আইপিএল
IPL 2025: ছুটি কাটিয়ে কেকেআর শিবিরে যোগ দিলেন বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই ইডেনে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নতুন মরশুম শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই প্রাক-মরশুম প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে কেকেআর। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ খানেক আগেই, বেশিরভাগ ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিয়েছেন। পাশাপাশি দুটি আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচও ঘরের মাঠে খেলে ফেলেছেন রাসেল, রিঙ্কু, ভেঙ্কটেশ আইয়াররা। কিন্তু সেই মাঝে দুই তারকা বোলারের অনুপস্থিতি চোখে পড়ছিল নাইট শিবিরে। তাঁরা হলেন ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। অবশেষে সোমবার কলকাতায় পা রাখলেন কেকেআরের এই দুই তারকা বোলার।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই রবীন্দ্র জাদেজা সহ ভারতীয় দলের একাধিক তারকাকে সরাসরি নিজেদের আইপিএল দলের সঙ্গে যোগ দিতে দেখা গেলেও সেই পথে হাঁটেননি রানা ও বরুণ। প্রতিযোগিতার শেষে, জাতীয় দল থেকে ফিরে কিছুদিনের বিশ্রামে ছিলেন বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। সোমবার ইডেনে যখন প্রস্তুতি ম্যাচে ব্যস্ত ছিল কেকেআর, সেই সময়েই টিম হোটেলে ঢুকে পড়েন হর্ষিত রানা। রাতেই কলকাতায় পা রাখেন বরুণ চক্রবর্তীও। নিজেদের সমাজমাধ্যমে এই দুই তারকার দলে যোগ দেওয়ার কথা জানানো হয় কেকেআরের পক্ষ থেকে।