Connect with us

আন্তর্জাতিক ফুটবল

“বিষয়টা আমাদের হাতের বাইরে”, ফিফার সতর্কবার্তা নিয়ে মুখ খুললেন সুনীল ছেত্রী

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ফিফার হুমকি নিয়ে মাথা না ঘামিয়ে সতীর্থদের নিজেদের কাজে মন দেওয়ার পরামর্শ দিলেন সুনীল ছেত্রী। এই মাসের শুরুতে এআইএফএফকে সতর্ক করেছিল ফিফা। তাতে সাসপেন্ড করার পাশাপাশি আগামী অক্টোবরে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের যাবতীয় অধিকার কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে। আর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন সুনীল ছেত্রী।

ভারতীয় ফুটবলকে দেওয়া এই হুমকি নিয়ে মাথা ঘামাতে বারণ করলেন সুনীল ছেত্রী। মাত্র কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ফেডারেশনে ভোট আয়োজন করার। আগামী ২৮ আগস্ট সেই ভোট অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগেই এই বিতর্ক। বেঙ্গালুরু এফসির একটি বিশেষ মিডিয়া সাক্ষাৎকারে ছেত্রী বলেন,”আমি ছেলেদের সাথে কথা বলেছি এবং উপদেশ দিয়েছি যেন এই নিয়ে বেশি মাথা না ঘামায়। কারণ এটা তাদের হাতে নেই। আর তাছাড়া আমার মনে হয় এই বিষয়ে যারা জড়িত আছেন তারা নিশ্চয়ই সবদিক বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। সবাই কঠিন পরিশ্রম করছে আর খেলোয়াড়দের কথা বলতে পারি আমরা নিজেদের সেরাটুকু দেওয়ার চেষ্টা করছি। আমাদের মনে রাখতে হবে নিজেদের আরও কীভাবে ঘষে মেজে নেওয়া যায়। নিজের ক্লাব বা দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সময় নিজেদের উজাড় করে দিতে হবে। এআইএফএফ নিজেদের দিক থেকে সব রকম চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার।”

আগামী অক্টোবরের ১১ থেকে ৩০ তারিখ পর্যন্ত অনূর্ধ্ব-১৭ ফিফা মহিলা ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে ভারতে। আগস্টের ১৬ তারিখ থেকেই কলকাতায় শুরু হচ্ছে ডুরান্ড কাপ। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বেঙ্গালুরু এফসি মুখোমুখি হবে জামশেদপুর এফসির।

২০১৩ অর্থাৎ দল তৈরি হওয়া থেকে প্রায় কোন বড় প্রতিযোগিতায় হারেনি তারা। আর এই ডুরান্ড কাপটা ছেত্রীর কাছেও “ভীষণ ভীষণ স্পেশাল” কারণ এই প্রতিযোগিতা একবারও জেতেননি তারা। এশিয়ার সবথেকে পুরোনো ফুটবল প্রতিযোগিতা যার ১৩১ তম এডিশন হতে চলেছে এই বছর।

“এটা আমার জন্য ভীষণ স্পেশাল। এশিয়ার অন্যতম পুরোনো ফুটবল প্রতিযোগিতা। দল হিসেবে তো বটেই একজন খেলোয়াড় হিসেবেও আমি এই টুর্নামেন্ট কখনো জিতিনি। হ্যাঁ, আমি অনেক টুর্নামেন্ট জিতেছি, প্রায় সবকটা। কিন্তু ডুরান্ড কাপ জিতিনি। তাই আমরা আরও অনেক বেশি উৎসাহ নিয়ে এই প্রতিযোগিতার জন্য ঝাঁপাবো” বলেন সুনীল।

