Connect with us

ফুটবল

কঠোর পরিশ্রমকেই সফলতার চাবিকাঠি বলছেন বালা দেবী

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুরু হয়েছে ২০২৪ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ। আর সেই প্রতিযোগিতায় ইতিমধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে ভারতের মহিলা ফুটবল দল। সেই ম্যাচে নিজের জীবনের ৫০তম আন্তর্জাতিক গোল করে নজির গড়েছেন ভারতের “গোল মেশিন” বালা দেবী। তবে কঠোর পরিশ্রমকেই মান্যতা দিচ্ছেন এই ফুটবলার।

শুধু গোলের জন্যই নয়, ২০২০ সালে প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে ইউরোপের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে বালা দেবীর। তিনি যোগ দিয়েছিলেন স্কটিশ প্রিমিয়ার লিগের দল রেঞ্জার্স এফসির মহিলা দলে যার ফলে ভারতীয় ফুটবলে একটা ছাপ তিনি ইতিমধ্যেই রেখেছেন তা বলাই যায়। ২০২৩ সালের নভেম্বর মাসে এএফসি অলিম্পিক কোয়ালিফায়ারসের দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলার পর, দীর্ঘ দশ মাস বাদে মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে খেলার জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।

৫০তম গোলের মাইলফলকে পৌঁছনোর ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে, নিজের মনোভাব প্রকাশ করেছেন বালা দেবী। তিনি বলেন, “আমি খুবই গর্বিত আমার দেশের হয়ে ৫০টি গোল করতে পারে। সেই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল ছিল”। ম্যাচের পর বালা দেবী তার এই স্মরণীয় গোলটি উৎসর্গ করেছেন তাঁর বাবার উদ্দেশ্যে। সেই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “আমি আজকে যা হয়েছি, তা শুধুমাত্র আমার বাবার দৌলতে। বল পায়ে লাগানো থেকে গোল করা সবটাই আমায় বাবা শিখিয়েছেন। সব সময় খেলাধুলোর সঙ্গে জুড়ে থাকতে আমার উৎসাহিত করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে সেসব কথা ভেবেই নিজের চোখের জল ধরে রাখতে পারিনি আমি”।

পাকিস্তানের বিরুদ্ধে খুব সুন্দর গোল করেছিলেন তিনি। সেই গোলের বিষয়ে জানতে চাওয়া হলে বালা বলেন, “কোচ বরাবর আমাদের সেটপিসের উপর জোর দিয়েছেন। পরিস্থিতি বুঝে কেউ একজন সেই কিক টা নেবে। তবে সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি সেখান থেকে শট নিতে পারব। মনীষা আমায় এসে জিজ্ঞেস করেছিল যে আমি শট নেব কিনা। আমি তাকে বলি বল টা বাড়াতে আমি ডাইরেক্ট শট নেব এবং মনীষা খুব দারুন বল বাড়িয়েছিল এবং আমি সেই বল জলে জড়াতে সক্ষম হয়েছি”।

ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে বালা দেবীর। ফলে ভারতীয় ফুটবল এবং ইউরোপের ফুটবলের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “রেঞ্জার্সে থাকাকালীন আমি অনেক কিছু শিখেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল নিজেকে সুস্থ রাখা এবং পেশাদারিত্ব বজায় রাখা। ভারতের মহিলা ফুটবল দল যত দিন যাচ্ছে তত ভাল উন্নতি করছে এবং বিদেশে খেলার সুযোগও পাচ্ছে। এআইএফএফ আমাদের যথেষ্ট সহায়তা করছে এবং তার পাশাপাশি মহিলা ফুটবলাররাও যথেষ্ট পরিশ্রম করছে। এছাড়াও সমর্থকেরাও অনেক সমর্থন করেছে আমাদের। আশা রাখছি এরম সমর্থন পেলে আমরা আগামীতে আরও ভাল ফল করতে পারব”।

সর্বশেষে সমর্থকদের নিয়ে বার্তা দিতে বলা হলে তিনি বলেন, “আমাদের সমর্থন করুন। আপনারা আমাদের যত সমর্থন করবেন, আগামী দিনে এগিয়ে জেতে আমাদের ততটাই সুবিধে হবে”।

