Connect with us

‘বিরাট’ সেঞ্চুরিতে আইসিসি তালিকায় রদবদল

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তান ম্যাচে কোহলির শতরান আরও একবার পাল্টে দিল আইসিসির ক্রমতালিকা। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নেমে কেরিয়ারের ৫১তম ওডিআই শতরানটি করেন বিরাট। আর এই সেঞ্চুরি তাঁকে এনে দিল আইসিসি তালিকায় পঞ্চম স্থান।

আইসিসির ওডিআই তালিকায় ভারতের তিনজন ব্যাটার প্রথম পাঁচের মধ্যে জায়গা পেয়েছেন। শুভমন গিল যেখানে রয়েছেন শীর্ষস্থানে, সেখানেই তিন নম্বরে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁদেরকে এই স্থান ধরে রাখতে সাহায্য করছে তা বলাই বাহুল্য। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরম্যান্স ভাল না হলেও দ্বিতীয় স্থানেই রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তবে আশ্চর্যের বিষয় হল প্রথম দশের মধ্যে একমাত্র জায়গা পরিবর্তন করে এগিয়েছেন কিন্তু বিরাট কোহলি। ষষ্ঠ স্থান থেকে এক স্থান এগিয়ে আপাতত পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন তিনি। অন্যদিকে দুটি ধাপ এগিয়ে ১৫ নম্বরে স্থান পেয়েছেন ভারতের কেএল রাহুল।

ওডিআই বোলিং তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শ্রীলঙ্কার মাহিশ থিক্সানা। অন্যদিকে দ্বিতীয় স্থানে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন আফগানিস্তানে রশিদ খান। প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি শ্রীলঙ্কা। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের জন্য অংশ নিতে চলেছে আফগানিস্তান। এখন দেখার এই প্রতিযোগিতার পারফরম্যান্স আইসিসির বোলিং তালিকায় কতটা প্রভাব বিস্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা