আন্তর্জাতিক ফুটবল
প্রকাশ্যে এল কাতার বিশ্বকাপের জন্য স্পেন, আর্জেন্টিনা, জার্মানির জার্সি। কী তাদের বিশেষত্ব? জানতে পড়ুন…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সামনেই কাতার বিশ্বকাপ। গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা অপেক্ষা করে আছেন তাদের মহোৎসবের জন্য। কিন্তু প্রতিবার বিশ্বকাপের আগে আরও একটি বিষয় নিয়ে উত্তেজনার পারদ চড়তে থাকে ফুটবলপ্রেমীদের মধ্যে। সেটা হল বিশ্বকাপের জার্সি। নিজের পছন্দের দলের জার্সি ঠিক কীরকম হতে চলেছে তা নিয়ে কৌতূহলের শেষ থাকে না। আর এই বিষয়ে বিশেষ নজর দেন সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাও। আসন্ন কাতার বিশ্বকাপের আগেও সেই একই ছবি ধরা পড়েছে। ইতিমধ্যেই সামনে এসেছে বিভিন্ন দলের জার্সির ডিজাইন। অনেকক্ষেত্রে সেই ডিজাইনের মধ্যে লুকিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বার্তাও।
মেক্সিকো: মেক্সিকোর দ্বিতীয় জার্সির ডিজাইন ইতিমধ্যেই সামনে এসেছে। সাদার উপর লালের নকশা ফুটে উঠেছে সেই জার্সিতে। থাকছে সবুজের ছোঁয়া। মূলত মেক্সিকোর ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা হয়েছে এই জার্সির মধ্যে দিয়ে।
From our roots to our present. ❤️⚽️
— Mexican National Team (@miseleccionmxEN) August 29, 2022
Meet our new away jersey for the World Cup, Incondicionales. 🇲🇽😍#ElOrigenQueNosUne pic.twitter.com/5fib7L44UK
জাপান: জাপানের অ্যানিম যে পৃথিবী বিখ্যাত তা নিয়ে কোন দ্বিধা নেই। আর এবার সেই অ্যানিমের ছোঁয়া থাকছে বিশ্বকাপের জার্সিতেও। হোম কিটের জার্সিতে দেখা যাবে অ্যানিম এবং অরিগ্যামির মিশেল। রং হবে নীল। অ্যাওয়ে জার্সিতে থাকছে লম্বা হাতার বন্দোবস্ত।
日本を、歓喜で染めろ。#サッカー日本代表 2022 ユニフォームのコンセプトは #ORIGAMI。
— アディダス ジャパン (@adidasJP) August 29, 2022
日本の想いをひとつに。歓喜に満ちた新しい景色を、共に創ろう。
アディダス公式オンラインショップにて先行販売開始。
👉https://t.co/bRzdXVKEJA#アディダス #daihyo#日本を歓喜で染めろ pic.twitter.com/oyD82vbSqA
আর্জেন্টিনা: আর্জেন্টিনাও পিছিয়ে থাকছে না চমকের বিষয়ে। অতি পরিচিত নীল সাদা রঙে কোন পরিবর্তন আনেনি তারা। তবে দ্বিতীয় জার্সির ক্ষেত্রে রয়েছে নজর কাড়া বিষয়। গাঢ় বেগুনি রঙের জার্সিতে থাকছে সাদা এবং ল্যাভেন্ডার এর ছোঁয়া। কিন্তু আসল চমক হল সমাজের নারী এবং পুরুষের সমান অধিকারের বার্তা দেওয়ার জন্যই নাকি এই রং বেছে নিয়েছে প্রস্তুতকারী সংস্থা।
Te presentamos nuestra nueva camiseta alternativa para el Mundial de #Qatar 💜
— Selección Argentina 🇦🇷 (@Argentina) August 29, 2022
De la mano de nuestro capitán, Leo #Messi 😍
¡Vamos Argentina! 🇦🇷#adidasfootball #WorldCup @adidasAR pic.twitter.com/t0h2ZLpbIC