আন্তর্জাতিক ফুটবল

চেলসিকে হারিয়ে ইপিএলের শীর্ষে লিভারপুল। লা লিগায় জিতে প্রথমে বার্সেলোনা…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক বিরতির পর, জমে উঠেছে ক্লাব ফুটবলে শক্তিশালী দলগুলোর টানটান লড়াই। ইউরোপীয় ফুটবলের লিগ টেবিলে চলছে তুল্যমূল্য লড়াই। এর পাশাপাশি ইপিএলে, চেলসিকে হারিয়ে শীর্ষস্থানেই রইল লিভারপুল। অপরদিকে একদম শেষ মুহূর্তের গোলে জয় পেল গার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। অন্যদিকে সেভিয়াকে হারিয়ে ভাল জায়গায় বার্সেলোনা।

অ্যানফিল্ডে চলছিল লিভারপুল বনাম চেলসির ম্যাচ। কিন্তু ম্যাচের শুরুতেই, ২৯ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। অপরদিকে ৪৮ মিনিটে নিকোলাস জ্যাকসন গোল করে সমতায় ফেরায় চেলসিকে। কিন্তু মাত্র ৩ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে কার্টিস জোনসের গোলে ফের এগিয়ে যায় লিভারপুল। যার ফলে ২-১ গোলে জিতে, ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকল লিভারপুল।

অপরদিকে ইপিএলের অন্য ম্যাচে, শেষ মুহূর্তের গোলে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটিও। উলভসের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়লেও, ম্যাচের ৩৩ মিনিটেই দূরপাল্লা শটে অসাধারণ গোলে সমতায় ফেরান গোয়ার্দিওল। অবশেষে ম্যাচের একদম শেষে হেডে গোল করে সিটিকে জয় এনে দেন জন স্টোনস। ফলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে লা-লিগায় দাপট জারি রাখল বার্সেলোনা। ইতিমধ্যেই ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকল বার্সা। এদিন ঘরের মাঠে ৫-১ গোলে সেভিয়াকে হারাল হান্সি ফ্লিকের ছেলেরা। জোড়া গোল করলেন লেওয়ানডস্কি ও পাবলো তোরের। একটি গোল করেন পেদ্রি। অপরদিকে সেভিয়ার হয়ে একটিমাত্র গোল করেন ইদুম্বো। এর পাশাপাশিই চোট সারিয়ে বহুদিন পর মাঠে ফিরল আরেক তরুণ গাভি।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: ঘরের মাঠে এগিয়ে গিয়ে ম্যাচ হার মহামেডানের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথমে মোহনবাগান এবারে কেরালা। পরপর দুই ম্যাচে হারের মুখ দেখতে হয় আন্দ্রে চেরনিসভের মহামেডান দলকে। রবিবার প্রথমে এক গোলে এগিয়ে গিয়েও অবশেষে ক্বমে পেপরা এবং জেসাস জিমিনেজের করা গোলে ২-১ গোলে ঘরের মাঠে ম্যাচ হারতে হয় সাদা-কালো ব্রিগেডকে।

