Connect with us

আইপিএল

বিসিসিআইয়ের দাবি মেনে ক্রোড়পতি লিগের জন্য আড়াই মাসের উইন্ডো রাখছে আইসিসি…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আইপিএলের জন্য এবার থেকে বছরে আড়াই মাসের উইন্ডো চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এ ব্যাপারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির কাছে ইতিমধ্যে আবেদন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। জানা যাচ্ছে যে তাদের করা সেই আবেদন প্রাথমিকভাবে গ্রহণ করে নিয়েছে আইসিসি। ২০২৪ সাল পর্যন্ত ক্রিকেটের ক্যালেন্ডারের যে প্রাথমিক খসড়া আইসিসি তৈরি করেছে তাতে আইপিএলের জন্য আড়াই মাস রাখা হয়েছে।

এই ব্যাপারে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন,”আইসিসির পরবর্তী এফটিপিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য সরকারিভাবে আড়াই মাস সময় রাখা হয়েছে। যাতে আন্তর্জাতিক পর্যায়ের সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলতে পারেন। আমরা বিষয়টি নিয়ে আগেই আইসিসি এবং বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গে কথা বলেছি।’’

সূত্র মারফত জানা যাচ্ছে, মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আইপিএলের জন্য জায়গা রাখছে আইসিসি। এই ব্যাপারে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত বার্মিংহামে আইসিসির সভায় গ্রহণ করা হবে। এ কথা মনে করা হচ্ছে যে একটি দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের জন্য আইসিসি কেন এতটা সময় দিচ্ছে, তা নিয়ে আপত্তি তুলতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও পাকিস্তানের আপত্তি যাতে আইসিসির মিটিংয়ে তেমন পাত্তা না পায় তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে বিসিসিআই।

যদিও আইসিসির সূত্র মারফত জানা যাচ্ছে পিসিবির আপত্তিতে তেমন কোন সমস্যা হবে না। আইসিসির এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে,”দেখুন রামিজের ব্যাপার হল, উনাকে নিজের দেশের সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে হবে, কারণ ওখানে অনেক ব্যাপার কাজ করে। তবে আইসিসির মিটিংয়ে ওর ভূমিকা একেবারেই আলাদা। সেখানে ও কখনোই এসব ব্যাপারে বড়সড় প্রতিবাদ করেনি। আসলে রামিজ খুবই ভদ্রলোক। ও জানে কী হবে। ওর বোর্ড এবং ওর দেশের ক্রিকেটারাও চায় আইপিএল ভাল ভাবে হোক।’’

আইপিএল

রাজস্থান রয়্যালসের হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এখন দলের ডাইরেক্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় দলের দায়িত্ব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে প্লেয়ার কেনাবেচার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবেন। এর আগে ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন, এবার আইপিএলে কোচের পদে তিনি। সাঙ্গাকারার সঙ্গে দ্রাবিড় খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন আসন্ন মরসুমের দল তৈরির জন্যে।

Continue Reading

আইপিএল

কেকেআর কোচের হট সিটে কুমার সাঙ্গাকারা?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় কোচের পদে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তার আগে নাইটদের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন গম্ভীর। গম্ভীর ভারতীয় দলের কোচের পদে নিযুক্ত হওয়ার পর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। কে হবেন নাইটদের নতুন মেন্টর? শোনা যাচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নাইট ম্যানেজমেন্টের। এর আগে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সাঙ্গাকারা। তবে আসন্ন আইপিএলের জন্য আরও বেশ কয়েকটা ফ্র‍্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Continue Reading

আইপিএল

দ্রাবিড়-গম্ভীরের ‘রোল রিভার্সাল’

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে জেতানোর পরেই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছিল হেড কোচ রাহুল দ্রাবিড়কে। ক্রিকেট মহলের শোনা যাচ্ছিল হয়তো এবার ক্রিকেট কোচিং থেকে সরে দাঁড়াবেন তিনি। কিন্তু এরই মধ্যে জল্পনা উস্কে দিল অন্য একটি বিষয়। সূত্রের খবর কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আগামী মরশুমের আইপিএলের জন্য মেন্টরের ভূমিকা পালনের প্রস্তাব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে।

প্রসঙ্গত ২০২৪ আইপিএল খেতাব জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলের মেন্টরের ভূমিকায় ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই শোনা যাচ্ছিল দ্রাবিড় পরবর্তী সময়ে জাতীয় দলের কোচ হতে পারেন গম্ভীর। আর এবার গম্ভীরের শূন্যস্থান পূরণ করতে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। হেড কোচ হিসেবে ইতিমধ্যেই নিজের সাফল্যের প্রমাণ রেখেছেন দ্রাবিড়। ২০২৩ ওডিআই বিশ্বকাপে দলকে তুলেছিলেন ফাইনাল পর্যন্ত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় রোহিত শর্মাদের। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আক্ষেপ মিটিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বসেরা হয়েছে ভারত। অন্যদিকে দীর্ঘ সময় পরে আবার কলকাতায় যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে এবারে তাঁর ভূমিকা ছিল মেন্টরের। আর নিঃসন্দেহে সাফল্য অর্জন করেছেন দলকে জিতিয়ে। এখন দেখার দুজনের এই স্থান পরিবর্তন আগামী দিনে ক্রিকেটে কি ছাপ ফেলে…


Continue Reading

Trending