সেনেগাল: টুইটারে “লায়নস অফ তেরাঙ্গা” লিখে পুমার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে সেনেগালের জার্সি। অনেকেরই মত এখনো পর্যন্ত পুমার তৈরি করা জার্সির মধ্যে এটি সেরা। সবুজ রঙের চোখ ধাঁধানো জার্সিতে থাকছে লাল হলুদের যুগলবন্দী। তবে জার্সির সামনে মাঝ বরাবর বড় করে লোগো এবং নম্বরের যে মিশেল দেখা যাচ্ছে তা সত্যিই চমকপ্রদ।
Lions of Teranga 🇸🇳
— PUMA Football (@pumafootball) August 29, 2022
The 2022 @Fsfofficielle Away kit, out now. pic.twitter.com/FGLYxt44j1
ঘানা: ঘানার জার্সিও প্রস্তুত করেছে পুমা। উজ্জ্বল লাল রঙের জার্সিতে সামনের দিকে ঠিক মাঝখানে হলুদ এবং সবুজের ছোঁয়ায় লোগো এবং নম্বর স্থান পেয়েছে। তার ঠিক উপরে ছোট্ট করে পুমার লোগো এবং হাতার কাছেও রয়েছে পুমার লোগোর চিহ্ন।
Bold meets proud 🇬🇭
— PUMA Football (@pumafootball) August 29, 2022
The 2022 @ghanafaofficial Away kit, out now. pic.twitter.com/wkVNd508Ok
জার্মানি: জার্মানির জার্সিতে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। ১৯০৮ এর জার্মানির খেলা প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে প্রথম জার্সি। সাদা কালো স্ট্রাইপের পাশাপাশি জার্সিতে থাকছে জাতীয় পতাকার তিনটে রং। অন্যদিকে দ্বিতীয় জার্সি তৈরি হয়েছে কালো এবং লাল রঙের মিশ্রণে। নিঃসন্দেহে এটি স্মার্ট লুক দেবে এবং চোখ কাড়বে ভিড়ের মধ্যেও।
Created in the studio – mastered on the pitch 💪
— DFB-Team (@DFB_Team) August 29, 2022
Können nicht erwarten, unsere neuen Trikots im Stadion zu sehen 😍
Ab sofort erhältlich auf:
➡️ https://t.co/I3vY7E3flJ #adidasFootball @adidas pic.twitter.com/p1nGoIldZ9
মরক্কো: মরক্কোর জার্সি খুব ছিমছামের উপর দিয়েও ভীষণ চোখে পড়ার মত। টুইটারে পুমার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে তাই ছবির সাথে লেখা হয়েছে “ইটস ইন দ্য ডিটেইলস!” আসলেই একটু ভালোভাবে দেখলে চোখে পড়ে সাদা রংয়ের জার্সিতে হাল্কা গোল নকশা। আর এই গোলের মধ্যেই জার্সি নম্বর এবং দেশের লোগো জায়গা করে নিয়েছে।
It’s in the details 🇲🇦
— PUMA Football (@pumafootball) August 29, 2022
The 2022 @EnMaroc Away kit, out now. pic.twitter.com/FozZhwFTCQ
স্পেন: স্পেনের জার্সিতেও রয়েছে অতীতের হাতছানি। ১৯৮২ বিশ্বকাপের লোগোর আদলেই তৈরি হয়েছে কাতার বিশ্বকাপের জার্সি। লাল রঙের জার্সিতে নীল হলুদের ছোঁয়া বেশ মানানসই লাগছে। পাশাপাশি অ্যাওয়ে জার্সিতে রয়েছে সাদা নীলের ওয়েভ প্যাটার্ন আর লাল হলুদ স্ট্রাইপের দারুন মিশেল।
😍 ¡𝘾𝙤𝙢𝙥𝙡𝙚𝙩𝙖 𝙡𝙖 𝙛𝙧𝙖𝙨𝙚!
