Connect with us

আন্তর্জাতিক ফুটবল

2022 FIFA WC: আবার বড় দলের হার, এবার জাপান হারালো জার্মানিকে

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলে বড় দল ছোট দলের পার্থক্য কি সত্যিই কমছে? এবারের বিশ্বকাপের শুরুর কয়েকটা ম্যাচ কিন্তু সেই প্রশ্ন ভীষণভাবে তুলে দিয়ে গেল। তথাকথিত ছোট দল বড় দলের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও যেভাবে ম্যাচ বের করে নিচ্ছে, তাতে শুধু অঘটন বলে আর চালিয়ে দেওয়া যায় না। ‌মঙ্গলবার সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। আর বুধবার জাপানের কাছে হারল জার্মানি। যেন মঙ্গলবারের ম্যাচের রিপ্লে হল বুধবার। সেই জার্মানির প্রথম পেনাল্টিতে গোল করে এগিয়ে যাওয়া। প্রথমার্ধেই অফসাইডে জার্মানির গোল বাতিল। আর দ্বিতীয়ার্ধে জাপানের দুরন্তভাবে ম্যাচে ফিরে আসা এবং জয় তুলে নেওয়া। সঙ্গে অবশ্যই জাপান গোলরক্ষকের অনবদ্য ফুটবল। ‌জার্মানি এদিন হারল ১-২ গোলে।


প্রথম থেকেই জার্মানির প্রশ্নাতীত আধিপত্য। একের পর এক আক্রমণ সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে জাপান রক্ষণে। আর জাপান গোলরক্ষকে সুইচি হোন্ডা রুখে যাচ্ছেন। ৩১ মিনিটে ভুল করে ফেললেন হোন্ডা। ডেভিড রাউমকে বক্সের মধ্যে ফাউল করে ফেলেন তিনি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি জার্মানির ইকে গুন্ডোগান। প্রথমার্ধের সংযুক্তি সময়েই কাই হাভার্তজ বল জালে পাঠালেও তা অফসাইডের জন্য বাতিল হয়। ‌
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও জার্মানি, জার্মানি আর জার্মানি। তখন একা লড়ে যাচ্ছেন জাপান গোলরক্ষক হোন্ডা। ৬০ মিনিটে ইকে গুন্ডোগানের শট পোষ্টে লাগে। ৭০ মিনিটেই যেন ম্যাচের টার্নিং পয়েন্ট। এক মিনিটের মধ্যে জার্মানির চারটি শট বাঁচিয়ে দেন জাপান গোলরক্ষক। ম্যাচটা ঘুরে গেল এখান থেকেই। ৭১ মাঠে নামেন জাপানের রিৎসু দোয়ান। ৭৫ মিনিটেই জাপানকে সমতায় ফেরালেন তিনি। মিনামিনোর শট বাঁচিয়ে দেন জার্মানি গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। ফিরতি বল জালে পাঠান দোয়ান। তবে ম্যাচে চমক তখনও বাকি ছিল জাপানের। ৮৩ মিনিটে জাপানের তাকুমা আসানো একার কৃতিত্বে অনেকটা দৌড়ে নুয়্যারকে প্রথম পোস্টে দাঁড় করিয়ে গোল করে গেলেন। এরপর জার্মানি ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। তবে জাপান রক্ষণ এবং গোলকিপারের একরোখা লড়াইয়ে হেরেই তাদের মাঠ ছাড়তে হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক ফুটবল

FIFA WORLD CUP QUALIFIERS: জয়ে ফিরল আর্জেন্টিনা। আবারও ড্র ব্রাজিলের…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলছে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ। আর সেখানেই গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা দলকে। তবে ঘরের মাঠে পেরুর বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল দল। মেসির বাড়ান বল থেকে লাওতারো মার্টিনেজের করা গোলে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। অপরদিকে আবারও আটকে গেল দোরিভাল জুনিয়রের দল। উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল।

প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বেশিই ছিল আর্জেন্টিনা দলের। বল পজেশন থেকে শুরু করে বিপক্ষের গোল লক্ষ্য করে শট, সবেতেই এগিয়ে ছিল মেসি, মার্টিনেজরা। অপরদিকে ম্যাচে সেরম দাগ কাটতে পারেনি পেরুর ফুটবলাররা। তবে পেরুর গোলের দিকে লক্ষ্য করে অনেক শট নিলেও গোল মুখ খুলতে বার বার ব্যার্থ হচ্ছিলেন আর্জেন্টিনা ফুটবলাররা। অবশেষে ম্যাচের ৫৫ মিনিটে বাঁদিক থেকে বক্সের মধ্যে ঢুকে আসা লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করে যান লাওতারো মার্টিনেজ। ফলে ১-০ গোলে ম্যাচ জিতে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।

অন্যদিকে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের আরেক ম্যাচে আবারও ড্র করল ব্রাজিল। ম্যাচের প্রথম গোলটি করেন উরুগুয়ের মাঝমাঠের ফুটবলার ফেদে ভালভের্দে। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে যান তিনি। তবে সেই গোল শোধ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেলেকাওদের। ম্যাচের ৬২ মিনিটে গার্সনের গোলে সমতায় ফেরে ব্রাজিল। তবে সমতায় ফিরলেও ঘরের মাঠ থেকে জয় তুলে আনতে ব্যার্থ হলেন ভিনিসিয়স, রাফিনহারা। এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UEFA NATIONS LEAGUE: জয় দিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড। জয় পেল ফ্রান্সও…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। ১০ জনের আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে লিগ টেবিলে নিজেদের গ্রুপের প্রথম স্থানে হ্যারি কেনরা। খেলা ছিল ফ্রান্সেরও। তবে দলে ছিলেননা তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবুও ইতালিকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ফ্রান্স। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় স্থানে ইতালি।

