আন্তর্জাতিক ফুটবল
দাপুটে জয়, কোয়ার্টারে নেদারল্যান্ডস
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – সমস্ত যুদ্ধের পরিসমাপ্তি। গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছিল রোমানিয়া। মালেনের জোড়া গোলে রোমানিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। শুরুটা একটু অগোছালো লাগলেও, প্রথম কোয়ার্টার শেষ হতেই ম্যাচে ফেরে নেদারল্যান্ডস। প্রথম দশ মিনিটে বেশ কয়েকবার ডাচ রক্ষণে কড়া নেড়ে যায় রোমানিয়া। ২০ মিনিটের মাথায় গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। বক্সের বাইরে বল পেয়ে গোলমুখী শট নেন তিনি। প্রথম পোস্টে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন লিভারপুল তারকা। এক গোলে এগিয়ে যেতেই আরও আক্রমণাত্মক দেখায় নেদারল্যান্ডসকে। সময় যত এগিয়েছে আরও ভয়ঙ্কর দেখিয়েছে ডাচদের। প্রথমার্ধের শেষ দিকে একটা সুযোগ পেয়েছিল রোমানিয়া। যদিও সেখান থেকে ম্যাচের ফলাফল বদলাতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে শুরুটা ভালো করলেও প্রভাব বিস্তার করতে পারেনি রোমানিয়া। ৫৮ মিনিটে রোমানিয়ার হয়ে নিশ্চিত পতন রোধ করেন গোলরক্ষক। ৬৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে ফেলেছিলেন গাকপো। তবে অফসাইডের কারণে তাঁর গোল বাতিল হয়ে যায়। ম্যাচ যত শেষের দিকে গিয়েছে, আরও ম্যাচ থেকে ছিটকে গিয়েছে রোমানিয়া। প্রতি মুহূর্তে আক্রমণ শানিয়েছে ডাচরা। ৮৩ মিনিটে ব্যবধান বাড়ান মালেন। বক্সের বাঁদিক থেকে মালেনকে উদ্দেশ্য করে গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছিলেন গাকপো। সেই বল জালে জড়াতে ভুল করেননি মালেন। ম্যাচের সংযুক্তি সময়ের খেলায় রোমানিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মালেন। নেদারল্যান্ডসের কাছে হেরে ইউরো কাপ থেকে বিদায় নিতে হল রোমানিয়াকে।
আন্তর্জাতিক ফুটবল
কোমোকে হারিয়ে প্রথম স্থান ধরে রাখল নাপোলি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লুকাকুর একটি গোল এবং জোড়া অ্যাসিস্টে ভর করে কোমোকে ৩-১ গোলে হারিয়ে, সিরি আ’য় প্রথম স্থানে উঠে এল নাপোলি। মাত্র চার পয়েন্টের ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, লিগের আরেক শক্তিশালী দল জুভেন্টাস।
ম্যাচের একদম শুরুতেই প্রায় ২৫ সেকেন্ডের মাথায়, লুকাকুর বাড়ানো বল থেকে প্রথম গোলটি তুলে নেন ম্যাক্টোমিনায়। তিন ম্যাচে ইতিমধ্যেই দুটি গোল করে ফেলেছেন স্কটিশ এই ফুটবলার। এরপর কোমোও আস্তে আস্তে খেলায় ফিরতে থাকে। প্রথমার্ধের শেষে ৪৩ মিনিটে
গ্যাব্রিয়েল স্ট্রেফেজার গোলে সমতায় ফেরে কোমো। এই গোলটির ফলে, দীর্ঘ এক মাস পর কোন ম্যাচে গোল হজম করতে হয় নাপোলিকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেও বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে গোটা নাপোলি দল। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। ম্যাচের ৮৬ মিনিটে সেই লুকাকুর ডিফেন্স চেরা পাস থেকে ম্যাচের জয়সূচক গোলটি তুলে নেন পরিবর্ত ফুটবলার হয়ে আসা ডেভিড নেরেস।
আন্তর্জাতিক ফুটবল
