Connect with us

আইপিএল

IPL 2022: কেকেআর অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন এই তিনজন। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আসন্ন আইপিএলে এমন অনেকগুলি টিম রয়েছে যাদের অধিনায়ক কে হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে ক্রিকেটমহলে। তাদের মধ্যে কলকাতার দল কলকাতা নাইট রাইডার্সও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে দু’বারের আইপিএল চ্যাম্পিয়নদের অধিনায়ক কে হবেন?

কেকেআরের অধিনায়ক হিসেবে আলোচনায় রয়েছে বেশ কয়েকটি নাম। আর তাদের মধ্যে এমন তিনটি নাম রয়েছে যাদের মধ্যে কাউকে অধিনায়ক করে সকলকে চমকে দিতে পারে কলকাতার দলটি। ‌

এবারে আইপিএলের নিলামে এমন অনেক জন ক্রিকেটার রয়েছেন যাদের বিভিন্ন দলের অধিনায়কত্ব করার ক্ষমতা রয়েছে। তারা হলেন ডেভিড ওয়ার্নার, শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, ঈশান কিশান এবং অন্যান্যরা। কেকেআরে অধিনায়ক হওয়ার দৌড়ে যাদের নাম ইতিমধ্যেই উঠে আসছে তারা কারা সেটা একবার জেনে নেওয়া যাক।

প্রথমেই আসছে ২৭ বছর বয়সী বেঙ্কটেশ আইয়ারের নাম। এই বাঁহাতি অলরাউন্ডারকে এবারে রিটেন করেছে কলকাতার দলটি। গত বছর আইপিএলের দ্বিতীয় পর্ব চলাকালীন দুরন্ত পারফর্ম করেন এই বেঙ্কটেশ।১০ ম্যাচে ৩৭০ রান করেন তিনি। গড় ৪১.১১। বল হাতেও কিছু সাফল্য পেয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার। অনেকেরই ধারণা তাকে তরুণ নেতা হিসেবে দলের দায়িত্ব দিতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। এর আগে আইয়ার মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-২৩ দলকেও নেতৃত্ব দিয়েছিলেন।

এরপর নাম উঠে আসছে ইয়ন মরগ্যানের। গত বছর তাঁর নেতৃত্বেই দুরন্ত লড়াই করে ফাইনালে পৌঁছেছিল কলকাতার দলটি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে হারলেও প্রথম পর্বে খারাপ ফল করলেও দ্বিতীয় পর্বে তার অধিনায়কত্বেই লড়াইয়ে ফেরে কেকেআর এবং তারা ফাইনালে পৌঁছায়। যদিও ব্যাট হাতে মর্গ্যান গতবছর তেমন ভাল খেলতে পারেননি তবুও তার অধিনায়কত্বের দক্ষতার জন্য তাকে ফের নিলামে কিনে দলের অধিনায়ক করতে পারে কেকেআর।

সবশেষে যার নাম উঠে আসছে তিনি হলেন অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। তার অধিনায়কত্বেই সদ্য ৪-০ ব্যবধানে অ্যাসেজ জিতেছে অস্ট্রেলিয়া। তিনি একদিকে দুরন্ত অলরাউন্ডার এবং আরেকদিকে দারুন টীম ম্যান। এই সবকিছু মাথায় রাখছে কেকেআর কর্তৃপক্ষ। এর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি খেলেওছেন। তাই তাকেও আসন্ন মরসুমে নিলামে তুলে নিয়ে অধিনায়ক করতে পারে কেকেআর। ‌

