেলছে মোহনবাগান। এই দলে ম্যাচের রঙ বদলে দেওয়ার মতো অনেক খেলোয়াড় রয়েছে।” তিনি আরও বলেন “মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচ অবশ্যই চাপের। তবু লক্ষ্যে অবিচল থেকে দিমিত্রিদের লড়াই করতে হবে। আর সব থেকে বড় কথা সমর্থকদের নব্বই মিনিট দলের জন্য গলা ফাটাতে হবে। তবেই মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবে।”

Continue Reading

Trending