রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে প্রথম ম্যাচে আয়োজক পাকিস্তান মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তবে প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে বাবর আজমদের। আগামী রবিবার ভারতের বিরুদ্ধে মহারণে নামবে পাকিস্তান। কিন্তু তার আগেই বড় ধাক্কা পাক শিবিরে। চোটের কারণে ছিটকে গেলেন ওপেনার ফখর জমান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় ইনিংসের দ্বিতীয় বলেই দৌড়ে একটি চার বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট পান জমান। সঙ্গে সঙ্গেই মাঠের ধারে প্রাথমিক চিকিৎসা চলে তাঁর। ফলে রবিবার ভারতের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই তাঁর। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি পাকিস্তানের তরফ থেকে।
নবম ওভারে আবারও ফিল্ডিং করতে নেমে একটি ক্যাচও ধরেন জমান। তবে মাঠে থাকেননি বেশীক্ষন। ওপেনও করতে আসতে পারেননি তিনি। এসেছেন চার নম্বরে ব্যাট করতে। ৪১ বলে ২৪ রান করেও জেতাতে পারেননি দলকে। এর আগে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন ওপেনার সাইম আয়ুব। এবারে সেই তালিকায় ওপেনার জমানও। ফলে ভারতের বিরুদ্ধে নামার আগে সমস্যা বাড়ল পাকিস্তানের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফখর জমান। একাই ১১৪ রানের বড় ইনিংস খেলেছিলেন তিনি। তবে শোনা যাচ্ছে তার জায়গায় দলে আসতে পারেন ইমাম উল হক।