আইপিএল

IPL 2025: কেকেআর ছাড়বেন শ্রেয়স? রিটেনশন তালিকা তৈরি করতে হিমসিম খাচ্ছে কেকেআর…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরসুম শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম একাদশের সকল ক্রিকেটাররাই দুর্দান্ত প্রদর্শন করেছিলেন। কেকেআর ম্যানেজমেন্ট চায় সেই চ্যাম্পিয়ন দলকেই ধরে রাখতে। কিন্তু l সমস্যা রয়েছে এখানেই। আইপিএলের মেগা নিলামের আগে গতবারের থেকে মাত্র ৬ জন ক্রিকেটারকেই রিটেন করা যাবে। যার ফলে রিটেনশন তালিকা তৈরি করতে হিমসিম খাচ্ছে ম্যানেজমেন্ট। তবে আসল প্রশ্ন হল আদৌ কি অধিনায়ক শ্রেয়স খেলতে চাইছেন এই মরশুম কেকেআরে। একাধিক দলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যার ফলে নিলামে যেতে চাইছেন তিনি।

তবে শ্রেয়সকে ছাড়তে নারাজ কেকেআর। শোনা যাচ্ছে তাঁর জন্য আরটিএমও ব্যবহার করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। গত মরশুম অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট ভাল পারফর্ম করেছিলেন শ্রেয়স। অপরদিকে যে কোনও মূল্যে রিঙ্কু সিংকে রিটেন করবে কেকেআর। থেকে যাবেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরাও। আনক্যাপড ক্রিকেটার হিসেবে রয়েছেন নীতিশ রানা এবং রমনদীপ সিংহ। এছাড়াও রিটেন করা হতে পারে বরুণ চক্রবর্তীকেও।

অপরদিকে যা খবর, তাতে রিটেন হচ্ছেন না আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানুল্লা গুরবাজ। এছাড়াও ফিল সল্ট, মিচেল স্টার্ক, ভেঙ্কটেশ আইয়াররাও ছিলেন গতবারের জয়ের অন্যতম কান্ডারী। ফলে তাদেরকেও ধরে রাখতে চায় ম্যানেজমেন্ট। তবে সেটা সম্ভব নয়। অনেক ক্রিকেটারকেই নিলাম থেকে কিনে দলে ফেরানোর চেষ্টা করতে হবে। যদি তাদেরকে দলে না পাওয়া যায় তাহলে অন্য বিকল্পের কথা ভাবতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে।

Continue Reading

আইপিএল

IPL 2025: ফের আরসিবির অধিনায়ক হচ্ছেন বিরাট? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন আইপিএলে আসতে চলেছে নতুন চমক। ক্রিকেট মহলে জল্পনা ফের আরসিবি অধিনায়ক হিসাবে ফিরতে পারেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে যোগ্য কাউকে না পেলে হয়ত কিং কোহলির কাঁধেই উঠবে বেঙ্গালুরুর অধিনায়কত্বের ব্যাটন। যদিও টানা ব্যর্থতার জন্যই ২০২১ সালে আরসিবির অধিনায়কত্ব ছেড়েছিলেন কোহলি। এবারে সেই দায়িত্ব আবার নিতে রাজি হবেন কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি।

এত বছর আইপিএল খেললেও আজ পর্যন্ত ট্রফি জয়ের স্বাদ পাননি বিরাট কোহলিরা। যার ফলে এই মরশুম ট্রফি খরা কাটাতে, মেগা নিলামে ঢেলে দল সাজাতে চাইছে আরসিবি ম্যানেজমেন্ট। তাছাড়া বিগত তিনটি মরশুম অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন ফাফ ডু প্লেসিস। তাঁরও বয়স বাড়ছে। যার ফলে সম্ভবত রিটেন করা হবে না তাঁকে। আরসিবি ম্যানেজমেন্ট অধিনায়ক হিসেবে কথাবার্তা চালিয়েছিল শুভমন গিলের সঙ্গে। তবে গুজরাত টাইটানস তাকে ছাড়তে চাইছে না বলেই খবর।

