আন্তর্জাতিক ফুটবল

UCL 2025: ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা এবং পিএসজি। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল বার্সেলোনা। তবে জয় পেলেও, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে স্বপ্নভঙ্গের কাহিনী কম নেই বার্সার। এর আগে রোমা, লিভারপুলের কাছে প্রথম পর্বে এগিয়ে থেকেও, দ্বিতীয় পর্বে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ হয়েছিল কাতালানদের। বুধবার ডর্টমুন্ডের ঘরের মাঠেও সেই আতঙ্কই তৈরি হয়েছিল। গুরাসির হ্যাটট্রিকে একসময় মনে হয়েছিল আবারও সেই পুরোনো ঘটনার পুনরাবৃত্তিই হতে চলেছে। কিন্তু সেটা হয়নি। বেনসেবাইনির আত্মঘাতী গোলে একটি গোল পেয়ে যায় বার্সেলোনাও। এদিকে ৩-১ গোলে ম্যাচ হারলেও প্রথম পর্বে ৪-০ গোলে জয়ের সুবাদে, দুই পর্ব মিলিয়ে ৫-৩ গোলে ম্যাচ জিতে ৬ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল হান্সি ফ্লিকের দল। একইভাবে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে হেরেও শেষ চারে পৌঁছল পিএসজি। 

ঘরের মাঠে জিতে এই ম্যাচ খেলতে নামলেও, ডর্টমুন্ড নিজের ঘরের মাঠে যে যথেষ্ট বেগ দেবে বার্সেলোনাকে সেটা একপ্রকার জানা কথাই ছিল। ঠিক সেই মতোই সিগনাল এদুনা পার্কে ম্যাচের ১১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গুরাসির গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। প্রথমার্ধেই একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়। যার ফলে প্রথমার্ধে আর গোল পরিশোধ করতে পারেনি নিকো কোভাচের দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গুরাসির গোলে ব্যবধান কমায় ডর্টমুন্ড। ঠিক যখনই মনে হচ্ছিল এই ম্যাচে ডর্টমুন্ডের সমতায় ফেরত শুধু সময়ের অপেক্ষা, সেই সময়েই আত্মঘাতী গোল করে বসেন ডর্টমুন্ড বেনসেবাইনি। ফেরমিন লোপেজের ক্রস নিজের জালে জড়িয়ে দেন তিনি। ফলে ব্যবধান হয় ২-১। ম্যাচের ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন সেরহৌ গুরাসি। তারপর আর ব্যবধান বাড়াতে পারেননি ডর্টমুন্ড ফুটবলাররা। যার ফলে ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। আগের পর্বে ৪-০ গোলে এগিয়ে থাকায় দুই পর্ব মিলিয়ে ৫-৩ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছয় বার্সেলোনা। 

অপরদিকে ঘরের মাঠে ৩-১ গোলে ম্যাচ জিতে থাকার সুবাদে, বুধবার অ্যাস্টন ভিলার কাছে ২-৩ গোলে ম্যাচ হেরেও, দুই পর্ব মিলিয়ে ৫-৪ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছয় পিএসজি। যদিও হাকিমি এবং নুনো মেন্দেজের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল পিএসজি। তারপর পরপর তিনটি গোল করে অ্যাস্টন ভিলা। গোল গুলি করেন জড়ান তিলেমানস, ম্যাকগিন এবং এনগোয়ো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version