এই প্রথম টুর্নামেন্টে ১১ টি ভারতীয় আইএসএল ক্লাব অংশগ্রহণ করতে চলেছে। গত কয়েক মরশুম ধরে ট্রফিলেস থাকা বিএফসি এবারে বেশ কয়েকজন নতুন প্লেয়ার দলে সই করিয়েছে। এটিকে মোহনবাগানের প্রাক্তন তারকা খেলোয়াড় রয় কৃষ্ণা, জাভি হার্নান্দেজ, প্রবীর দাস এবং সন্দেশ ঝিঙ্গান থাকছেন দলে। সুনীল ছেত্রী আর রয় কৃষ্ণার জুড়ি এই মরশুমের সবথেকে নজর কাড়া বিষয় হতে চলেছে তাতে আর সন্দেহ নেই।

আন্তর্জাতিক ফুটবল

UCL: দশ জনের বার্সেলোনাকে হারাল মোনাকো

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যেখানে লামিন ইয়ামাল গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় কম বয়সী গোলদাতা হলেন, সেখানেই খেলার ১০ মিনিটে ডিফেন্ডার এরিক গার্সিয়ার লাল কার্ড দেখায় তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করল বার্সেলোনা।

প্রথম থেকেই ভালো ফুটবল খেলা শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচের ১০ মিনিটে গোলরক্ষক টারস্টেগানের ভুলের জন্য, মোনাকোর খেলোয়াড়কে ফাউল করে বসেন এরিক গার্সিয়া। সেই কারণের জন্য প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও, পড়ে সেটিকে পরিবর্তন করে লাল কার্ড দেখান এরিককে। তার পর থেকে দশ জনে খেলতে হয় বার্সেলোনাকে। সেই সুযোগের সদ্ব্যবহার করে মোনাকো। খেলার ১৬ মিনিটেই আকলিয়াচের বক্সের ভেতর বাঁ পায়ের শটে ১-০ গোলে এগিয়ে যান তারা। তারপর থেকে ডিফেন্সকে সজাগ রেখে আক্রমণে উঠে আসতে থাকে বার্সা। খেলার ২৮ মিনিটে গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে কমবয়সী গোলদাতা হলেন লামিন ইয়ামাল। প্রথমার্ধে ১-১ ফলাফল নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধ থেকেই মোনাকো ক্রমাগত বার্সা ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করতে থাকে। ম্যাচের ৫৬ মিনিটে প্রায় গোলের মুখ খুলে ফেলেছিল মোনাকো। কিন্তু অনবদ্য দক্ষতায় সেই গোল বাঁচিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টারস্টেগান। ৭১ মিনিটে খেলার বিপরীতে গিয়ে গোল তুলে নেয় মোনাকো। পরিবর্ত খেলোয়াড় হিসেবে আসা লেনিখেনার জোড়ালো শটে গোল পেয়ে ২-১ গোলে ম্যাচ জিতে যায় এএস মোনাকো।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UCL: ড্র করল ম্যানচেস্টার সিটি, জিতল পিএসজি ও ডর্টমুন্ড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গতবছর এই ইন্টার মিলানকে হারিয়েছিল পেপ গুয়ার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। কিন্তু বুধবার রাতে ইউসিএলের গ্রুপ পর্যায়ের ম্যাচে ঘরের মাঠে আটকে যায় ইন্টারের কাছে। ০-০ গোলে ড্র হয় ম্যাচ। গোল করতে ব্যার্থ হন আর্লিং হালান্ড। অপরদিকে জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল পিএসজি এবং ডর্টমুন্ড।

প্রথমার্ধ থেকে বেশ অস্বস্তিতে মনে হচ্ছিল মাঝ মাঠের তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনকে। দৌড়তে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না তিনি। মাঠের ভেতরেই তাঁর চিকিৎসা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই আর বাড়তি চাপ নেননি পেপ। দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনকে আর মাঠে নামাননি তিনি। তাঁর জায়গায় নামেন ইলখাই গুন্ডোয়ান। ম্যাচের পর পেপ গুয়ার্দিওলাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “ডি ব্রুইনের চোট কতটা গুরুতর সেটা এখনও তিনি জানেন না।” অপরদিকে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছেন হালান্ড এবং গুন্ডোয়ান। সেই জন্যই পুর ৩ পয়েন্ট তুলে নিতে ব্যর্থ হয়েছেন গুয়ার্দিওলার দল। তাদের পরবর্তী খেলা পরের সপ্তাহে আর্সেনালের বিরুদ্ধে। ডি ব্রুইনের চোট ও অসংখ্য গোলের সুযোগ নষ্ট অবশ্যই চিন্তায় রাখবে কোচকে।