টানা ব্যর্থতার জেরে ২০২১ সালে, আচমকাই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব ছাড়েন বিরাট। কিন্তু তার পরেও পারফরমেন্সে কোনও উন্নতি হয়নি আরসিবির। তবে ম্যানেজমেন্ট মনে করে আগে ভারতের জাতীয় দলে তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন বিরাট। তবে তিনি সেখান থেকেও সরে দাঁড়ানোয় এখন অনেকটাই চাপমুক্ত তিনি। হালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন। তাই জন্য নতুন করে আরসিবির অধিনায়কের দায়িত্ব হয়ত নিয়ে নেবেন কোহলি। তবে সবটাই নির্ভর করছে নিলামে নতুন কাউকে আরসিবি অধিনায়ক হিসেবে দলে নিতে পারছে কিনা তার উপরে। তবে সেই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজনের। তাদের মধ্যে কাকে পাওয়া হবে সেই নিয়েও প্রশ্ন রয়েছে ম্যানেজমেন্টের। অবশেষে যদি কাউকেই না পাওয়া যায়, তাহলে অধিনায়কের দায়িত্ব নেওয়ার কথা বলা হবে বিরাট কোহলিকেই।

Continue Reading

আইপিএল

IPL 2025: পুরানো দলেই ভরসা রাখতে চায় গুজরাট টাইটান্স

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথমবার আইপিএল খেলতে নেমে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম বছরেই খেতাব জিতেছিল গুজরাট টাইটান্স। তার পরের বছরেও রানার্স হয় তাঁরা। যদিও তারপরেই দলে আসে এক অদ্ভুত পরিবর্তন। চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বছরে রানার্স-আপ করা অধিনায়ক হার্দিক দল ছেড়ে চলে যান নিজের পুরানো দল মুম্বই ইন্ডিয়ান্সে। ফলে অধিনায়কের দায়িত্ব নেন তরুণ ক্রিকেটার শুভমন গিল। যদিও প্রথম মরশুমে আশানুরূপ ফল করতে পারেনি তাঁর দল। তবে আসন্ন মরশুমে গিল না রশিদ খান; কে হবেন নতুন অধিনায়ক সেই নিয়েও জল্পনা চলছে।

শোনা যাচ্ছে অধিনায়কের পদে এবারেও গুজরাটের প্রথম পছন্দ হতে চলেছেন শুভমন গিলই। যদিও মহানিলামের আগে, গত মরশুমের দলটাকেই ধরে রাখতে চাইছে গুজরাট। এছাড়াও দলের অভিজ্ঞ আফগান স্পিনার রশিদ খানকেও ধরে রাখতে চায় গুজরাট ম্যানেজমেন্ট। তবে এখানে একটা সমস্যা রয়েছে। সেটি হল, প্রথম রিটেনশন ক্রিকেটারকে সর্বোচ্চ ১৮ কোটি টাকা দেওয়া যাবে এবং দ্বিতীয় রিটেনশনে সেটি হবে ১৪ কোটি। তাতে কে হবেন প্রথম রিটেনশন ক্রিকেটার, এটাই দেখার বিষয়। তাছাড়া সাই সুদর্শন এবং আইপিএলে ধারাবাহিকভাবে নজর কাড়া রাহুল তেওয়াটিয়াকেও রিটেন করবে গুজরাট।

প্রথমে মহম্মদ শামিকে রিটেন করার সম্ভাবনা থাকলেও এখন তাঁর চোট নিয়ে ধোঁয়াশা থাকায়; তাকে রিটেন না করার সম্ভাবনা প্রবল ম্যানেজমেন্টের। তবে বাংলার তারকা কিপার ঋদ্ধিমান সাহাকে রিটেন করা হবে না বলেই জানা যাচ্ছে। আইপিএলে আসার পর থেকে স্পেনসার জনসন, নুর আহমেদ এবং মোহিত শর্মারা দলকে সাফল্য দিয়ে এলেও, শোনা যাচ্ছে তাদেরকেও ধরে রাখতে চাইছে না গুজরাট দল।

Continue Reading

Trending