Connect with us

আইপিএল

IPL 2023: রাসেল-নারিনের ফর্ম নিয়ে চিন্তায় কেকেআর শিবির

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: লক্ষ্মীবারে দিল্লির বিরুদ্ধে নামার আগে দল নিয়ে চিন্তায় কেকেআর শিবির। দলের অন্যতম তারকা ব্যাটার আন্দ্রে রাসেল একেবারেই ফর্মে নেই। তার মধ্যে চোট সমস্যায় ভুগছে কেকেআরের প্রাণ ভোমরা দ্রে-রাস। ছন্দে নেই আরও এক ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। বল হাতে সাফল্য পেলেও নারীনের ব্যাটের রানের খড়া। গত কয়েক বছর ধরে রাসেল নারিনের জুটি ভরসা দিয়ে এসেছে কলকাতাকে। ২০২৩ আইপিএল মরশুমের শুরুটা ভাল করলেও হঠাৎই যেন মুখথুবড়ে পড়েছে নাইটদের পারফরম্যান্স। পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে হার তাদের অনেকটা পিছনে ঠেলে দিয়েছে। লিগ টেবিলের উপরের দিকে উঠে আসতে হলে আজ জিততেই হবে নিতীশ রানাদের। আন্দ্রে রাসেল তার ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই পরিচিত। তার ব্যাটে ভর করে কেকেআর ম্যাচ জিতেছে বহুবার। কিন্তু রানের দেখা নেই দ্রে-রাসের ব্যাটে। শেষ চারের দৌড়ে ঢুকতে হলে দুই ক্যারিবিয়ানের ফর্মে ফেরাটা জরুরি। অন্যথায় কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে চন্দ্রকান্ত পন্ডিতকে।

২০১৯ সালে কেকেআরের হয়ে সবচেয়ে ভাল মরশুমটি কাটিয়েছেন রাসেল। ১৪ ম্যাচে ৫১০ রান এবং প্রায় ২১০ এর কাছাকাছি স্ট্রাইকরেট। এমন বিধ্বংসী ব্যাটারকে মিস করছেন কলকাতার সমর্থকেরা। সেখানে এই মরশুমে ৫ ম্যাচে রাসেলের ব্যাট থেকে এসেছে মাত্র ৬০ রান। গত বছরও চোট সমস্যায় ভুগেছিল আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভরসা জোগাতে পারেন তিনি। পাওয়ার প্লে বা মাঝের ওভার গুলিতে তার বিষাক্ত স্লোয়ার যে কোন ব্যাটারকে বিপিদে ফেলে দিতে পারে। একইসাথে নারিনের বোলিং পারফরম্যান্স আর আগের মতো নেই। কঠিন সময় উইকেট তুলে নিয়ে অনেকবার ম্যাচ জিতিয়েছেন তিনি। উপরি পাওনা নারিনের বড় বড় শট। কলকাতার হয়ে টপ অর্ডারে ব্যাট করে সাফল্য খুঁজে পেয়েছিলেন ক্যারিবিয়ান এই তারকা। তবে সেসব আজ অতীত। পন্ডিতমশাইয়ের কপালে চিন্তার ভাঁজ। রাসেল-নারিন জুটি কি পারবে দিল্লির বিরুদ্ধে জয়ে ফেরাতে নাইট রাইডার্সদের।

আইপিএল

রাজস্থান রয়্যালসের হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এখন দলের ডাইরেক্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় দলের দায়িত্ব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে প্লেয়ার কেনাবেচার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবেন। এর আগে ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন, এবার আইপিএলে কোচের পদে তিনি। সাঙ্গাকারার সঙ্গে দ্রাবিড় খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন আসন্ন মরসুমের দল তৈরির জন্যে।

Continue Reading

আইপিএল

কেকেআর কোচের হট সিটে কুমার সাঙ্গাকারা?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় কোচের পদে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তার আগে নাইটদের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন গম্ভীর। গম্ভীর ভারতীয় দলের কোচের পদে নিযুক্ত হওয়ার পর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। কে হবেন নাইটদের নতুন মেন্টর? শোনা যাচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নাইট ম্যানেজমেন্টের। এর আগে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সাঙ্গাকারা। তবে আসন্ন আইপিএলের জন্য আরও বেশ কয়েকটা ফ্র‍্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Continue Reading

আইপিএল

দ্রাবিড়-গম্ভীরের ‘রোল রিভার্সাল’

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে জেতানোর পরেই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছিল হেড কোচ রাহুল দ্রাবিড়কে। ক্রিকেট মহলের শোনা যাচ্ছিল হয়তো এবার ক্রিকেট কোচিং থেকে সরে দাঁড়াবেন তিনি। কিন্তু এরই মধ্যে জল্পনা উস্কে দিল অন্য একটি বিষয়। সূত্রের খবর কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আগামী মরশুমের আইপিএলের জন্য মেন্টরের ভূমিকা পালনের প্রস্তাব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে।

প্রসঙ্গত ২০২৪ আইপিএল খেতাব জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলের মেন্টরের ভূমিকায় ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই শোনা যাচ্ছিল দ্রাবিড় পরবর্তী সময়ে জাতীয় দলের কোচ হতে পারেন গম্ভীর। আর এবার গম্ভীরের শূন্যস্থান পূরণ করতে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। হেড কোচ হিসেবে ইতিমধ্যেই নিজের সাফল্যের প্রমাণ রেখেছেন দ্রাবিড়। ২০২৩ ওডিআই বিশ্বকাপে দলকে তুলেছিলেন ফাইনাল পর্যন্ত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় রোহিত শর্মাদের। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আক্ষেপ মিটিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বসেরা হয়েছে ভারত। অন্যদিকে দীর্ঘ সময় পরে আবার কলকাতায় যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে এবারে তাঁর ভূমিকা ছিল মেন্টরের। আর নিঃসন্দেহে সাফল্য অর্জন করেছেন দলকে জিতিয়ে। এখন দেখার দুজনের এই স্থান পরিবর্তন আগামী দিনে ক্রিকেটে কি ছাপ ফেলে…


Continue Reading

Trending