গ্রুপের শীর্ষে থাকতে হলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় আবশ্যিক ছিল ইংল্যান্ডের। অপরদিকে ইংল্যান্ড আক্রমণ রুখতে রক্ষণাত্মক পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল আয়ারল্যান্ড দল। সেই রক্ষণাত্মক ফুটবলের কারণে প্রথমার্ধে ইংল্যান্ড আক্রমণকে সামাল দিতে সক্ষম হয়েছিল আয়ারল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান আয়ারল্যান্ডের ফুটবলার লিয়াম স্কেলস। যার ফলে পেনাল্টি পেয়ে যায় ইংল্যান্ড এবং এরই পাশাপাশি বাকি ম্যাচে দশ জনে খেলতে হয় ইংল্যান্ডকে। সেই পেনাল্টি থেকে হ্যারি কেন গোল করে এগিয়ে দেন ইংল্যান্ডকে। তার পর থেকেই শুরু হয় গোলের মহড়া। ৫৫ এবং ৫৮ মিনিটে গোল করে যান অ্যান্থনি গর্ডন এবং কনর গ্যালাঘার। তারপর ম্যাচের ৭৬ মিনিটে জ্যারড বাওয়েন ও ৭৯ মিনিটে টেলর হারউড-বেলিসের গোলে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড।

অপরদিকে ইতালির বিরুদ্ধে খেলতে নামার আগে তাদের থেকে তিন পয়েন্টে পিছিয়ে ছিল ফ্রান্স। তাছাড়াও দলে নেই এমবাপের মত ফুটবলার। কিন্তু জয়ের জন্য ফ্রান্সের এই ম্যাচের নায়ক ছিলেন আদ্রিয়েন হাবিয়ঁ। ম্যাচ শুরুর প্রথম ২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে ইতালির ফুটবলার গুগলিয়েলমো ভিকারিয়োর আত্মঘাতী গোলে ব্যবধান বারে ফ্রান্সের। যদিও ৩৫ মিনিটে আন্দ্রিয়ে ক্যাম্বিয়াসোর গোলে ব্যবধান কমায় ইতালি। দ্বিতীয়ার্ধে অনেক গোলের সুযোগ তৈরি করলেও ফ্রান্সের রক্ষণকে ভাঙতে সক্ষম হননি ইতালি ফুটবলাররা। তবে অপরদিকে ম্যাচের ৬৫ মিনিটে আদ্রিয়েন হাবিয়ঁ নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ফ্রান্সের। ৩-১ গোলে এই ম্যাচ জিতে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UEFA NATIONS LEAGUE: বড় জয় দিয়েই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছল পর্তুগাল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই কেরিয়ারের ৯০০তম গোলটি সম্পূর্ণ করেছিলেন ফুটবল বিশ্বের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সে এসেও ছুটে চলেছেন নিজের ১০০০তম গোলের দিকে। এবারে নেশনস লিগের ম্যাচে পুরোন সি আর সেভেনকে দেখল ফুটবলবিশ্ব। নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করেন রোনাল্ডো। পোলান্ডকে ৫-১ গোলে হারানোর সাথেই করে গেলেন বাইসাইকেল কিকে বিশ্বমানের গোল। এছাড়াও গোল পেয়েছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ এবং পেদ্রো নেটো।

শুক্রবার রাতে নেশনস লিগের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচটি খেলতে নেমেছিল পর্তুগাল। প্রতিপক্ষ ছিল লেওয়ানডস্কির দল পোল্যান্ড। দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটি। কিন্তু এই ম্যাচে একপেশে জয় পেয়েছে পর্তুগাল। প্রথমার্ধে কোনও গোল না এলেও দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে রাফায়েল লিয়াওয়ের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তারপর ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু এখানেই থামেননি তিনি। ম্যাচের ৮৭ মিনিটে ডান প্রান্ত থেকে থেকে ভেসে আসা একটি বলে বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে দিয়ে বিশ্বমানের গোল করে গেলেন রোনাল্ডো। এই গোলটি মনে করিয়ে দিল চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিরুদ্ধে করা তার সেই ঐতিহাসিক গোলটির কথা।

শুধু গোল নয়, এদিনের ম্যাচে রোনাল্ডো বাড়িয়েছেন একটি গোলের বলও। অপরদিকে ম্যাচের ৮০ মিনিটে গোল পান ব্রুনো ফার্নান্দেজ। ৮৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন পেদ্রো নেটো। এছাড়া ৮৮ মিনিটে ডমিনিক মারজুকের গোলে ব্যবধান কমায় পোল্যান্ড। তবে একটি গোল শোধ করলেও, যেই ব্যবধানে পর্তুগাল এগিয়ে ছিল, তা সামাল দেওয়া কোনওভাবেই সম্ভব ছিলনা লেওয়ানডস্কিদের কাছে। অবশেষে এই ম্যাচে জিতে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।

Continue Reading

Trending