— Selección Española de Fútbol (@SEFutbol) August 29, 2022
✍🏻 Nuestras nuevas equipaciones para #Qatar2022 son ____.#VamosEspaña pic.twitter.com/siLXV6hiRw
উরুগুয়ে: পুমার বানানো আরও একটি দেশের জার্সিতে চোখে পড়বে মাঝবরাবর বড় মাপের নম্বর। হাল্কা আকাশী আর সাদার মিশ্রণে নিঃসন্দেহে এই জার্সিও নজড় কাড়বে অনেকেরই।
La Celeste in a fresh take 🇺🇾
— PUMA Football (@pumafootball) August 29, 2022
The 2022 @AUFOficial Away kit, out now. pic.twitter.com/eAAeaydz2w
সার্বিয়া: পুমার ডিজাইন করা অন্যান্য জার্সির থেকে এই জার্সি বেশ কিছুটা আলাদা। সাদার মাঝ বরাবর সোনালী রঙের ব্যবহার জার্সির কদর বাড়িয়ে দেবে অনেকটাই, তা নিয়ে কোন সন্দেহই নেই।
The Eagles have landed 🇷🇸
— PUMA Football (@pumafootball) August 29, 2022
The 2022 @FSSrbije Away kit, out now. pic.twitter.com/E8Dwn3Yemc
সুইজারল্যান্ড: সুইজারল্যান্ডের জার্সিতে যদিও বিশেষ কোন চমক থাকছে না। পুমার বানানো এই জার্সিতেও মাঝবরাবর থাকছে নম্বরের ব্যবস্থা। সাদা লাল এর মিশ্রণে জার্সিটি হয়ে উঠতে পারে ফুটবল অনুরাগীদের প্রিয়।
Stand for Suisse 🇨🇭
— PUMA Football (@pumafootball) August 29, 2022
The 2022 @nati_sfv_asf Away kit, out now. pic.twitter.com/KEM3u9xwz0
তবে সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলির দাবি, প্রত্যেকটি জার্সি নিজেদের দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির চিহ্ন বহন করছে। খুব তাড়াতাড়ি সেগুলি জনপ্রিয় হয়ে উঠবে সকলের কাছে।
আন্তর্জাতিক ফুটবল
FIFA WORLD CUP QUALIFIERS: জয়ে ফিরল আর্জেন্টিনা। আবারও ড্র ব্রাজিলের…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলছে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ। আর সেখানেই গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা দলকে। তবে ঘরের মাঠে পেরুর বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল দল। মেসির বাড়ান বল থেকে লাওতারো মার্টিনেজের করা গোলে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। অপরদিকে আবারও আটকে গেল দোরিভাল জুনিয়রের দল। উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল।
প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বেশিই ছিল আর্জেন্টিনা দলের। বল পজেশন থেকে শুরু করে বিপক্ষের গোল লক্ষ্য করে শট, সবেতেই এগিয়ে ছিল মেসি, মার্টিনেজরা। অপরদিকে ম্যাচে সেরম দাগ কাটতে পারেনি পেরুর ফুটবলাররা। তবে পেরুর গোলের দিকে লক্ষ্য করে অনেক শট নিলেও গোল মুখ খুলতে বার বার ব্যার্থ হচ্ছিলেন আর্জেন্টিনা ফুটবলাররা। অবশেষে ম্যাচের ৫৫ মিনিটে বাঁদিক থেকে বক্সের মধ্যে ঢুকে আসা লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করে যান লাওতারো মার্টিনেজ। ফলে ১-০ গোলে ম্যাচ জিতে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।
অন্যদিকে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের আরেক ম্যাচে আবারও ড্র করল ব্রাজিল। ম্যাচের প্রথম গোলটি করেন উরুগুয়ের মাঝমাঠের ফুটবলার ফেদে ভালভের্দে। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে যান তিনি। তবে সেই গোল শোধ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেলেকাওদের। ম্যাচের ৬২ মিনিটে গার্সনের গোলে সমতায় ফেরে ব্রাজিল। তবে সমতায় ফিরলেও ঘরের মাঠ থেকে জয় তুলে আনতে ব্যার্থ হলেন ভিনিসিয়স, রাফিনহারা। এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।
আন্তর্জাতিক ফুটবল
UEFA NATIONS LEAGUE: জয় দিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড। জয় পেল ফ্রান্সও…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। ১০ জনের আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে লিগ টেবিলে নিজেদের গ্রুপের প্রথম স্থানে হ্যারি কেনরা। খেলা ছিল ফ্রান্সেরও। তবে দলে ছিলেননা তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবুও ইতালিকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ফ্রান্স। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় স্থানে ইতালি।