অপরদিকে জিরোনার গোলরক্ষক পাওলো গাজানিগার ভুলে ম্যাচ জিতল পিএসজি। ম্যাচের ফলাফল ১-০। নুনো মেন্ডেজের বাড়ান ক্রস তালুবন্দি করতে গিয়ে সেই বল ফসকে গাজানিগার পায়ের তলা থেকে গোলের ভেতর ঢুকে যায়। অন্যদিকে ক্লাব ব্রুজেকে ৩-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। বাইনো জিটেনসের জোড়া গোল এবং গুইরাসির করা গোলের সৌজন্যে ম্যাচ থেকে পুরও ৩ পয়েন্ট তুলে নেয় নুরি সাহিনের দল।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UCL: গোলের বন্যা বায়ার্নের, জয় পেল রিয়াল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জয় দিয়ে ইউসিএল অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। এমবাপে, এন্ড্রিক এবং রুডিগারের গোলে স্টুটগার্টকে হারাল রিয়াল। অপরদিকে প্রথম ম্যাচেই ডায়নামো জাগ্রেবকে ছারখার করে দিল বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠে ডায়নামো জাগ্রেবকে একেবারে দুর্মুশ করে দিল বায়ার্ন মিউনিখ। ৯-২ গোলে বিরাট জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করল বায়ার্ন। ম্যাচের প্রথম থেকেই ক্রমাগত আক্রমণ চালিয়ে যেতে থাকে হ্যারি কেনরা। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন হ্যারি কেন। ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন গুয়েরেইরো এবং ৩৮ মিনিটে গোল করেন অলিসে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি গোল করে ম্যাচে ব্যবধান কমায় ডায়নামো জাগ্রেব। ৪৮ এবং ৫০ মিনিটে গোল করেন পেটকোভিচ ও ওগিওয়ারা। তার পর থেকে বায়ার্নকে আর ধরা সম্ভব হয়নি। আরও তিনটি গোল করেন হ্যারি কেন, এবং একাই এই ম্যাচে মোট চারটি গোল করেন তিনি। তার মধ্যে তিনটি গোল আসে পেনাল্টি থেকে। এছাড়াও একটি করে গোল করেন সানে এবং গোরেটজকাও। দুটি গোল করেন অলিসে। ইউসিএলের প্রথম ম্যাচে গোল সংখ্যা বাড়িয়ে রেখেই শুরু করলো ভিনসেন্ট কোম্পানির দল।

চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে জয় পেল রিয়াল। রিয়াল জিতল ৩-১ গোলে। শুরুর থেকেই খেলায় আধিপত্য তুলনামূলক বেশিই থাকে রিয়ালের। আক্রমণ প্রতিআক্রমণেই চলতে থাকে খেলা, কিন্তু প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই সাজঘরে যায় দুটি দল। দ্বিতীয়ার্ধের একদম শুরুর দিকে ৪৬ মিনিটে ইউসিএলে রিয়ালের হয়ে প্রথম গোলটি করে ফেলেন কিলিয়ান এমবাপে। তারপর ৬৮ মিনিটে উন্ডাভের গোলে সমতায় ফেরে স্টুটগার্ট। জয়ের লক্ষ্যে আক্রমণের চাপ বাড়ায় রিয়াল। তার ফলস্বরূপ ৮৩ মিনিটে আন্তোনিও রুদিগারের গোলে আবারও ম্যাচে এগিয়ে যায় তারা। অবশেষে সংযোজিত সময়ে এন্ড্রিকের করা গোল থেকে জয় পায় রিয়াল মাদ্রিদ।

Continue Reading

Trending