মেসির জোড়া গোলে এমএলএস সাপোটার্স শিল্ড জয় ইন্টার মিয়ামির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোপা আমেরিকা ফাইনালে চোট পেয়ে প্রায় দু মাস বাদে ইন্টার মিয়ামি দলে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। যোগ দেওয়ার পর থেকেই একের পর এক চোখ ধাঁধান গোলে চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। এদিন ফের একবার সেরকমভাবেই জোড়া গোল করে কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে ইন্টার মিয়ামিকে সাপোটার্স শিল্ড জেতালেন মেসি।
ইন্টার মিয়ামির হয়ে এই নিয়ে দুটি কাপ জয় হল লিওনেল মেসির। তার সঙ্গে নিজের কেরিয়ারের ৪৬তম ট্রফি জয় হল তাঁর। এদিন প্রথমার্ধের শেষ দিকে পরপর দুটি গোল করে ইন্টার মিয়ামিকে জয়ের অনেক কাছে নিয়ে যান মেসি। কিন্তু ম্যাচের ৪৬ মিনিটে দিয়েগো রশি গোল করে ব্যবধান কমান কলম্বাস ক্রয়ের। তারপর ৪৮ মিনিটে মেসির পুরোন সতীর্থ লুইজ সুয়ারেজ একটি গোল করেন। কিন্তু ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল পান হার্নান্দেজ। অবশেষে ম্যাচের ৮৪ মিনিটে একটি দুরন্ত পেনাল্টি সেভ করেন মিয়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার, ফলে এই ম্যাচ থেকে জয় তুলে নেয় ইন্টার মিয়ামি। এই জয়ের ফলে, ঘরের মাঠে প্লে-অফ ম্যাচ খেলার সুযোগটিও পেয়ে গেল তারা। সেই ম্যাচ খেলতে তারা মাঠে নামবে অক্টোবর মাসের শেষের দিকে।
আন্তর্জাতিক ফুটবল
UCL 2024/25: জয়ের সরণিতে ফিরল বার্সেলোনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লা লিগার গত ম্যাচে ৪-২ গোলে হারের পর অবশেষে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিএসসি ইয়ং বয়েজকে ৫-০ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরল হ্যান্সি ফ্লিকের দল। এর পাশাপাশি ২০২৪-২৫ মরশুমে ইউসিএলের প্রথম জয়টি তুলে নিল তারা। জোড়া গোল করেন দলের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি। গোল পান রাফিনহা এবং ইনিগো মার্টিনেজ।
জয়ের সঙ্গে হ্যান্সি ফ্লিক, বার্সেলোনা দলের কোচ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়টি তুলে নিলেন। প্রথম ম্যাচে এএস মোনাকোর কাছে ২-১ গোলে হারের পর, দুরন্ত ফুটবল খেলে দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিল বার্সা। ম্যাচের শুরু থেকেই অনবদ্য ফুটবল খেলছিল দলের দুই তারকা খেলোয়াড় লামিন ইয়ামল এবং রাফিনহা। দুজনেই দুরন্ত পাসিং ফুটবল খেলে বল দেন লেওয়নডোস্কিকে। এবং ম্যাচের ৮ মিনিটেই প্রথম গোলটি তুলে নেন তিনি। এর পাশাপাশি ম্যাচের ৩৪ মিনিটে রাফিনহা এবং ৩৭ মিনিটি ইনিগো মার্টিনেজের গোলে প্রথমার্ধেই ৩-০ ফলাফলে এগিয়ে যান হ্যান্সি ফ্লিকের দল।
দ্বিতীয়ার্ধ শুরু থেকেই প্রথমার্ধের মতো আক্রমণ বজায় রাখে বার্সেলোনা। ফলে ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে ফেলেন লেওয়ানডোস্কি। বার্সার আক্রমণে ধরাশায়ী হয়ে যায় গোটা ইয়ং বয়েজ দল। তারা একটা সুন্দর আক্রমণ থেকে গোল তুলে আনলেও সেই গোলটি অফসাইডের জন্য বাতিল করা হয়। এরপরে তাদেরই দলের খেলোয়াড় কামারার আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে বার্সেলোনার। অবশেষে ৫-০ গোলে ম্যাচ জেতে বার্সেলোনা। পাশাপাশি ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষিত হন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।
-
আইএসএল10 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট12 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল11 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল10 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি