Connect with us

ফুটবল

নতুন প্রতিভার খোঁজে প্রাক্তন মোহনবাগান ফুটবলার

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – সুমন দত্ত, এই নামটা এক সময় বেশ পরিচিত মুখ ছিল কলকাতা ময়দানে। মোহনবাগান, মহামেডান, টালিগঞ্জ অগ্রগামীর হয়ে খেলেছেন তিনি। রিয়েল কাশ্মিরের হয়ে শেষ মাঠে নামতে দেখা গিয়েছিল তাকে। এই দলের হয়ে সহকারী কোচের পদেও রয়েছেন সুমন। তবে বর্তমানে তার লক্ষ্য নতুন ফুটবলার তৈরি করা। হাতে দায়িত্ব নিয়ে ফুটবল একাডেমি গঠন করেছেন। সামান্য বেতনের বিনিময়ে ট্রেনিং দিচ্ছেন তিনি। একটাই লক্ষ্য, ভবিষ্যতে বাংলার ফুটবলার ছড়িয়ে পড়ুক ভারতের বিভিন্ন প্রান্তে।

আইএসএল

ISL 2024/25: জোড়া লাল কার্ড ইস্টবেঙ্গলের। ৯ জনে অনবদ্য লড়ে পয়েন্ট ছিনিয়ে নিলেন আনোয়ার-হিজাজিরা

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: দীর্ঘ বহুবছর বাদে আবারও ভারতীয় ফুটবলে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং। এটাও ছিল এক ঐতিহ্যের ডার্বি। তবে এবারেই প্রথমবারের জন্য বাংলার দুই প্রধান মুখোমুখি হল আইএসএলের মঞ্চে। ম্যাচের ৩০ মিনিটে জোড়া লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় নাওরেম মহেশ সিংহ এবং নন্দকুমার সেকারকে। যার ফলে গোটা ম্যাচে ১১ জনের বিরুদ্ধে ৯ জন নিয়ে অদম্য লড়াই লড়ল ইস্টবেঙ্গল ফুটবলাররা। অন্যদিকে ইস্টবেঙ্গলের এই পরিস্থিতিতেও জয় তুলে নিতে পারল না মহামেডান। বরং লড়াই করে এই মরশুম আইএসএলে প্রথম পয়েন্ট তুলে নিল অস্কার ব্রুজোর ছেলেরা।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বেশিই থাকে সাদা-কালো ফুটবলারদের। তবে ইস্টবেঙ্গলও মাঝে মধ্যে উঠে আসছিল আক্রমণে। তবে আক্রমণ প্রতিআক্রমনে খেলা চললেও বিতর্ক শুরু হয় ম্যাচের ২৮ মিনিটে। মহামেডানের ফুটবলার অমরজিৎ সিং কিয়াম ইস্টবেঙ্গল ফুটবলার নন্দকুমারকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তখনই নিজের মেজাজ হারিয়ে নন্দার হাত সোজা গিয়ে লাগে অমরজিতের মুখে। সঙ্গে সঙ্গে রেফারি হরিশ কুণ্ডু প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে সহকারী রেফারির সঙ্গে কথা বলে সোজা লাল কার্ড দেখিয়ে দেন নন্দকে। ঠিক তার পরেই আরও একটি লাল কার্ড দেখেন নাওরেম মহেশ সিংহ। মূলত নন্দার লাল কার্ড দেখা নিয়ে ক্ষুব্ধ হয়ে মাঠে পরে থাকা জলের বোতলে লাথি মারে বসেন তিনি। এর আগে একটি হলুদ কার্ড দেখেছিলেন মহেশ। এবারে রেফারি সামনে থাকায় দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে মাঠের বাইরে বের করে দেন তাকে। যার ফলে ৯ জন নিয়ে গোটা ম্যাচে ফুটবল খেলে যেতে হয় ইস্টবেঙ্গলকে।

৯ জনে খেলা ইস্টবেঙ্গলকে সামনে পেয়ে মুহুর্মুহু আক্রমণ সানাতে থাকে মহামেডান ফুটবলাররা। তবে তাদের সেই আক্রমণ রুখে দিতে সক্ষম হয় ইস্টবেঙ্গল রক্ষণের ফুটবলাররা। অপরদিকে আজকের ম্যাচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখন সিং গিল। যার ফলে প্রথমার্ধে ০-০ ফলাফল রেখেই মাঠ ছাড়ে দুই দল। এছাড়াও ম্যাচ চলাকালীন দেখা যায় মহামেডান ফুটবলার কাসিমোভ ও অ্যালেক্সিস গোমেজ নিজেদের মধ্যেই ঝগড়ায় জড়িয়ে পড়েন। শেষে মহামেডান দলের বাকি ফুটবলাররা তাদেরকে শান্ত করান।

দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিসকে তুলে মাঞ্জোকিকে মাঠে নামান মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। তার পরেও অনেকবার আক্রমণ তুলে আনছিল সাদা-কালো ফুটবলাররা। বেশ কয়েকবার ইস্টবেঙ্গল বক্সে ঢুকে শট নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন তাঁরা তবে সেই সব আক্রমণ রুখে দিতে সক্ষম হয় ইস্টবেঙ্গল রক্ষণ। এছাড়াও গোটা ম্যাচে অনবদ্য খেলা প্রভসুখন গিল বেশ কয়েকটি গোল বাঁচিয়ে খেলার মধ্যে রাখেন ইস্টবেঙ্গলকে। যার ফলে ০-০ ফলাফলেই ম্যাচ শেষ করে এই মরশুম আইএসএলের প্রথম পয়েন্ট অর্জন করে ফেলল অস্কার ব্রুজোর দল। অপরদিকে ৯ জনে খেলা ইস্টবেঙ্গল দলকে না হারাতে পেরে চাপের মুখে পড়লেন কোচ আন্দ্রে চেরনিশভ।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: পরপর জয় তুলে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল এফসি গোয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত ম্যাচে ইনফর্ম বেঙ্গালুরু এফসিকে ৩-০ গোলে উড়িয়েছে এফসি গোয়া দল। বুধবার নিজেদের ঘরের মাঠেও সেই জয়ের ধারা অব্যাহত রাখল মানালো মার্কুয়েজের ছেলেরা। শক্তিশালী পাঞ্জাব এফসিকে ২-১ গোলে হারিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল গোয়া। গোয়ার হয়ে দুটি গোল করেন আর্মান্দো সাদিকু এবং  ইকার গোয়ারেট্যাকসেনা। পাঞ্জাবের হয়ে একটিমাত্র গোল করেন আসমির সুলজিচ।

ম্যাচের শুরুর থেকেই দুই দল তাদের চেনা ছন্দে ফুটবল খেলতে শুরু করে দেয়। তবে ঘরের মাঠে খেলা এফসি গোয়াকে বারংবার চাপের মুখে ফেলে দিচ্ছিল পাঞ্জাব এফসি। ম্যাচের একদম শুরুতেই ফুলগা ভিদালের একটি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর ম্যাচের ১৩ মিনিটে নিহাল সুদীশের বাড়ান বল থেকে আসমির সুলজিচের করা গোলে ১-০ গোলে এগিয়ে যায় পাঞ্জাব এফসি। তবে তারপর ম্যাচের ২২ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে সমতায় ফেরে এফসি গোয়া। এই গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে উঠতে শুরু করে গোয়া দল। প্রতিপক্ষের রক্ষণভাগে প্রবল চাপ বাড়াতে থাকেন তাঁরা। তবে প্রথমার্ধে ১-১ গোলেই সাজঘরে ফেরে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমনের উপরেই জোর দিতে থাকে মানালো মার্কুয়েজের ছেলেরা। যারফলে  দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম আক্রমণেই ইকার গোয়ারেট্যাকসেনার গোলে এগিয়ে যায় গোয়া। তারপর দুই দলই বেশ কয়েকবার উঠে আসতে থাকে আক্রমণে তবে গোলসংখ্যা আর বাড়েনি। ফলে ২-১ গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিল এফসি গোয়া। এরই সঙ্গে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে মানালো মার্কুয়েজের দল। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ২৮ নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টারর্স এফসির বিরুদ্ধে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UCL 2024/25: জয়ের ধারা অব্যাহত বার্সেলোনার। আতলেতিকোর কাছে হার পিএসজির…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লা লিগা হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, সব জায়গাতেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের আগমনে যেন নতুনভাবে নিজেদের ফিরে পেয়েছেন পেদ্রি, লামিন ইয়ামালরা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ট লেওয়নডস্কি। অপরদিকে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হার স্বীকার করে পিএসজি।

বুধবার রাইকো মিতিচ স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে, রাফিনহার ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন ইনিগো মার্তিনেজ। তারপর আক্রমণ তুলে আনতে থাকে রেড স্টার বেলগ্রেডও। ফলে ম্যাচের ২৭ মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতায় ফেরে তাঁরা। তারপর মুহুর্মুহু আক্রমণ তুলে আনতে শুরু করে হান্সি ফ্লিকের ছেলেরা। ফলে প্রথমার্ধের একদম শেষের দিকে ৪৩ মিনিটের মাথায় লেওয়নডস্কির গোলে এগিয়ে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোল তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় লেওয়নডস্কির। তবে সেই গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁকে। ৫৩ মিনিটেই জুলস কুন্দের বাড়ান বল জালে ঠেলে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে যান লেওয়নডস্কি। এরই সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ৭০০তম গোলটিও সম্পূর্ণ হয় বার্সেলোনার। ম্যাচের ৫৫ মিনিটে সেই জুলস কুন্দের বাড়ান বল থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ৭৬ মিনিটে ফারমিন লোপেজের করা গোলে ৫-১ গোল এগিয়ে যায় বার্সেলোনা। অবশেষে ম্যাচের ৮৪ মিনিট মিলসনের করা গোলে রেড স্টার বেলগ্রেডের ব্যবধান কমালেও ৫-২ গোলে ম্যাচ জিতে যায় বার্সেলোনা।

অপরদিকে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে যায় পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে জাইর এমিরির গোলে এগিয়ে যায় পিএসজি। তবে ম্যাচের ১৮ মিনিটে নাহুয়েল মোলিনার গোলে সমতায় ফেরে আতলেতিকো মাদ্রিদ। ১-১ গোলেই ম্যাচ শেষের দিকে গেলেও ম্যাচের একদম শেষ মুহূর্তে সংযোজিত সময়ে আনহেল কোরেয়ার গোলে জয় তুলে আনতে সক্ষম হয় দিয়েগো সিমিওনের দল।

Continue Reading

Trending