Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

১৪ বল ১৭, আবার একই ইনিংসে ১৪ বলে ৪০ রান করার রহস্য ফাঁস করলেন শ্রেয়স আইয়ার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সহজ জয় পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচে ২৮ বলে অপরাজিত ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেছেন শ্রেয়স আইয়ার। যদিও ম্যাচ শেষে তিনি স্বীকার করেছেন যে, ব্যাট করতে নেমে শুরুর দিকে তিনি একটু ধীরেই ব্যাট করেছেন। তার প্রধান কারণ এই প্রথম থেকেই মানিয়ে না নিয়ে বড় শট খেলা সহজ ছিল না। বৃহস্পতিবার ব্যাট করতে নেমে একটা সময় শ্রেয়সের স্কোর ছিল ১৪ বলে ১৭, আর তিনিই কিনা পরের ১৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। প্রধানত তার কারণেই ঈশান কিষান আউট হয়ে গেলেও ১৯৯ রান করে ভারত।

এই ম্যাচের পরে কথা বলতে গিয়ে আইয়ার বলেন,”আমার শুরুটা কিছুটা ধীর গতির ছিল। কিন্তু শুরুতেই পিচের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না। কিন্তু একবার যখন আমার মনসংযোগ চলে এল এবং বাউন্ডারি পেলাম, তখন আমি ভেবেছিলাম এ বার চালিয়ে খেলব। ইশান (কিষান) বরং ধৈর্য হারাচ্ছিল, তাই আমি ওকেও সময় নিতে বলেছিলাম এবং তার পরে ও আবার ভালো টাইমিং করতে শুরু করেছিল। আমি ওকে শুধু বলেছিলাম ওর সময় নিতে। আর শুরুতে দুই এবং তিন রান করে নিতে বলেছিলাম।”

ঈশান এবং তিনি যখন ব্যাট করছিলেন, তখন তাদের স্ট্র্যাটিজি কি ছিল তা নিয়ে প্রশ্ন করা হলে আইয়ার বলেন,”আমাদের পরিকল্পনা ছিল প্রথমে খুচরো রানের চেষ্টা করা। প্রাথমিক ভাবে আমরা সেটাই করেছি, এবং আমাদের জন্য জিনিসগুলি বেশ ভালো ভাবে বেরিয়ে এসেছে। এটি একটি বিশাল মাঠ, বিশেষ করে ইডেন গার্ডেনে (কলকাতার) খেলার পরে। আমরা দু’ রান করে নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু আমাদের সব পরিকল্পনা ভেস্তে যায়।”

তার এই অনবদ্য ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে আইয়ার বলেন,”আমি শুধু ক্রিজে টিকে থাকতে চেয়েছিলাম। এর বেশি আমার মাথায় অন্য কিছু ছিল না। পাশাপাশি আমার মনে হয়েছিল, ১৮০ রান যদি আমরা করতে পারি তবে সেটা খুব ভাল স্কোর হবে। আমি শুধু বল মারার দিকে নিজের মনোযোগ দিয়েছিলাম।”

আন্তর্জাতিক ক্রিকেট

অনুশীলনে বিরাটের ছয়ে ভাঙল চিপকের দেওয়াল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু ভারত ও বাংলাদেশ প্রথম টেস্ট। ইতিমধ্যেই চিপকে শেষ তিন দিন ধরে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। রবিবার সেই অনুশীলনেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট করতে দেখা গেল ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিকে। লম্বা লম্বা ছয় মারলেন তিনি। সেই ছয়েই ভাঙল গ্যালারির দেওয়াল।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজের জন্য দলের সঙ্গে জোরকদমে অনুশীলনে করছেন বিরাট কোহলি। জিও সিনেমায় প্রকাশিত ভারতীয় দলের অনুশীলন ভিডিওয় দেখা যাচ্ছে, ৩৫ বছর বয়সী বিরাট নেটে ব্যাটিং করছেন বিধ্বংসী মেজাজে। কোহলির হাঁকানো ছয়ে চিপকের দেওয়াল ভাঙার মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। অনুশীলনের এক ফাঁকে টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা যায় বিরাটকে।

এখনও অবধি চিপকে ৪টি টেস্ট খেলেছেন বিরাট। ৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৬৭ রান। চেন্নাইতে ১টি শতরান, ২টি অর্ধশতরানও রয়েছে তাঁর নামে। ২০১৩ সালে শেষ চিপকে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ১১ বছরের খরা কাটিয়ে চিপকে শতরানের জন্য কতটা মরিয়া বিরাট, তা বোঝাই যাচ্ছে অনুশীলনে তাঁর ব্যাটিং দেখে।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নেই শুভমান গিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হওয়া ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে নেই শুভমান গিল। তাঁকে এখন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। দেশের হয়ে ২১টি টি-টোয়েন্টি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন গিল। ১৪০ এর স্ট্রাইক রেটে তিনি করেছেন একটি শতরান এবং তিনটি অর্ধশতরান।এছাড়াও কিছুদিন আগে জিম্বাবোয়ের তাঁর অধিনায়কত্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

অক্টোবরের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ রয়েছে ৭, ১০ এবং ১৩ তারিখে। এই প্রসঙ্গে বিসিসিআই জানানো হয়েছে, “বাংলাদেশের সিরিজের পর মাত্র ৩ দিন বাদেই নিউজিল্যান্ড সিরিজ। তাই জন্য গিলকে বিশ্রাম দেওয়াটা দরকার ছিল।” এছাড়াও বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে গিল সহ আরও কিছু খেলোয়াড়কে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হবে।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

দলে পরিবর্তন চাইছেন না মর্কেল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান জোড়ে বোলার মর্নি মর্কেল। ইতিমধ্যেই বুমরাহদের নিয়ে চেন্নাইতে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। প্রথমদিনের অনুশীলনে ভারতীয় খেলোয়াড়দের পেশাদারিত্ব দেখে মুগ্ধ মর্কেল। তিনি বলেছেন “ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলা যে কতটা সম্মানের তা ভালোমতই জানি। আর আমার দলের খেলোয়াড়রাও সেই জার্সির ওজনটা বোঝেন।”

ভারতীয় দলের বোলিং কোচ হতে পারে নিজেকে ভীষণ আপ্লুত মনে করছেন মর্কেল। সবার প্রথমে এই সুখবরটি তিনি তার বাবাকে জানিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে তার লক্ষের কথা জিজ্ঞেস করায় তিনি বলেন “দীর্ঘমেয়াদি কিছু এখনই ভাবতে চাইছি না। আমার দলে রোহিত, কোহলি, বুমরাহর মত তারকারা রয়েছেন। এতে আমি নিজেকে ধন্য মনে করি। তাই ছোট ছোট পরিকল্পনাতেই এগোতে চাইছি।”

আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজ থেকেই দলের দায়িত্ব নিচ্ছেন মর্কেল। তাই কোচ হিসেবে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটাই এখন মূল লক্ষ্য মর্নে মর্কেলের।

Continue Reading

Trending