Connect with us

আন্তর্জাতিক ফুটবল

কমলা ঝড়ে তুরস্কের স্বপ্নভঙ্গ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচ! প্রথমে এগিয়ে গিয়েছিল তুরস্ক। তবে দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের ঝড়ে ম্যাচ জিতল নেদারল্যান্ডস। তুরস্ককে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ডাচরা। শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। বল দখলের লড়াইয়ে নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও, তুরস্ক রক্ষণে বারবার বাধা পায় তারা। ৩৫ মিনিটে এগিয়ে যায় তুরস্ক। আর্দা গুলারের দারুণ ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে তুরস্ককে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সামিত আকায়দিন। এক গোলের অগ্রগমণ ধরে রেখেই প্রথমার্ধের শেষে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়িয়ে ম্যাচের দখল নেওয়ার চেষ্টা করে নেদারল্যান্ডস। যদিও শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল তুরস্কের কাছে। ৫৭ মিনিটে আর্দা গুলারের ফ্রি কিক পোস্টে লেগে প্রতিহত হয়। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে নেদারল্যান্ডস। ৭০ মিনিটে ডেপাইয়ের কর্নার থেকে বল পেয়ে দারুণ হেডে সমতা ফেরান স্টেফান ডি-ভ্রিজ। ৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। রক্ষণের ভুলেই গোল হজম করে তুরস্ক। ডামফ্রিসের পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই বল ঠেলে দেন তুরস্কের ডিফেন্ডার মুলদুর। শেষ দিকে একাধিক আক্রমণ করেও ডাচেদের দুর্ভেদ্য রক্ষণে ফাটল ধরাতে পারেনি তুরস্ক। নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিতে হলো আক্রমণাত্মক তুরস্ককে।

ইউরো কাপের শেষ চারে লড়াই করবে চার শক্তিধর প্রতিপক্ষ। বুধবার প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে নেদারল্যান্ডস। এখন দেখার শেষ চারের লড়াইয়ে কারা বাজিমাৎ করে।

আন্তর্জাতিক ফুটবল

UCL 2024/25: হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনলেন ভিনিরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ০-২ গোলে ব্যবধানে পিছিয়ে পড়েও, দারুন কাম ব্যাক করে ৫-২ গোলের ব্যবধানে বুরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে জয় তুলে নিল রিয়াল। হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র।

মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবাউ স্টেডিয়ামে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বুরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের ৩০ মিনিটে, ড্যানিয়েল মালেনের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। এরপর ৩৪ মিনিটে সেই ড্যানিয়েল মালেনের বাড়ানো বল থেকেই দলের দ্বিতীয় গোলটি করেন গিটেনস। ফলে প্রথমার্ধে, ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে ডর্টমুন্ড।

প্রথমার্ধের খেলা দেখে মনে হচ্ছিল, এদিন রিয়াল মাদ্রিদের হার নিশ্চিত। তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ খেলা ঘুরিয়ে দেন আন্সেলোত্তির ছেলেরা। ম্যাচের ৬০ মিনিটের মাথায়, রিয়ালের প্রথম গোলটি করেন তাদের রক্ষণের ফুটবলার আন্তোনিও রুডিগার। তার মাত্র ২ মিনিট বাদেই ভিনিসিয়াস গোল করে তার দলকে সমতায় ফেরান। তারপর ম্যাচের ৮৩ মিনিটে ভাজকুয়েজের করা গোলে, ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। আন্সেলোত্তির ছেলেদের দুরন্ত ফুটবলের কারণে আর ম্যাচে ফিরতে পারেনি ডর্টমুন্ড। অপরদিকে ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান ভিনি। ৯৩ মিনিটে আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। অবশেষে ৫-২ ব্যবধানে ম্যাচ জিতে, পুরো ৩ পয়েন্ট অর্জন করে রিয়াল মাদ্রিদ।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

