Connect with us

Uncategorized

এবারে ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের থেকেও বড় পদে বসতে চলেছেন ধোনি!

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। আর এই বিশ্রীভাবে ভারতের হারের সাথে সাথেই ভারতের আইসিসি ট্রফি জয়ের স্বপ্নের সমাধি ঘটেছে। আর এমন হারের পরেই অবশেষে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআই। সুত্র মারফত জানা যাচ্ছে, শীঘ্রই ভারতীয় ক্রিকেটে বেশ কিছু বড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আর এই বড় পরিবর্তন যা দিয়ে শুরু হতে চলেছে তা হল সম্ভবত ভারতীয় ক্রিকেটে ফের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন। এক বিসিসিআই সূত্র, সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে জানিয়েছে, অদূর ভবিষ্যতে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের থেকেও বড় পদে আসতে চলেছেন ধোনি। সুত্র মারফত জানা যাচ্ছে, দ্রাবিড়ের উপরে যাতে চাপ কমে সেই কারণে এই দায়িত্ব ভাগ করার চিন্তাভাবনা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে ধোনিকে ‘ক্রিকেট ডিরেক্টর’ পদে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত করতে পারে বিসিসিআই।

এ কথা সকলেরই জানা যে ধোনির নেতৃত্বে ভারত টি টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল। ২০০৭ সালে যেবার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়, সেই বছরই ধোনির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এরপর ২০১১ সালে ভারত ঘরের মাঠে ধোনির নেতৃত্বে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতে। এর পাশাপাশি ধোনির নেতৃত্বে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে ভারত। শুধু তাই নয়, ধোনির অধিনায়ক থাকাকালীনই ২০০৯ সালে ভারত প্রথমবারের জন্য বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়েছিল।

একথা সকলেই এক বাক্যে মানেন যে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে ধোনি সব সময় একটি বড় ফ্যাক্টর হয়েছেন। আর ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ। তাই বেশি দেরি না করে ধোনি সম্পর্কে এই মাসের শেষে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান ভারতীয় বোর্ডের শীর্ষ কর্তারা।

Uncategorized

ময়দান জুড়ে “স্বপ্নের উড়ান”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর সবুজ-মেরুন জার্সি পড়ে যারা মাঠ কাঁপায়, তাদের জন্য গলা ফাটায় হাজার কন্ঠ। কিন্তু তাদের নেপথ্যে যারা থাকে, সেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল “স্বপ্নের উড়ান”। দুর্গাপূজার প্রাক্কালে মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত প্রতিটি মাঠকর্মীর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এই মহান উদ্যোগে সামিল হলেন মোহনবাগান ফুটবলাররাও। পুজোর আগে হাতে নতুন উপহার পেয়ে আনন্দে আপ্লুত মোহনবাগান ক্লাবের মাঠকর্মীরা।

Continue Reading

Uncategorized

মোহনবাগান জেনারেশন নেক্সট-এর উদ্যোগে “মুক্তধারা”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে শহর জুড়ে ছড়িয়ে থাকা মোহনবাগান ফ্যানস ক্লাব গুলি। শারদ উৎসবের প্রাক্কালে তেমনি এক মহৎ উদ্যোগ নিয়েছিল মোহনবাগান জেনারেশন নেক্সট। গত ২৯ সেপ্টেম্বর, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে উপস্থিত ছিল তারা। পুজোর আগে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা, শিক্ষা সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিশুর শারীরিক বিকাশেও ব্রতী হয়েছে তারা। মুক্তধারার আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা পুজোর আগে আনন্দে আত্মহারা হয়ে যায়। সবশেষে প্রতিটি শিশুর মুখে সুস্বাদু খাবারও তুলে দেওয়া হয়েছিল। এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য।

Continue Reading

Uncategorized

ভাইরাল ধোনির ভিডিও; বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ অনেকটা সময় হল। আর নিজের অবসর জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন তিনি। তবে এবার বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি অবস্থায় ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার একটি স্টেডিয়ামে বসে ফুটবল দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বন্ধু হিতেশ সাংভের করা ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।

বন্ধুদের সাথে প্রাইভেট জেটে কাটানো সময় এর পাশাপাশি সামনে এসেছে আরো কিছু আনন্দের মুহূর্ত। এই মরশুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ধোনি। আগামী আইপিএলে তাকে আবার দেখা যাবে কি না সেই বিষয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। তবে ক্যাপ্টেন কুল যে এখন সেসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তা কিন্তু বেশ স্পষ্ট।

Continue Reading

Trending