Connect with us

আইএসএল

ISL 2021/22: লিগ শীর্ষে শেষ করে শিল্ড জেতাই লক্ষ্য এটিকে মোহনবাগান হেড কোচ জুয়ান ফেরান্দোর…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এই মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ একেবারে তার শেষ পর্যায়ে চলে এসেছে। আর কলকাতার দল এটিকে মোহনবাগান বর্তমানে লিগের চার ম্যাচ বাকি থাকতে এই মুহূর্তে রয়েছে তৃতীয় স্থানে। বৃহস্পতিবার এবারে তারা মুখোমুখি হবে ওড়িশা এফসির। রয় কৃষ্ণারা যদি এই ম্যাচ জিততে পারেন তবে তাদের শেষ চারে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। যদিও দলের হেড কোচ জুয়ান ফেরান্দোর লক্ষ্য হল শুধু শেষ চার নয়, বাকি ম্যাচগুলোতে জিতে লিগ শীর্ষে শেষ করা।

তবে ফারান্দোর লক্ষ্যে সবথেকে বড় সমস্যা হল তার দলের ফুটবলারদের চোট আঘাত। বর্তমানে তার দলের বেশিরভাগ বিদেশি চোটে আক্রান্ত। সেই তালিকায় রয়েছেন তার দলের সবথেকে নির্ভরযোগ্য বিদেশি ফুটবলার রয় কৃষ্ণা। বিদেশিদের চোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে বুধবার ফেরান্দো বলেন,”আমি জানি ওরা সবাই একশ শতাংশ প্রস্তুত নয়। চোট থেকে সেরে ওঠা হল একটা প্রক্রিয়া। ধাপে ধাপে সকলেই সুস্থ হয়ে উঠছে, তবে হ্যাঁ কয়েকজন এখনও একশ শতাংশ ফিট নয়।”

ওড়িশা এফসির বিরুদ্ধে কৃষ্ণা কি পুরো ম্যাচে খেলতে পারবেন এই প্রশ্নের উত্তরে এটিকে মোহনবাগান হেড কোচ বলেন,”দেখুন কৃষ্ণার চোটটা খুবই গুরুতর ছিল। আমরা ওকে এখন প্রথমে ২০ মিনিট, আর তারপর ধীরে ধীরে ৪৫-৬০ মিনিট খেলানোর পরে ৯০ মিনিট খেলানোর ভাবনা ভাবব। এটাই একজন ফুটবলারকে চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলার প্রক্রিয়া। তবে হ্যাঁ মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে, যেখানে পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন করতে হয়। তবে আমার কাছে রয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনই উইলিয়ামস, কার্লও। আশা করি ক্রমশ ওদের পারফরম্যান্স ভাল হবে।”

গত ম্যাচে দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার লিস্টন কোলাসোকে তেমন ছন্দে দেখা যায়নি। তার কোনও শারীরিক সমস্যা আছে কিনা প্রশ্ন করা হলে ফেরান্দো বলেন,”ওর কোনও শারীরিক সমস্যা নেই। গত তিন সপ্তাহে লিস্টন ৬-৭টা ম্যাচ খেলেছে এবং তার ফলে ক্লান্তি আসতে বাধ্য। এটা সকলের সমস্যা। লিস্টন বর্তমানে ১০০ শতাংশ দেওয়ার মত তৈরী নয়। ওই জায়গায় মাইকেল সুসাইরাজকে খেলানোর চেষ্টা চলছে। তবে ওকেও বিভিন্ন চোট সারানোর প্রক্রিয়া পেরিয়ে আসতে হয়েছে। এই পজিশনে লিস্টন ও সুসাইকেই খেলানো যেতে পারে। সুসাইয়ের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। লিস্টন ক্লান্ত হলে ওকে সুযোগ দেওয়া যেতে পারে। অনুশীলনে যদি দেখি সুসাই ভাল খেলছে, তা হলে ওকে নামাতে পারি। কেউ টানা খেলে গেলে মাঝে মাঝে তাকে বিশ্রাম দেওয়া প্রয়োজন।”

আইএসএল

ISL 2024/25: উপভোগ্য ম্যাচে শেষ মুহূর্তে জয়ী পঞ্জাব

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠে গিয়ে তাদের ২-১ ব্যবধানে হারিয়ে দারুনভাবে ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করল পঞ্জাব এফসি। প্রায় গোটা ম্যাচ গোলশূন্য থাকার পরে, একেবারে শেষ মুহূর্তের দুরন্ত লড়াইয়ের পরে শেষ পর্যন্ত জয় তুলে নেয় পঞ্জাব।

