Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

লারার সঙ্গে দেখা করে কী টিপস নিলেন হার্দিক?

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্রায়ান লারার নামাঙ্কিত স্টেডিয়ামে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত। তার আগে লারার সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করে এলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এদিন এই দুই ক্রিকেটারের ছবি একসাথে পোস্ট করে বিসিসিআই। শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।

তবে ওয়েস্ট ইন্ডিজে এই সফরে এই প্রথম ভারতীয় ক্রিকেটারদের সাথে লারার দেখা হল এমনটা নয়, একদিনের সিরিজ চলাকালীন লারা ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়েছিলেন এবং সেখানে ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছিলেন। তবে সেখানে হার্দিক উপস্থিত ছিলেন না কারণ তাকে একদিনের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়ার সাথে সাথেই ওয়েস্ট ইন্ডিজ চলে আসেন এবং গিয়েই লারার সঙ্গে তার বাড়িতে দেখা করতে যান। হার্দিক এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,”পান্ডিয়া বাড়িতে খুবই পরিচিত নাম হল লারা। আর তার সাথেই আমার এখানে দেখা হয়ে গেল।” সূত্র মারফত জানা যাচ্ছে লারার থেকে প্রয়োজনীয় বেশ কিছু ব্যাটিং টিপস পেয়েছেন হার্দিক পান্ডিয়া।

প্রসঙ্গত টি-টোয়েন্টি সিরিজে হার্দিকের সঙ্গে ভারতীয় দলের বেশ কিছু প্রথম সারির ক্রিকেটার দলে ফিরেছেন। এরা সকলেই একদিনের সিরিজ চলাকালীন বিশ্রামে ছিলেন। এনারা হলেন অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন এবং ভুবনেশ্বর কুমার।

প্রসঙ্গত এর আগে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন হার্দিক। এই টি-টোয়েন্টি সিরিজও তিনি চূড়ান্ত দলে থাকলে, সকলেই আশা করে থাকবেন যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের ‘পান্ডিয়া ধামাকা’ দেখা যাবে।

আন্তর্জাতিক ক্রিকেট

অনুশীলনে বিরাটের ছয়ে ভাঙল চিপকের দেওয়াল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু ভারত ও বাংলাদেশ প্রথম টেস্ট। ইতিমধ্যেই চিপকে শেষ তিন দিন ধরে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। রবিবার সেই অনুশীলনেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট করতে দেখা গেল ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিকে। লম্বা লম্বা ছয় মারলেন তিনি। সেই ছয়েই ভাঙল গ্যালারির দেওয়াল।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজের জন্য দলের সঙ্গে জোরকদমে অনুশীলনে করছেন বিরাট কোহলি। জিও সিনেমায় প্রকাশিত ভারতীয় দলের অনুশীলন ভিডিওয় দেখা যাচ্ছে, ৩৫ বছর বয়সী বিরাট নেটে ব্যাটিং করছেন বিধ্বংসী মেজাজে। কোহলির হাঁকানো ছয়ে চিপকের দেওয়াল ভাঙার মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। অনুশীলনের এক ফাঁকে টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা যায় বিরাটকে।

এখনও অবধি চিপকে ৪টি টেস্ট খেলেছেন বিরাট। ৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৬৭ রান। চেন্নাইতে ১টি শতরান, ২টি অর্ধশতরানও রয়েছে তাঁর নামে। ২০১৩ সালে শেষ চিপকে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ১১ বছরের খরা কাটিয়ে চিপকে শতরানের জন্য কতটা মরিয়া বিরাট, তা বোঝাই যাচ্ছে অনুশীলনে তাঁর ব্যাটিং দেখে।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নেই শুভমান গিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হওয়া ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে নেই শুভমান গিল। তাঁকে এখন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। দেশের হয়ে ২১টি টি-টোয়েন্টি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন গিল। ১৪০ এর স্ট্রাইক রেটে তিনি করেছেন একটি শতরান এবং তিনটি অর্ধশতরান।এছাড়াও কিছুদিন আগে জিম্বাবোয়ের তাঁর অধিনায়কত্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

অক্টোবরের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ রয়েছে ৭, ১০ এবং ১৩ তারিখে। এই প্রসঙ্গে বিসিসিআই জানানো হয়েছে, “বাংলাদেশের সিরিজের পর মাত্র ৩ দিন বাদেই নিউজিল্যান্ড সিরিজ। তাই জন্য গিলকে বিশ্রাম দেওয়াটা দরকার ছিল।” এছাড়াও বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে গিল সহ আরও কিছু খেলোয়াড়কে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হবে।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

দলে পরিবর্তন চাইছেন না মর্কেল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান জোড়ে বোলার মর্নি মর্কেল। ইতিমধ্যেই বুমরাহদের নিয়ে চেন্নাইতে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। প্রথমদিনের অনুশীলনে ভারতীয় খেলোয়াড়দের পেশাদারিত্ব দেখে মুগ্ধ মর্কেল। তিনি বলেছেন “ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলা যে কতটা সম্মানের তা ভালোমতই জানি। আর আমার দলের খেলোয়াড়রাও সেই জার্সির ওজনটা বোঝেন।”

ভারতীয় দলের বোলিং কোচ হতে পারে নিজেকে ভীষণ আপ্লুত মনে করছেন মর্কেল। সবার প্রথমে এই সুখবরটি তিনি তার বাবাকে জানিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে তার লক্ষের কথা জিজ্ঞেস করায় তিনি বলেন “দীর্ঘমেয়াদি কিছু এখনই ভাবতে চাইছি না। আমার দলে রোহিত, কোহলি, বুমরাহর মত তারকারা রয়েছেন। এতে আমি নিজেকে ধন্য মনে করি। তাই ছোট ছোট পরিকল্পনাতেই এগোতে চাইছি।”

আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজ থেকেই দলের দায়িত্ব নিচ্ছেন মর্কেল। তাই কোচ হিসেবে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটাই এখন মূল লক্ষ্য মর্নে মর্কেলের।

Continue Reading

Trending