গ্রুপের শীর্ষে থাকতে হলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় আবশ্যিক ছিল ইংল্যান্ডের। অপরদিকে ইংল্যান্ড আক্রমণ রুখতে রক্ষণাত্মক পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল আয়ারল্যান্ড দল। সেই রক্ষণাত্মক ফুটবলের কারণে প্রথমার্ধে ইংল্যান্ড আক্রমণকে সামাল দিতে সক্ষম হয়েছিল আয়ারল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান আয়ারল্যান্ডের ফুটবলার লিয়াম স্কেলস। যার ফলে পেনাল্টি পেয়ে যায় ইংল্যান্ড এবং এরই পাশাপাশি বাকি ম্যাচে দশ জনে খেলতে হয় ইংল্যান্ডকে। সেই পেনাল্টি থেকে হ্যারি কেন গোল করে এগিয়ে দেন ইংল্যান্ডকে। তার পর থেকেই শুরু হয় গোলের মহড়া। ৫৫ এবং ৫৮ মিনিটে গোল করে যান অ্যান্থনি গর্ডন এবং কনর গ্যালাঘার। তারপর ম্যাচের ৭৬ মিনিটে জ্যারড বাওয়েন ও ৭৯ মিনিটে টেলর হারউড-বেলিসের গোলে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড।
অপরদিকে ইতালির বিরুদ্ধে খেলতে নামার আগে তাদের থেকে তিন পয়েন্টে পিছিয়ে ছিল ফ্রান্স। তাছাড়াও দলে নেই এমবাপের মত ফুটবলার। কিন্তু জয়ের জন্য ফ্রান্সের এই ম্যাচের নায়ক ছিলেন আদ্রিয়েন হাবিয়ঁ। ম্যাচ শুরুর প্রথম ২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে ইতালির ফুটবলার গুগলিয়েলমো ভিকারিয়োর আত্মঘাতী গোলে ব্যবধান বারে ফ্রান্সের। যদিও ৩৫ মিনিটে আন্দ্রিয়ে ক্যাম্বিয়াসোর গোলে ব্যবধান কমায় ইতালি। দ্বিতীয়ার্ধে অনেক গোলের সুযোগ তৈরি করলেও ফ্রান্সের রক্ষণকে ভাঙতে সক্ষম হননি ইতালি ফুটবলাররা। তবে অপরদিকে ম্যাচের ৬৫ মিনিটে আদ্রিয়েন হাবিয়ঁ নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ফ্রান্সের। ৩-১ গোলে এই ম্যাচ জিতে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।
আন্তর্জাতিক ফুটবল
UEFA NATIONS LEAGUE: বড় জয় দিয়েই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছল পর্তুগাল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই কেরিয়ারের ৯০০তম গোলটি সম্পূর্ণ করেছিলেন ফুটবল বিশ্বের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সে এসেও ছুটে চলেছেন নিজের ১০০০তম গোলের দিকে। এবারে নেশনস লিগের ম্যাচে পুরোন সি আর সেভেনকে দেখল ফুটবলবিশ্ব। নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করেন রোনাল্ডো। পোলান্ডকে ৫-১ গোলে হারানোর সাথেই করে গেলেন বাইসাইকেল কিকে বিশ্বমানের গোল। এছাড়াও গোল পেয়েছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ এবং পেদ্রো নেটো।
শুক্রবার রাতে নেশনস লিগের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচটি খেলতে নেমেছিল পর্তুগাল। প্রতিপক্ষ ছিল লেওয়ানডস্কির দল পোল্যান্ড। দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটি। কিন্তু এই ম্যাচে একপেশে জয় পেয়েছে পর্তুগাল। প্রথমার্ধে কোনও গোল না এলেও দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে রাফায়েল লিয়াওয়ের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তারপর ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু এখানেই থামেননি তিনি। ম্যাচের ৮৭ মিনিটে ডান প্রান্ত থেকে থেকে ভেসে আসা একটি বলে বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে দিয়ে বিশ্বমানের গোল করে গেলেন রোনাল্ডো। এই গোলটি মনে করিয়ে দিল চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিরুদ্ধে করা তার সেই ঐতিহাসিক গোলটির কথা।
শুধু গোল নয়, এদিনের ম্যাচে রোনাল্ডো বাড়িয়েছেন একটি গোলের বলও। অপরদিকে ম্যাচের ৮০ মিনিটে গোল পান ব্রুনো ফার্নান্দেজ। ৮৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন পেদ্রো নেটো। এছাড়া ৮৮ মিনিটে ডমিনিক মারজুকের গোলে ব্যবধান কমায় পোল্যান্ড। তবে একটি গোল শোধ করলেও, যেই ব্যবধানে পর্তুগাল এগিয়ে ছিল, তা সামাল দেওয়া কোনওভাবেই সম্ভব ছিলনা লেওয়ানডস্কিদের কাছে। অবশেষে এই ম্যাচে জিতে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি