Connect with us

ক্রিকেট

প্রথম টেস্ট সেঞ্চুরি শুভমন গিলের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অনেক ক্ষেত্রেই সুযোগের সদ্ব্যবহার করতেন না পারলেও এবার আর সুযোগ হাতছাড়া করেননি শুভমন গিল। ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে সেঞ্চুরি করে নিজের অস্তিত্ব জানান দিলেন তরুণ এই ক্রিকেটার।

ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টের তৃতীয় দিন। চট্টগ্রামে ১৫২ বলে ১১০ রান করে দারুন ইনিংস উপহার দেন শুভমন গিল। দশটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। এদিন নিজের ক্রিকেট জীবনের ১২ তম টেস্ট ম্যাচ খেলেন তরুণ এই ক্রিকেটার। তার এবং চেতেশ্বর পূজারার ১৩০ বলে ১০২ অপরাজিত রানের পর দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২৫৮ রানে ডিক্লেয়ার করে ভারত। ফলে বাংলাদেশের সামনে এখন লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রানের। ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৪২ রান করে বাংলাদেশ। জেতার জন্য এখনো প্রয়োজন ৪৭১।

এদিন ম্যাচের পর শুভমন গিল একটি বিশেষ সাক্ষাৎকারে বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অনেক দেরিতে হল। তবে এই সেঞ্চুরি আমার আমার পরিবার এবং পরিজনদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ওরা সবসময় আমার পাশে থেকেছে। আর প্রথম সেঞ্চুরি যেকোনো ক্রিকেটারের কাছেই একটা আলাদা অনুভূতি।” ৯০ এর গণ্ডি টপকানোর পর ঠিক কতটা ভয় লাগছিল তার সেই প্রসঙ্গে তিনি জানান, “আলাদা কোন অনুভূতি কাজ করেনি আমার মধ্যে। আমি শুধু মাঠের প্রয়োজন বুঝে খেলছিলাম। রান করাটাই আমার লক্ষ্য ছিল।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে পৌঁছতে গেলে ভারতের এখন প্রয়োজন সবকটি টেস্ট ম্যাচ জেতার। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের একটিও জিততে না পারলে ফাইনালে পৌঁছতে পারবেনা ভারত।

ক্রিকেট

মুখোমুখি বিরাট গম্ভীর, প্রকাশ্যে ভিডিও

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কখনও হিরো, কখনও ভিলেন। বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের পারস্পরিক মন কষাকষির জন্য শিরোনামে উঠে এসেছেন দুজনেই। মাঠের মধ্যে এবং মাঠের বাইরে তাদের সম্পর্ক নিয়ে লাগাতার চর্চা অব্যাহত। তবে এবার বোধহয় সেই জল্পনায় ইতি টানতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাই আড্ডার আসরে মুখোমুখি হলেন গৌতম গম্ভীর বিরাট কোহলি। বিসিসিআইয়ের একটি ভিডিওতে দেখা গেল দুজনকে একে অপরের ইন্টারভিউ করতে। উঠে এলো নানান মজার বিষয়ও।

আইপিএল চলাকালীন দুই খেলোয়াড়ের মধ্যে প্রকাশ্যে আসা বাকবিতণ্ডা ইতিমধ্যেই বিভাজন ঘটিয়েছিল তাদের অনুরাগীদের মধ্যেও। শুধুমাত্র দুটো দল বলেই নয় ব্যক্তি কোহলি এবং গম্ভীরের কারণেও দ্বিধাবিভক্ত হয়েছিল সোশ্যাল মিডিয়া। বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওর একটি ঝলক যা ইতিমধ্যেই ভাইরাল, তাতে দেখা যায় এই মাঠের বাকবিতণ্ডা নিয়ে আলোচনারত দুজনেই। বিরাট কোহলি গৌতম গম্ভীরকে প্রশ্ন করেন মাঠে ব্যাটিং করার সময় প্রতিপক্ষের কারোর সাথে কথা কাটাকাটি হলে তৎক্ষণাৎ সেই বিষয়টা মাথা থেকে গম্ভীর বের করে দেন নাকি এই ঘটনা তার রান করার জেদকে আরও বাড়িয়ে দেয়। তবে এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিরাটকে খোঁচা মারেন গম্ভীর। বলেন মাঠে এরকম কথা কাটাকাটির মুহূর্ত তার থেকেও অনেক বেশি ঘটেছে কোহলির সঙ্গেই। তাই বিরাটের নিজের প্রশ্নের উত্তর তার নিজের কাছেই রয়েছে। এই উত্তর শুনে হেসে ফেলেন কোহলি। আর সাথে সাথে পাল্টা জানান যে তিনি আসলে নিজের দল ভারী করতে চাইছিলেন। এমন কাউকে খুঁজছিলেন যারও ঠিক তার মতই রাগ জেদ এই অনুভূতিগুলো খুব শক্তিশালী। এমন কেউ যার জেদের বহিঃপ্রকাশ মাঠেই ঘটে। যে বলবে হ্যাঁ, একদম এটাই হয় তার সাথেও।

