Connect with us

ফুটবল

AFC Asian Cup 2023: একাধিক সুযোগ নষ্ট! এএফসি এশিয়ান কাপে টানা দ্বিতীয় ম্যাচে হার ভারতের

Published

on

সৌরভ রায়, দোহা: বিশ্বকাপে খেলার সুযোগ হয় না ভারতের। এএফসি এশিয়ান কাপ ভারতীয় সমর্থকদের কাছে তাই অলিখিত বিশ্বকাপের সমান। এদিন ম্যাচ শেষের লম্বা বাঁশি বাজতেই হতাশায় ভেঙে পড়তে দেখা গেল ভারতের নীল জার্সি গায়ে মাঠে আসা একঝাঁক উজ্জ্বল মুখকে। বৃহস্পতিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের নিজেদের গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। এদিন জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও উজবেকিস্তানের কাছে ০-৩ গোলে হেরে মাঠ ছাড়তে হল ভারতকে। দলকে নিয়ে প্রত্যাশা ছিল, তবে উচ্চাশা ছিল না ভারতীয় সমর্থকদের মধ্যে। উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ইগর স্টিমাচের কন্ঠ ছিল আত্মবিশ্বাসে ভরপুর। নিদেনপক্ষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলেও পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখতে পারতেন ভারতীয় ফুটবলাররা। কিন্তু, আহমেদ বিন আলি স্টেডিয়ামে উপস্থিত ব্লু আর্মিদের শব্দব্রহ্ম ম্রিয়মান হয়ে গেল ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে। ডান প্রান্ত থেকে নারসুলেভের দুর্দান্ত ক্রস সুকুরভের মাথা ছুঁয়ে খুঁজে নেয় ফায়জুলেভকে। গুরপ্রীতকে পরাস্ত করতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি তাঁকে। শুরুতেই গোল পেয়ে আত্মবিশ্বাসী উজবেকিস্তান আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রথম কোয়ার্টারে বেশ কয়েকবার ভারতীয় রক্ষণে কড়া নেড়ে যান উজবেকিস্তান ফুটবলাররা। ১৮ মিনিটের মাথায় ভারতীয় রক্ষণের ভুলে ব্যবধান বাড়ায় উজবেকিস্তান। বক্সের মধ্যে গোলমুখে ধেয়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে প্রায় আত্মঘাতী গোল করে বসেছিলেন আকাশ মিশ্র। আকাশের ক্লিয়ারেন্স বার পোস্টে লেগে ফিরে আসলে, ফিরতি বল ফাঁকা গোলে জড়িয়ে দেন সেরগেভ।

ভারতের জন্য প্রথম সুযোগটা এসেছিল ২৯ মিনিটে। সুনীল ছেত্রীর ফ্রি কিক থেকে হেড করেন আকাশ মিশ্র। একটুর জন্য লক্ষভ্রষ্ট হয় আকাশের হেডার। প্রথমার্ধের একেবারে শেষ দিকে আরও একবার সুযোগ চলে এসেছিল ভারতের কাছে। নাওরেম মহেশের দুর্দান্ত একটি দূরপাল্লার শট কোনরকমে বাঁচিয়ে দেন উজবেকিস্তানের গোলরক্ষক। তবে অতিরিক্ত সময় আরও একটি গোল করে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয় উজবেকিস্তান। আরও একবার ভাগ্য সহায় হয়ে দাঁড়ায় উজবেকিস্তানের কাছে। ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রস গোলের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন নারসুলেভ। তাঁর প্রথম শটটি পোস্টে লেগে আবারও তাঁর কাছেই ফিরে আসে। ফিরতি বলে গোল করতে ভুল করেননি তিনি। ০-৩ গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধের শেষে মাঠ ছাড়ে ভারত।