চেলসিকে হারিয়ে ইপিএলের শীর্ষে লিভারপুল। লা লিগায় জিতে প্রথমে বার্সেলোনা…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক বিরতির পর, জমে উঠেছে ক্লাব ফুটবলে শক্তিশালী দলগুলোর টানটান লড়াই। ইউরোপীয় ফুটবলের লিগ টেবিলে চলছে তুল্যমূল্য লড়াই। এর পাশাপাশি ইপিএলে, চেলসিকে হারিয়ে শীর্ষস্থানেই রইল লিভারপুল। অপরদিকে একদম শেষ মুহূর্তের গোলে জয় পেল গার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। অন্যদিকে সেভিয়াকে হারিয়ে ভাল জায়গায় বার্সেলোনা।

অ্যানফিল্ডে চলছিল লিভারপুল বনাম চেলসির ম্যাচ। কিন্তু ম্যাচের শুরুতেই, ২৯ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। অপরদিকে ৪৮ মিনিটে নিকোলাস জ্যাকসন গোল করে সমতায় ফেরায় চেলসিকে। কিন্তু মাত্র ৩ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে কার্টিস জোনসের গোলে ফের এগিয়ে যায় লিভারপুল। যার ফলে ২-১ গোলে জিতে, ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকল লিভারপুল।

অপরদিকে ইপিএলের অন্য ম্যাচে, শেষ মুহূর্তের গোলে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটিও। উলভসের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়লেও, ম্যাচের ৩৩ মিনিটেই দূরপাল্লা শটে অসাধারণ গোলে সমতায় ফেরান গোয়ার্দিওল। অবশেষে ম্যাচের একদম শেষে হেডে গোল করে সিটিকে জয় এনে দেন জন স্টোনস। ফলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে লা-লিগায় দাপট জারি রাখল বার্সেলোনা। ইতিমধ্যেই ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকল বার্সা। এদিন ঘরের মাঠে ৫-১ গোলে সেভিয়াকে হারাল হান্সি ফ্লিকের ছেলেরা। জোড়া গোল করলেন লেওয়ানডস্কি ও পাবলো তোরের। একটি গোল করেন পেদ্রি। অপরদিকে সেভিয়ার হয়ে একটিমাত্র গোল করেন ইদুম্বো। এর পাশাপাশিই চোট সারিয়ে বহুদিন পর মাঠে ফিরল আরেক তরুণ গাভি।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

সিআর সেভেনের সঙ্গে দেখা করতে, ১৩০০০ কিলোমিটার সাইকেল পাড়ি এক সমর্থকের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।বিশ্বফুটবলে এই নামটি একটি রূপকথার থেকে কম নয়। আর সেই রূপকথার ভক্তরাও যে তাদের গুরুর প্রতি কতটা আসক্ত সেটা বহুবার দেখেছে ফুটবল বিশ্ব। তার মধ্যেই একজন হলেন চিনের সিয়াও গং। ১৩ হাজার কিলোমিটার সুদূর চিন থেকে বাইসাইকেল করে তিনি এসেছেন সৌদি আরবে শুধু মাত্র তার গুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখা পাওয়ার জন্য।

যদিও চাইলেই পারতেন বিমানে চেপে সৌদি আরবের উদ্দেশ্যে এসে আল নাসেরের একটি ম্যাচ দেখতে। তবে সেটা করেননি গং। বেছে নিয়েছেন ১৩০০০ কিলোমিটারের বাইসাইকেল রাস্তা। লক্ষ্য ছিল তার সৌদি আরবের রিয়াদ শহরে আল নাসেরের হেডকোয়ার্টারে এসে দেখা করবেন গুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে। যদিও এই স্মরণীয় সফরের পর নিরাশ হননি তিনি। হেডকোয়ার্টারে পৌঁছনোর কিছুক্ষণ পরেই তিনি দেখা পান তার গুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

তাঁর এই অন্ধভক্ত ফ্যান গংকে দেখে তাঁর সঙ্গে ছবি তুলেছেন রোনাল্ডো। অটোগ্রাফ এবং সই করা জার্সিও উপহার দিয়েছেন এই ভক্তকে। এইসব জিনিস পেয়ে বলাযায় স্বপ্ন পূরণ হয়েছে সিয়াও গঙের। যদিও শুধু ভক্তের কাছেই নয়, গুরু রোনাল্ডোর কাছেও এই ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে তার ফুটবল জীবনের জন্য।

Continue Reading

Trending