আইপিএল শেষ হওয়ার ঠিক পরেই ভারতীয় দলের কোচ নির্বাচিত হন গৌতম গম্ভীর। বিরাট কোহলির সঙ্গে তার একাধিকবার মাঠে বাকবিতণ্ডা হলেও বর্তমানে একই ড্রেসিংরুম শেয়ার করছেন দুজনেই। ভারতের জাতীয় দলের কোচ এবং প্রাক্তন অধিনায়ক তথা ভারতের ‘সুপারস্টার’, দুজনের সমীকরণ যে কতটা মজবুত হয়েছে সময়ের সাথে সাথে সেই বিষয়ে শিলমোহর লাগাতেই বোধহয় বিসিসিআইয়ের এই উদ্যোগ। তবে ভিডিওর এক ঝলক সামনে আসার পর থেকেই মুখিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা সে কথা বলাই বাহুল্য।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

শ্রেয়স আইয়ারকে নিয়ে বিস্ফোরক বিসিসিআই কর্তা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সময়টা মোটেই ভালো যাচ্ছে না শ্রেয়স আইয়ারের। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য শ্রেয়াসের নাম বিবেচনা করেন নি নির্বাচকরা। তবে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল তাঁর কাছে। এবার সেটাও হারালেন শ্রেয়স। চলতি দলীপ ট্রফিতে চার ইনিংসে মাত্র ১০৪ রান এসেছে আইয়ারের ব্যাট থেকে। একদিকে ইংল্যান্ড টেস্টে সারফারাজ খান, ধ্রুব জুড়েলের অনবদ্য পারফরমেন্স, অন্যদিকে বাংলাদেশ সিরিজের দলে ঋষভ পন্থ এবং কেএল রাহুল ফিরে আসায়, টেস্ট ক্রিকেটে আইয়ারের প্রত্যাবর্তন ঘটানো এখন বেশ কঠিন হতে চলেছে।

এই কথাই সরকারিভাবে ঘোষণাও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক বিশেষ আধিকারিক এদিন জানান, “এই মুহূর্তের টেস্ট দলে আইয়ারের কোন জায়গা নেই। কার পরিবর্ত হিসেবে নেওয়া হবে ওকে? সর্বোপরি রবিবার দলীপ ট্রফিতে ওর শট নির্বাচন মোটেই আশানুরূপ ছিল না। ক্রিজে বেশ কিছুটা সময় কাটানোর পরেও ভুল শট কি করে ও খেলল তা জানি না।” এখন ঘরোয়া ক্রিকেট খেললেও, আসন্ন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজও তাঁর জন্য বিশেষ কোন সুখবর নিয়ে আসবে না, এমনটাই মনে করছেন বিসিসিআইয়ের আরেক অধিকর্তা। তবে জাতীয় দলে ফের জায়গা পাওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করা ছাড়া এই মুহূর্তে আর কোন রাস্তা খোলা নেই শ্রেয়স আইয়ারের সামনে এ কথা স্পষ্ট।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: বাংলাদেশকে কড়া জবাব রোহিতের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়বে বেশ কয়েকগুণ একথা ক্রিকেট দুনিয়ায় নতুন নয়। তবে মাঠের বাইরের সম্পর্ক যতই ভালো হোক না কেন মাঠের মধ্যে যে ভারতীয় ক্রিকেটারদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্ক আদায় কাঁচকলায় তার আরও একবার প্রমাণ মিলল রোহিত শর্মার সাংবাদিক সম্মেলনে।

আগামী ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে সেখানেই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগেই ভারতকে যে নিশানা করছে সেই বিষয়ে তাঁর কী মনে হয়? আর এর প্রশ্নের উত্তর বেশ মজার ছলে জবাব দেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “ক্রিকেটে আমরা এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি যেখানে ভারতকে হারাতে পারা অনেক দলেরই স্বপ্ন। আর স্বপ্ন দেখা এবং উপভোগ করা ভালো। ওদেরকে মজা করতে দিন। আমার মনে হয় না ওদের কোনওরকম মন্তব্য নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আছে। বরং নিজেদের খেলা নিয়ে আরও বেশি সচেতন হলে ফলাফল ভালো হবে।” বাংলাদেশ ক্রিকেটারদের বিতর্কিত মন্তব্য নিয়েও খুব একটা চিন্তিত নন ভারতের অধিনায়ক। “দেখুন, ক্রিকেটটা মাঠে খেলা হয়। আর তার নির্দিষ্ট সময় থাকে। আমরা যখন মাঠে নামি আমাদের একটাই লক্ষ্য থাকে ম্যাচ জেতা। এর বাইরে অন্য কোনও কথা আমাদের মাথায় ঘুরপাক খায় না।” এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এখনই কোনরকম বিতর্কে জড়াতে চাইছেন না ভারতীয় অধিনায়ক। বরং মাঠের জবাব মাঠেই দিতে প্রস্তুত তিনি।

প্রসঙ্গত দীর্ঘ দিনের বিরতির পর আবার মাঠে নামতে চলেছে ভারতীয় টেস্ট দল। এর আগে শেষবার এই বছরেরই মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় টেস্ট খেলেছিলেন রোহিতরা। তবে এই বিরতি তাঁদের পারফরমেন্সে কোনোভাবেই ছাপ ফেলবে না সেই বিষয়ে যথেষ্ট নিশ্চিত ভারত অধিনায়ক। বরং তিনি বিশ্বাস করেন দলীপ ট্রফি খেলে অনেক বেশি মজবুত হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এখন দেখার ভারত বনাম বাংলাদেশ সিরিজে শেষ হাসি কে হাসে!

Continue Reading

Trending