Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

বিরাট কোহলির হোটেল রুমে হানা, কী জানালো হোটেল কর্তৃপক্ষ? জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: পার্থে সাউথ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। বিশ্বকাপের এই ম্যাচ চলাকালীনই আরো একটি বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। যে হোটেল রুমে তিনি ছিলেন, সেখানে তার অবর্তমানে ঢুকে পড়ে তিনজন অচেনা ব্যক্তি। শুধু তাই নয়, কোহলির ব্যক্তিগত জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে তার ছবি এবং ভিডিও ফাঁস করার ঘটনাও ঘটেছে, যা প্রকাশ্যে আনেন কোহলি নিজেই। এরপর হোটেলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় প্রাক্তন ভারতীয় অধিনায়কের কাছে।

কোহলির অবর্তমানে তার রুমে প্রবেশ করে তার বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাটি করা এবং ভিডিও তোলার অভিযোগ উঠতেই উত্তাল হয়ে পড়ে নেট দুনিয়া। একটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনজন কোট প্যান্ট পড়ে বিরাট কোহলির হোটেল রুমে ঢুকে তার বিভিন্ন জিনিসপত্র ঘেঁটে দেখছেন, এমনকি ছবি এবং ভিডিও তুলছেন তারা। এই ঘটনা সামনে আসার পর একরাশ বিরক্তি প্রকাশ করে বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্পষ্ট জানান যে এইভাবে তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া তিনি মোটেই পছন্দ করছেন না এবং নিজের হোটেল রুমে তিনি আদৌ কতটা সুরক্ষিত সেই বিষয়েও তিনি চিন্তিত। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ওয়ার্নার। এই ঘটনা যে কখনোই গ্রহণযোগ্য নয় সেটাও লিখেছেন তিনি।

এই ঘটনার পরেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় হোটেল ক্রাউন কর্তৃপক্ষ। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিসহ গোটা টিম ইন্ডিয়ার কাছে ক্ষমা চেয়ে হোটেল কর্তৃপক্ষ জানায় যে তারা খতিয়ে তদন্ত করবে এই বিষয়ে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে বিরাট কোহলির ঘরের যে ভিডিও ফাঁস করা হয়েছে সেটাও ডিলিট করার আশ্বাস দেওয়া হয়। এই ধরনের ঘটনা যে কোনভাবেই হোটেল কর্তৃপক্ষ সহ্য করবে না এবং প্রয়োজনে আইসিসিকে সম্পূর্ণ সমর্থন করবে এমন কথা জানিয়ে হোটেলের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, “আমাদের অতিথিদের সুরক্ষা প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য এবং এই ধরনের ঘটনায় আমরা অত্যন্ত লজ্জিত। এই ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে সেটা সুনিশ্চিত করার জন্য আমরা সবরকম পদক্ষেপ নেব এবং এর জন্য আমরা আমাদের প্রতিটি অতিথির কাছে ক্ষমাপ্রার্থী। আমাদের হোটেল ম্যানেজমেন্ট এবং সদস্যদের কাছে এই ধরণের কাজ কখনোই অভিপ্রেত নয়। এই ভুল সংশোধনের জন্য আমরা সাথে সাথেই পদক্ষেপ নিয়েছি। এই ঘটনায় যারা জড়িত তাদের উচিত শাস্তি দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে তাদের করা ভিডিওটি ডিলিট করা হয়েছে। তবে আরোও খতিয়ে তদন্ত চলছে এবং এই ধরনের ঘটনা যাতে আর কখনো না ঘটে আমরা সেটা নিশ্চিত করব। তদন্ত চলাকালীন আমাদের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট টিম এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে সবরকমভাবে সাহায্য করা হবে। আশা রাখছি আগামী দিনেও আমরা তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাবো।”

তবে এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে খারাপ ব্যবহার পেয়েছে ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্র্যাকটিসের পরে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। এমনকি সেই খাবার ঠান্ডা এবং খাওয়ার অযোগ্য ছিল বলেও অভিযোগ করেছিলেন টিম ইন্ডিয়ার একাধিক সদস্য।

