Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ইডেনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রেয়সের বাদ পড়ার কারণ ব্যখ্যা করলেন রোহিত শর্মা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রোহিত শর্মা এবং ইডেন গার্ডেন্সের রোমান্স দীর্ঘদিনের। ক্রিকেটমহলে একটা মিথ রয়েছে যে এই মাঠটা কখনও রোহিতকে খালি হাতে ফেরায়নি। আর সেই ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল ভারত। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানে আটকে রাখতে পেরে যথেষ্টই খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এই ম্যাচে জয়ের পরে রোহিত বলেন,”এই ম্যাচটা জিতে আমরা নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিতে পেরেছি। ওয়েস্ট ইন্ডিজের মত দারুন ব্যাট করতে পারা একটা দলকে ১৫৭ রানে আমাদের বোলাররা যে আটকে রাখতে পেরেছে, সেই কারণে বোলারদের কর্তৃত্ব দিতেই হবে।” যদিও ব্যাটসম্যানদের ভূমিকায় একেবারেই খুশি নন রোহিত। তিনি জানান,”আমি মনে করি ব্যাট হাতে আরও ভাল পারফর্ম করতে পারতাম আমরা।”

এই ম্যাচে সেরার পুরস্কার পান এই ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটানো রবি বিষ্ণোই। তাকে নিয়ে রোহিত বলেন,”বিষ্ণোই প্রতিভাবান, সেটা নিয়ে কোনও প্রশ্নই নেই। ওর মধ্যে আমরা আলাদা কিছু দেখেছিলাম, সেই জন্যই দলে নেওয়া হয়েছে ওকে। যে কোনও সময় বল করতে পারে বিষ্ণোই। আশা করি ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’’

অন্যদিকে বুধবার ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার। তাকে কেন খেলানো হয়নি তার ব্যাখ্যা দিতে গিয়ে রোহিত বলেন,”শ্রেয়সের মত ক্রিকেটার প্রথম একাদশ এর বাইরে রয়েছে, তবে এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। এই দলে এমন একজন মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন যে প্রয়োজনে বলটাও করতে পারবে। শ্রেয়সকে এটা আমরা বলেছি, বিশ্বকাপে আমাদের দলে এমন একজন অলরাউন্ডার প্রয়োজন। ওরা প্রত্যেকেই পেশাদার। জানে দলের কী প্রয়োজন।’’

আন্তর্জাতিক ক্রিকেট

শ্রেয়স আইয়ারকে নিয়ে বিস্ফোরক বিসিসিআই কর্তা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সময়টা মোটেই ভালো যাচ্ছে না শ্রেয়স আইয়ারের। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য শ্রেয়াসের নাম বিবেচনা করেন নি নির্বাচকরা। তবে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল তাঁর কাছে। এবার সেটাও হারালেন শ্রেয়স। চলতি দলীপ ট্রফিতে চার ইনিংসে মাত্র ১০৪ রান এসেছে আইয়ারের ব্যাট থেকে। একদিকে ইংল্যান্ড টেস্টে সারফারাজ খান, ধ্রুব জুড়েলের অনবদ্য পারফরমেন্স, অন্যদিকে বাংলাদেশ সিরিজের দলে ঋষভ পন্থ এবং কেএল রাহুল ফিরে আসায়, টেস্ট ক্রিকেটে আইয়ারের প্রত্যাবর্তন ঘটানো এখন বেশ কঠিন হতে চলেছে।

এই কথাই সরকারিভাবে ঘোষণাও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক বিশেষ আধিকারিক এদিন জানান, “এই মুহূর্তের টেস্ট দলে আইয়ারের কোন জায়গা নেই। কার পরিবর্ত হিসেবে নেওয়া হবে ওকে? সর্বোপরি রবিবার দলীপ ট্রফিতে ওর শট নির্বাচন মোটেই আশানুরূপ ছিল না। ক্রিজে বেশ কিছুটা সময় কাটানোর পরেও ভুল শট কি করে ও খেলল তা জানি না।” এখন ঘরোয়া ক্রিকেট খেললেও, আসন্ন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজও তাঁর জন্য বিশেষ কোন সুখবর নিয়ে আসবে না, এমনটাই মনে করছেন বিসিসিআইয়ের আরেক অধিকর্তা। তবে জাতীয় দলে ফের জায়গা পাওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করা ছাড়া এই মুহূর্তে আর কোন রাস্তা খোলা নেই শ্রেয়স আইয়ারের সামনে এ কথা স্পষ্ট।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: বাংলাদেশকে কড়া জবাব রোহিতের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়বে বেশ কয়েকগুণ একথা ক্রিকেট দুনিয়ায় নতুন নয়। তবে মাঠের বাইরের সম্পর্ক যতই ভালো হোক না কেন মাঠের মধ্যে যে ভারতীয় ক্রিকেটারদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্ক আদায় কাঁচকলায় তার আরও একবার প্রমাণ মিলল রোহিত শর্মার সাংবাদিক সম্মেলনে।