ম্যাচের প্রথম মিনিট থেকেই নিজেদের আক্রমণাত্মক ছন্দে ফুটবল খেলা শুরু করে দিয়েছিল কেরালা ব্ল্যাস্টার্স দলের ফুটবলাররা। দুই মিনিটের মাথায় বক্সের একটু বাইরে থেকে গোলের দিকে বাঁক খাওয়ান একটা শট নিয়েছিলেন কেরালা দলের উইঙ্গার নোয়া সাদাউই, তবে বার উঁচিয়ে চলে যায় সেই বলটি। অপরদিকে ৭ মিনিটে প্রথম আক্রমণ তুলে আনে মহামেডান স্পোর্টিং। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে উঠে আসা বিকাশ একটি শট নেন। সেই শটে সেরম জোর ছিলনা, ফলে গোলরক্ষকের সেই বল তালুবন্দি করতে বিশেষ সমস্যার মুখে পড়তে হয়নি। রুদ্ধশ্বাস ফুটবল খেলতে থাকে দুই দলের ফুটবলাররাই। যার ফলে মুহুর্মুহু হলুদ কার্ড দেখে তাঁরা। অপরদিকে ম্যাচের ২৭ মিনিটের মাথায়, বক্সের ভেতর ফ্রাঙ্কাকে ফাউল করে বসেন কেরালা গোলরক্ষক সোম কুমার। ফলে পেনাল্টি পেয়ে যায় সাদা-কালো ব্রিগেড। সেই পেনাল্টি থেকে গোল করে ১-০ গোলে প্রথমার্ধে দলকে এগিয়ে দেন কাসিমোভ। এর পরে বেশ কয়েকবার সাদা-কালো রক্ষণে আক্রমণ তুলে এনেছিল কেরালার ফুটবলাররা তবে গোল তুলে আনতে পারেনি তাঁরা। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সাজঘরে যায় আন্দ্রে চেরনিসোভের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে উঠে আসতে থাকে মহামেডান। ফ্রাঙ্কার একটা গোলমুখি শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৫০ মিনিটে আবারও শট নেন গোল করে এগিয়ে দেওয়া ফুটবলার কাশিমোভ তবে সেই শট অনেকটাই বাইরে ছিল। তারপর ধীরে ধীরে আক্রমণে উঠে আসতে শুরু করে দেয় কেরালা। ৫৬ মিনিটে নোয়ার একটি দূরপাল্লা শট রুখে দেন সাদা-কালো গোলরক্ষক। ৫৯ মিনিটে, ফ্রাঙ্কা একটি সুবর্ণ সুযোগ পেয়ে গেছিলেন ব্যবধান বাড়ানোর তবে তার শট বার উঁচিয়ে বাইরে চলে যায়। অবশেষে ৬৬ মিনিটে লুনার বাড়ান ক্রস বক্সের ভেতর সুন্দরভাবে বাড়িয়ে দেন নোয়া এবং সেই বলকে জালে জড়িয়ে দিতে সক্ষম হন ক্বমে পেপরা। এই গোলের ফলে সমতায় ফেরে কেরালা ব্লাষ্টার্স। তারপরেই ম্যাচের ৭১ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন নোয়া। গোলরক্ষককে একা পেয়ে গিয়েও সেই বল জালে জড়াতে বিফল হন তিনি। তবে অপেক্ষা বেশিক্ষণ করতে হয়নি তাদের। ৭৪ মিনিটে, নাওচা সিংহের বাড়ান ক্রস থেকে জেসাস জিমিনেজের হেডে বল জালে জড়িয়ে দিয়ে ব্যবধান বাড়িয়ে ফেলে কেরালা। অপরদিকে দলের খেলায় ক্ষুব্ধ হয়ে মাঠে বোতল ছুড়তে থাকেন মহামেডান সমর্থকেরা। ফলে খেলা বন্ধ রাখা হয় কিছুক্ষণের জন্য। ম্যাচের একদম শেষের দিকে একটি সহজ সুযোগ হাতছাড়া করে মহামেডান। যার ফলে ঘরের মাঠে ২-১ পরাস্ত হতে হয় সাদা-কালো ব্রিগেডকে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

সিআর সেভেনের সঙ্গে দেখা করতে, ১৩০০০ কিলোমিটার সাইকেল পাড়ি এক সমর্থকের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।বিশ্বফুটবলে এই নামটি একটি রূপকথার থেকে কম নয়। আর সেই রূপকথার ভক্তরাও যে তাদের গুরুর প্রতি কতটা আসক্ত সেটা বহুবার দেখেছে ফুটবল বিশ্ব। তার মধ্যেই একজন হলেন চিনের সিয়াও গং। ১৩ হাজার কিলোমিটার সুদূর চিন থেকে বাইসাইকেল করে তিনি এসেছেন সৌদি আরবে শুধু মাত্র তার গুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখা পাওয়ার জন্য।

যদিও চাইলেই পারতেন বিমানে চেপে সৌদি আরবের উদ্দেশ্যে এসে আল নাসেরের একটি ম্যাচ দেখতে। তবে সেটা করেননি গং। বেছে নিয়েছেন ১৩০০০ কিলোমিটারের বাইসাইকেল রাস্তা। লক্ষ্য ছিল তার সৌদি আরবের রিয়াদ শহরে আল নাসেরের হেডকোয়ার্টারে এসে দেখা করবেন গুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে। যদিও এই স্মরণীয় সফরের পর নিরাশ হননি তিনি। হেডকোয়ার্টারে পৌঁছনোর কিছুক্ষণ পরেই তিনি দেখা পান তার গুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

তাঁর এই অন্ধভক্ত ফ্যান গংকে দেখে তাঁর সঙ্গে ছবি তুলেছেন রোনাল্ডো। অটোগ্রাফ এবং সই করা জার্সিও উপহার দিয়েছেন এই ভক্তকে। এইসব জিনিস পেয়ে বলাযায় স্বপ্ন পূরণ হয়েছে সিয়াও গঙের। যদিও শুধু ভক্তের কাছেই নয়, গুরু রোনাল্ডোর কাছেও এই ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে তার ফুটবল জীবনের জন্য।

Continue Reading

Trending