Connect with us

আইপিএল

IPL 2023: ধাওয়ানের দূরন্ত ইনিংসে দ্বিতীয় জয় পেল পঞ্জাব কিংস

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শেষ ওভারে স্যাম কারানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পঞ্জাব কোনরকমে আটকে দিল রাজস্থান রয়্যালসকে। ধাওয়ানের অধিনায়কোচিত ৫৬ বলে ৮৬ রানের দায়িত্বশীল ইনিংস প্রথমেই রাজস্থানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। টসে জিতে রাজস্থান রয়্যালস অধিনায়ক প্রথম ব্যাট করতে পাঠায় পঞ্জাবকে। পঞ্জাবের হয়ে ওপেনিং জুটিতেই ৯০ রান নিয়ে আসেন ধাওয়ান এবং প্রাভসিমরান। নির্ধারিত ২০ ওভারে ১৯৭ রান করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় স্যামসনের দলকে। তবে শুরুটা একেবারেই ভাল হয়নি রাজস্থানের। পঞ্জাবের আঁটোসাটো বোলিং চাপে রেখেছিল যশস্বী জয়সয়াল, জস বাটলারদের। মাঝের দিকে স্যামসন ছাড়া আর কেউ সেভাবে ছাপ ফেলতে পারেনি৷

পঞ্জাবের হয়ে নাথান এলিস ৪ উইকেট সংগ্রহ করেন এবং আর্শদীপের ঝুলিতে আসে ২ টি উইকেট। ম্যাচের ১৫ ওভারের মধ্যে ১২৪ রানে ৬ উইকেট ফেলে দিয়ে ম্যাচ প্রায় পকেটে পুরে ফেলেছিলেন ধাওয়ানরা। বাধ সাধলেন হেটমায়ার এবং জুরেল। তাদের বিধ্বংসী জুটি প্রায় পঞ্জাবের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন। সপ্তম উইকেটে তারা ২৭ বলে ৬২ রান যোগ করে ম্যাচ প্রায় হাতের মুঠোয় এনে ফেলেছিলেন। শেষ দু ওভারে জেতার জন্য রাজস্থানের প্রয়োজন ছিল ৩৪ রান। আর্শদীপের ১৯ তম ওভারটি আরও ভাল হতে পারত। তবে শেষ ওভারে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বল করেন স্যাম কারান। বিধ্বংসী হেটমায়ারকে শট মারার জন্য প্রয়োজনীয় জায়গা দিচ্ছিলেননা তিনি। ফলে ওভারের তৃতীয় বলে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন হেটমায়ার। বাক ৩ টি বল সঠিক জায়গায় করে ধাওয়ানের মুখের হাসি চওড়া করেন স্যাম কারান। এই নিয়ে টানা দুই ম্যাচ জিতে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল পঞ্জাব কিংস।

আইপিএল

রাজস্থান রয়্যালসের হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এখন দলের ডাইরেক্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় দলের দায়িত্ব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে প্লেয়ার কেনাবেচার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবেন। এর আগে ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন, এবার আইপিএলে কোচের পদে তিনি। সাঙ্গাকারার সঙ্গে দ্রাবিড় খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন আসন্ন মরসুমের দল তৈরির জন্যে।

Continue Reading

আইপিএল

কেকেআর কোচের হট সিটে কুমার সাঙ্গাকারা?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় কোচের পদে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তার আগে নাইটদের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন গম্ভীর। গম্ভীর ভারতীয় দলের কোচের পদে নিযুক্ত হওয়ার পর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। কে হবেন নাইটদের নতুন মেন্টর? শোনা যাচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নাইট ম্যানেজমেন্টের। এর আগে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সাঙ্গাকারা। তবে আসন্ন আইপিএলের জন্য আরও বেশ কয়েকটা ফ্র‍্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Continue Reading

আইপিএল

দ্রাবিড়-গম্ভীরের ‘রোল রিভার্সাল’

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে জেতানোর পরেই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছিল হেড কোচ রাহুল দ্রাবিড়কে। ক্রিকেট মহলের শোনা যাচ্ছিল হয়তো এবার ক্রিকেট কোচিং থেকে সরে দাঁড়াবেন তিনি। কিন্তু এরই মধ্যে জল্পনা উস্কে দিল অন্য একটি বিষয়। সূত্রের খবর কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আগামী মরশুমের আইপিএলের জন্য মেন্টরের ভূমিকা পালনের প্রস্তাব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে।

প্রসঙ্গত ২০২৪ আইপিএল খেতাব জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলের মেন্টরের ভূমিকায় ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই শোনা যাচ্ছিল দ্রাবিড় পরবর্তী সময়ে জাতীয় দলের কোচ হতে পারেন গম্ভীর। আর এবার গম্ভীরের শূন্যস্থান পূরণ করতে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। হেড কোচ হিসেবে ইতিমধ্যেই নিজের সাফল্যের প্রমাণ রেখেছেন দ্রাবিড়। ২০২৩ ওডিআই বিশ্বকাপে দলকে তুলেছিলেন ফাইনাল পর্যন্ত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় রোহিত শর্মাদের। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আক্ষেপ মিটিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বসেরা হয়েছে ভারত। অন্যদিকে দীর্ঘ সময় পরে আবার কলকাতায় যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে এবারে তাঁর ভূমিকা ছিল মেন্টরের। আর নিঃসন্দেহে সাফল্য অর্জন করেছেন দলকে জিতিয়ে। এখন দেখার দুজনের এই স্থান পরিবর্তন আগামী দিনে ক্রিকেটে কি ছাপ ফেলে…


Continue Reading

Trending