দ্বিতীয়ার্ধের শুরুতে খেলায় বদল আনার চেষ্টা করে ভারতীয় দল। ম্যাচে ফেরার মরিয়া প্রচেষ্টা চালান সুনীল ছেত্রীরা। ৪৯ মিনিটের মাথায় ম্যাচের সব থেকে সহজ সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু সেক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন ছিল না মেন ইন ব্লুদের। প্রথমে রাহুল কেপির শট ক্রস বারে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে যান সুনীল ছেত্রী। সুনীলের দুর্দান্ত শট রুখে দেন উজবেক গোলরক্ষক। গোটা ম্যাচ জুড়ে যে পরিমাণ সুযোগ তৈরি করেছিল ভারতীয় দল তা কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। ৭২ মিনিটের মাথায় রাহুল বেকের দুর্দান্ত একটি হেডার কোনরকমে বাঁচিয়ে দেন উজবেকিস্তানের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ের খেলা যখন চলছে তখন আরও একবার উজবেকিস্তানের গোলের পথে অন্তরায় হয়ে দাঁড়াল ক্রসবার। শেষ পর্যন্ত ০-৩ গোলে উজবেকিস্তানের কাছে পরাজিত হয়ে চলতি এএফসি এশিয়ান কাপে কার্যত অনেকটাই ব্যাকফুটে চলে গেল ভারতীয় দল।

ভারত প্রথম একাদশ: গুরপ্রীত সিং সান্ধু, রাহুল বেখে, নিখিল পূজারি, সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্র, সুরেশ সিং, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, রাওরেম মহেশ সিং, সুনীল ছেত্রী, মনবীর সিং

ইস্টবেঙ্গল

বেজে গেল ডুরান্ড কাপের দামামা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অলিম্পিক্সের আবহেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ, আসন্ন মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। বৃহস্পতিবার ডুরান্ড কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডার্বি সহ তিন প্রধানের সব ম্যাচের টিকিট বন্টন নিয়ে বিস্তারিত ঘোষণা হল। ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি। ইস্ট-মোহনের ডার্বি ম্যাচে দুই ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। পাশপাশি আইএফএকে দেওয়া হবে ১২০০ টিকিট। ডার্বি ছাড়াও যুবভারতীতে তিন প্রধানের খেলা থাকেলই একই সংখ্যক টিকিট বন্টন করা হবে। ২৭ জুলাই উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে নামবে ২৯ জুলাই।

Continue Reading

ফুটবল

তিন সহকারী নিয়ে শহরে আসছেন মোলিনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আসন্ন মরশুমের জন্য মোহনবাগান দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ মোলিনার হাতে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন নিজেদের মাঠে অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তিন সহকারীকে নিয়ে ভারতে আসছেন মোলিনা। শেষ বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের স্পোর্টস ডিরেক্টর ছিলেন তিনি।

আসন্ন মরশুমের জন্য নিজের তিন সহকারীকে বেছেও নিয়েছেন ইতিমধ্যে। মোলিনার সঙ্গে বিদেশি সহকারী কোচ থাকবেন সার্বিয়ার ইগর তাসেভেস্কি। ভারতীয় সহকারী কোচ হিসাবে কাজ করবেন বাস্তব রায়। এর আগেও মোলিনা যখন ভারতে এটিকের হয়ে কোচিং করিয়েছিলেন, তখন তাঁর সহকারী ছিলেন বাস্তব রায়। মোলিনার দলে গোলকিপার কোচ হয়ে আসছেন স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো মার্টিনেজ নিওন। এছাড়াও ফিটনেস কোচ হলেন সের্জিও গার্সিয়া, দলের চিকিৎসক নেলসন পিন্টো, ফিজিও হিসাবে থাকবেন অভিনন্দন চ্যাটার্জি এবং কিংশুক ভুঁইয়া এবং টিম ম্যানেজার অভিষেক ভট্টাচার্য।

Continue Reading

ফুটবল

ইন্টার কাশির কোচ হলেন হাবাস

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চূড়ান্ত হয়ে গেল আন্তোনিও লোপেজ হাবাসের নতুন গন্তব্য। গত মরশুম শেষে মোহনবাগানের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। শোনা যাচ্ছিল শারীরিক অসুস্থতার জন্যই তিনি নাকি কোচিংয়ের পর থেকে সরে দাঁড়াতে চাইছেন। সেইমতো নতুন কোচ নিযুক্ত করা হয়েছে মোহনবাগানে। তারপর থেকেই শোনা যাচ্ছিল ভারতের জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। কিন্তু শেষ পর্যন্ত ভারতের কোচের পদে নিযুক্ত হয়েছেন মানোলো মার্কুয়েজ রোকা। এবার চূড়ান্ত হয়ে গেল হাবাসের নতুন গন্তব্য। আসন্ন মরশুমে ইন্টার কাশির কোচের হট সিটে বসতে চলেছেন তিনি। ইন্টার কাশির পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে এই খবর জানানো হয়।

Continue Reading

Trending