Connect with us

আইপিএল

আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতীয় দলে যোগ দিতে পারেন কেএল রাহুল…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ভারতীয় দল সিরিজটি পকেটে পুড়েছে। এরপরে বুধবার শেষ একদিনের ম্যাচটি জিতে তারা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে। আর তারপরেই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেকেই মনে করছেন এই সিরিজটি ভারতের কাছে প্রস্তুতি নেওয়ার খুব ভালো একটা মঞ্চ হতে চলেছে। ‌ যেখানে দুই দলই নিজেদের টিম কম্বিনেশন আরো একবার ঝালিয়ে নিতে পারবে।

প্রসঙ্গত ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে আগামী ২৯ জুলাই তারোবেতে। এরপর সেন্ট কিটসে ১ এবং ২ আগস্ট দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। এবং শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ আগস্ট মাসের ৬ এবং ৭ তারিখে আমেরিকায় খেলা হবে।

আর এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে সূত্র জানা যাচ্ছে ভারতীয় দল তাদের তারকা ওপেনার কেএল রাহুলকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচে পাবে না। এই ডান হাতি ব্যাটসম্যান কয়েকদিন আগেই এনসিএতে তার রিহ্যাব চলাকালীন করোনা আক্রান্ত হন এবং রবিবার যে ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যায় সেই দলের সঙ্গে তাকে দেখা যায়নি। ‌

এরপর এই সূত্র মারফত জানা গেছে যে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে রাহুল খেলবেন না তবে শেষ দুটি ম্যাচ যেগুলি আমেরিকায় খেলা হবে সেখানে তিনি ভারতীয় দলে যোগ দিয়ে খেলতে পারেন। ‌

এ কথা সকলেরই জানা যে রাহুল চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার জন্য প্রস্তুতি ছাড়ছিলেন। এই ডান-হাতি ব্যাটসম্যান আইপিএল এর পর থেকেই চোটের কারনে দলের বাইরে ছিলেন এবং কিছু সময় আগেই তিনি জার্মানিতে অস্ত্রোপচার করান।

তাই বলাই যায় প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে কেএল রাহুলের অনুপস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মা এবং ঋষভ পন্থ ভারতীয় দলের হয়ে ওপেন করবেন এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। বাকি দল মোটামুটি ঠিকই রয়েছে তবে অর্শদ্বীপ সিংকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

আইপিএল

রাজস্থান রয়্যালসের হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এখন দলের ডাইরেক্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় দলের দায়িত্ব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে প্লেয়ার কেনাবেচার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবেন। এর আগে ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন, এবার আইপিএলে কোচের পদে তিনি। সাঙ্গাকারার সঙ্গে দ্রাবিড় খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন আসন্ন মরসুমের দল তৈরির জন্যে।

Continue Reading

আইপিএল

কেকেআর কোচের হট সিটে কুমার সাঙ্গাকারা?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় কোচের পদে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তার আগে নাইটদের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন গম্ভীর। গম্ভীর ভারতীয় দলের কোচের পদে নিযুক্ত হওয়ার পর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। কে হবেন নাইটদের নতুন মেন্টর? শোনা যাচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নাইট ম্যানেজমেন্টের। এর আগে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সাঙ্গাকারা। তবে আসন্ন আইপিএলের জন্য আরও বেশ কয়েকটা ফ্র‍্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Continue Reading

আইপিএল

দ্রাবিড়-গম্ভীরের ‘রোল রিভার্সাল’

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে জেতানোর পরেই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছিল হেড কোচ রাহুল দ্রাবিড়কে। ক্রিকেট মহলের শোনা যাচ্ছিল হয়তো এবার ক্রিকেট কোচিং থেকে সরে দাঁড়াবেন তিনি। কিন্তু এরই মধ্যে জল্পনা উস্কে দিল অন্য একটি বিষয়। সূত্রের খবর কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আগামী মরশুমের আইপিএলের জন্য মেন্টরের ভূমিকা পালনের প্রস্তাব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে।

প্রসঙ্গত ২০২৪ আইপিএল খেতাব জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলের মেন্টরের ভূমিকায় ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই শোনা যাচ্ছিল দ্রাবিড় পরবর্তী সময়ে জাতীয় দলের কোচ হতে পারেন গম্ভীর। আর এবার গম্ভীরের শূন্যস্থান পূরণ করতে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। হেড কোচ হিসেবে ইতিমধ্যেই নিজের সাফল্যের প্রমাণ রেখেছেন দ্রাবিড়। ২০২৩ ওডিআই বিশ্বকাপে দলকে তুলেছিলেন ফাইনাল পর্যন্ত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় রোহিত শর্মাদের। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আক্ষেপ মিটিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বসেরা হয়েছে ভারত। অন্যদিকে দীর্ঘ সময় পরে আবার কলকাতায় যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে এবারে তাঁর ভূমিকা ছিল মেন্টরের। আর নিঃসন্দেহে সাফল্য অর্জন করেছেন দলকে জিতিয়ে। এখন দেখার দুজনের এই স্থান পরিবর্তন আগামী দিনে ক্রিকেটে কি ছাপ ফেলে…


Continue Reading

Trending