আইপিএল
IPL 2025: জসপ্রীত বুমরাহর পর এবারে চোটের কবলে আরও এক ভারতীয় জোড়ে বোলার। বিস্তারিত জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুমের আইপিএল শুরু হতে বাকি আর মাত্র ১১ দিন। তার আগে বড় ধাক্কা লখনউ সুপার জায়ান্টসের শিবিরে। এর আগে সোনা গিয়েছিল চোটের কারণে আইপিএলে প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। যেটা নিঃসন্দেহেই মুম্বই ইন্ডিয়ান্সের জন্য একটা ধাক্কা ছিলই। এবারে চোটের কারণেই অর্ধেক আইপিএলে খেলতে পারবেন না লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। যা খবর তাতে পেশিতে চোট রয়েছে মায়াঙ্কের যেই চোট এখনও সারেনি।
যা মনে করা হচ্ছে তাতে আইপিএলের প্রথম ছয় থেকে সাতটি ম্যাচে খেলতে পারবেন না লখনউয়ের এই পেসার। ঠিক কোন সময়ে তিনি আইপিএলে ফিরবেন, সেটাও এখনও জানা যায়নি। গত মরশুম আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের জার্সি গায়ে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বল করে নজর কেড়েছিলেন মায়াঙ্ক। যেই কারণে মহা নিলামে মায়াঙ্ককে নিলামে তোলেনি লখনউ। কিন্তু শেষ এক বছরে বরংবার চোট পেয়েছেন মায়াঙ্ক। ২০২৩ সালের আইপিএলেও চোটের কারণে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর।
গত বছর পঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই তিন উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক। আরসিবির বিরুদ্ধেও নিয়েছিলেন তিনটি উইকেট। শুধু তাই নয়, পরপর দুই ম্যাচেই ম্যান অফ দি ম্যাচও নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে পুরো মরশুম না খেলতে পারলেও ১১ কোটি টাকা দিয়ে মায়াঙ্ককে রেখে দেয় সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। এবারের আইপিএলে ২৪ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টস। তার আগে মায়াঙ্ককে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছে লখনউ। দলের ডিরেক্টর অফ ক্রিকেটের পদে থাকা জাহির খান এই বিষয়ে বলেন, “আমরা চাই মায়াঙ্ক যেন ১৫০ শতাংশ ফিট হয়ে খেলতে নামতে পারেন। ১০০ শতাংশ ফিট হলেই খেলিয়ে দিতে রাজি নই”।