আগামী ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে সেখানেই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগেই ভারতকে যে নিশানা করছে সেই বিষয়ে তাঁর কী মনে হয়? আর এর প্রশ্নের উত্তর বেশ মজার ছলে জবাব দেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “ক্রিকেটে আমরা এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি যেখানে ভারতকে হারাতে পারা অনেক দলেরই স্বপ্ন। আর স্বপ্ন দেখা এবং উপভোগ করা ভালো। ওদেরকে মজা করতে দিন। আমার মনে হয় না ওদের কোনওরকম মন্তব্য নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আছে। বরং নিজেদের খেলা নিয়ে আরও বেশি সচেতন হলে ফলাফল ভালো হবে।” বাংলাদেশ ক্রিকেটারদের বিতর্কিত মন্তব্য নিয়েও খুব একটা চিন্তিত নন ভারতের অধিনায়ক। “দেখুন, ক্রিকেটটা মাঠে খেলা হয়। আর তার নির্দিষ্ট সময় থাকে। আমরা যখন মাঠে নামি আমাদের একটাই লক্ষ্য থাকে ম্যাচ জেতা। এর বাইরে অন্য কোনও কথা আমাদের মাথায় ঘুরপাক খায় না।” এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এখনই কোনরকম বিতর্কে জড়াতে চাইছেন না ভারতীয় অধিনায়ক। বরং মাঠের জবাব মাঠেই দিতে প্রস্তুত তিনি।

প্রসঙ্গত দীর্ঘ দিনের বিরতির পর আবার মাঠে নামতে চলেছে ভারতীয় টেস্ট দল। এর আগে শেষবার এই বছরেরই মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় টেস্ট খেলেছিলেন রোহিতরা। তবে এই বিরতি তাঁদের পারফরমেন্সে কোনোভাবেই ছাপ ফেলবে না সেই বিষয়ে যথেষ্ট নিশ্চিত ভারত অধিনায়ক। বরং তিনি বিশ্বাস করেন দলীপ ট্রফি খেলে অনেক বেশি মজবুত হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এখন দেখার ভারত বনাম বাংলাদেশ সিরিজে শেষ হাসি কে হাসে!

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

অনুশীলনে বিরাটের ছয়ে ভাঙল চিপকের দেওয়াল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু ভারত ও বাংলাদেশ প্রথম টেস্ট। ইতিমধ্যেই চিপকে শেষ তিন দিন ধরে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। রবিবার সেই অনুশীলনেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট করতে দেখা গেল ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিকে। লম্বা লম্বা ছয় মারলেন তিনি। সেই ছয়েই ভাঙল গ্যালারির দেওয়াল।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজের জন্য দলের সঙ্গে জোরকদমে অনুশীলনে করছেন বিরাট কোহলি। জিও সিনেমায় প্রকাশিত ভারতীয় দলের অনুশীলন ভিডিওয় দেখা যাচ্ছে, ৩৫ বছর বয়সী বিরাট নেটে ব্যাটিং করছেন বিধ্বংসী মেজাজে। কোহলির হাঁকানো ছয়ে চিপকের দেওয়াল ভাঙার মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। অনুশীলনের এক ফাঁকে টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা যায় বিরাটকে।

এখনও অবধি চিপকে ৪টি টেস্ট খেলেছেন বিরাট। ৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৬৭ রান। চেন্নাইতে ১টি শতরান, ২টি অর্ধশতরানও রয়েছে তাঁর নামে। ২০১৩ সালে শেষ চিপকে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ১১ বছরের খরা কাটিয়ে চিপকে শতরানের জন্য কতটা মরিয়া বিরাট, তা বোঝাই যাচ্ছে অনুশীলনে তাঁর ব্যাটিং দেখে।

Continue Reading

Trending