আন্তর্জাতিক ক্রিকেট

অনুশীলনে বিরাটের ছয়ে ভাঙল চিপকের দেওয়াল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু ভারত ও বাংলাদেশ প্রথম টেস্ট। ইতিমধ্যেই চিপকে শেষ তিন দিন ধরে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। রবিবার সেই অনুশীলনেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট করতে দেখা গেল ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিকে। লম্বা লম্বা ছয় মারলেন তিনি। সেই ছয়েই ভাঙল গ্যালারির দেওয়াল।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজের জন্য দলের সঙ্গে জোরকদমে অনুশীলনে করছেন বিরাট কোহলি। জিও সিনেমায় প্রকাশিত ভারতীয় দলের অনুশীলন ভিডিওয় দেখা যাচ্ছে, ৩৫ বছর বয়সী বিরাট নেটে ব্যাটিং করছেন বিধ্বংসী মেজাজে। কোহলির হাঁকানো ছয়ে চিপকের দেওয়াল ভাঙার মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। অনুশীলনের এক ফাঁকে টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা যায় বিরাটকে।

এখনও অবধি চিপকে ৪টি টেস্ট খেলেছেন বিরাট। ৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৬৭ রান। চেন্নাইতে ১টি শতরান, ২টি অর্ধশতরানও রয়েছে তাঁর নামে। ২০১৩ সালে শেষ চিপকে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ১১ বছরের খরা কাটিয়ে চিপকে শতরানের জন্য কতটা মরিয়া বিরাট, তা বোঝাই যাচ্ছে অনুশীলনে তাঁর ব্যাটিং দেখে।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নেই শুভমান গিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হওয়া ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে নেই শুভমান গিল। তাঁকে এখন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। দেশের হয়ে ২১টি টি-টোয়েন্টি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন গিল। ১৪০ এর স্ট্রাইক রেটে তিনি করেছেন একটি শতরান এবং তিনটি অর্ধশতরান।এছাড়াও কিছুদিন আগে জিম্বাবোয়ের তাঁর অধিনায়কত্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

অক্টোবরের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ রয়েছে ৭, ১০ এবং ১৩ তারিখে। এই প্রসঙ্গে বিসিসিআই জানানো হয়েছে, “বাংলাদেশের সিরিজের পর মাত্র ৩ দিন বাদেই নিউজিল্যান্ড সিরিজ। তাই জন্য গিলকে বিশ্রাম দেওয়াটা দরকার ছিল।” এছাড়াও বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে গিল সহ আরও কিছু খেলোয়াড়কে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হবে।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

দলে পরিবর্তন চাইছেন না মর্কেল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান জোড়ে বোলার মর্নি মর্কেল। ইতিমধ্যেই বুমরাহদের নিয়ে চেন্নাইতে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। প্রথমদিনের অনুশীলনে ভারতীয় খেলোয়াড়দের পেশাদারিত্ব দেখে মুগ্ধ মর্কেল। তিনি বলেছেন “ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলা যে কতটা সম্মানের তা ভালোমতই জানি। আর আমার দলের খেলোয়াড়রাও সেই জার্সির ওজনটা বোঝেন।”

ভারতীয় দলের বোলিং কোচ হতে পারে নিজেকে ভীষণ আপ্লুত মনে করছেন মর্কেল। সবার প্রথমে এই সুখবরটি তিনি তার বাবাকে জানিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে তার লক্ষের কথা জিজ্ঞেস করায় তিনি বলেন “দীর্ঘমেয়াদি কিছু এখনই ভাবতে চাইছি না। আমার দলে রোহিত, কোহলি, বুমরাহর মত তারকারা রয়েছেন। এতে আমি নিজেকে ধন্য মনে করি। তাই ছোট ছোট পরিকল্পনাতেই এগোতে চাইছি।”

আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজ থেকেই দলের দায়িত্ব নিচ্ছেন মর্কেল। তাই কোচ হিসেবে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটাই এখন মূল লক্ষ্য মর্নে মর্কেলের।

Continue Reading

Trending