ম্যাচের ২৬ মিনিটের মাথায় কর্নার থেকে বল পেয়ে একেবারে ফাঁকা জায়গা থেকে বাইরে হেড মারেন পঞ্জাবের ফিলিপ। শুরু থেকে ঘরের মাঠে তেমন একটা প্রভাব ফেলতে পারছিল না কেরালা ব্লাস্টার্স। ৩৭ মিনিটের মাথায় একটা সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন কেরালার ফুটবলার আইমেন। ৪২ মিনিটে পঞ্জাব গোল পেয়ে গেলেও, অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়। প্রথমার্ধের ফলাফল থাকে ০-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পঞ্জাব এফসি। অপরদিকে বল নিজেদের অধীনে রাখতেই পারছিলেন না কেরালার ফুটবলাররা। পঞ্জাবের লুকা মাজেন নামার পরে তাদের আক্রমণ আরও ধারালো হয়। ম্যাচের ৮৬ মিনিটে লিয়ন অগাস্টিন কেরালা বক্সের ভেতর পেনাল্টি আদায় করে নেন। সেই পেনাল্টি থেকে লুকা মাজেন গোল করে পঞ্জাবকে ১-০ গোলে এগিয়ে দেন। কিছুক্ষণ পরেই প্রীতম কোটালের বাড়ানো বল থেকে জেসাস জিমিনেজ গোল করে কেরালাকে সময়তায় ফেরান। তবে কেরালার সেই আনন্দ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। আবার সেই লুকার বাড়ানো বল থেকে পঞ্জাবের হয়ে গোল করে যান ফিলিপ। ২-১ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে পঞ্জাব।

Continue Reading

আইএসএল

মোহনবাগানে যোগ দিলেন নতুন ডিফেন্ডার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএল শুরুর আগে থেকে দলের রক্ষণ নিয়ে যথেষ্ট মাথা ব্যাথা ছিল বাগান কোচ হোসে মলিনার। সামনে এসিএল টু-এর খেলাও রয়েছে। তার আগে নুনো রেইসকে সই করালো মোহনবাগান।

ডুরান্ড ফাইনালে ২ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয় মোহনবাগানকে। তারপর আইএসএলের প্রথম ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ম্যাচ ড্র হয়। মরশুম শুরু থেকে বাগানের দুই ডিফেন্ডার টম আলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিলোই। তারই মাঝে পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে দলের সপ্তম বিদেশী হিসেবে সই করালো মোহনবাগান সুপার জায়ান্ট।

৩৩ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডার গত মরসুম খেলছিলেন এ লিগের দল মেলবোর্ন সিটি এফসিতে। সেই দলেরই আরেকজন তারকা খেলোয়াড় ছিলেন জেমি ম্যাকলারেন। এবারে দুই সতীর্থকে একসঙ্গে দেখা যেতে চলেছে সবুজ মেরুন জার্সিতে। ১৮ তারিখ মোহনবাগান নিজেদের ঘরের মাঠে খেলতে নামতে চলেছে তাদের এসিএল টু-এর ম্যাচে। তার আগে এই সইটি করিয়ে রীতিমতো দলের রক্ষণকে আরও শক্তিশালী করে তুলল মোহনবাগান। এবারে দেখার নুনো রেইস এসে বাগান রক্ষণে কতটা ভরসা দিতে পারেন।

Continue Reading

আইএসএল

প্রথম ম্যাচে জয় চাইছেন চেরনিশভ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামীকাল আইএসএলে প্রথমবারের জন্য মাঠে নামতে চলেছে বাংলার আরেক প্রধান, মহামেডান স্পোর্টিং। প্রতিপক্ষ এবারের ডুরান্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেড এফসি।

আইএসএলের প্রথম ম্যাচে নামার আগে রবিবার সাংবাদিক সম্মেলন সারলেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ ও দলের অধিনায়ক সামাদ আলি মল্লিক। প্রথমবারের জন্য এই প্রতিযোগিতায় খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা। তবে নিজেদের ঘরের মাঠে নর্থইস্টকেই এগিয়ে রাখছেন চেরনিশভ। তিনি বলছেন “নর্থইস্ট সদ্য ডুরান্ড কাপে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে এবং ট্রফি নিজেদের নামে করেছে। তারা বেশ ভালো ছন্দে রয়েছে।” তবে তিনি নিজেদের দল নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল। বলছেন “আমরাও আই লিগ জিতে আইএসএল খেলতে নামছি। তাই আমরাও চাইবো ঘরের মাঠে জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করতে।”

এছাড়াও প্রাক মরশুম প্রস্তুতি কম পেয়েছে দল। তাছাড়াও দলে চোট সমস্যা রয়েছে। মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কাদিরির চোটও কোচের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। তবে কোচ জানেন ঘরের মাঠে তিনি খেলতে নামছেন, সেখানে তিনি দর্শকদের উপস্থিতি এবং পূর্ণ সমর্থন পাবেন। তাই সব কিছু ভুলে তার লক্ষ্য এখন প্রথম ম্যাচে জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করা।

Continue Reading

Trending