Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

শ্রেয়স আইয়ারকে নিয়ে বিস্ফোরক বিসিসিআই কর্তা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সময়টা মোটেই ভালো যাচ্ছে না শ্রেয়স আইয়ারের। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য শ্রেয়াসের নাম বিবেচনা করেন নি নির্বাচকরা। তবে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল তাঁর কাছে। এবার সেটাও হারালেন শ্রেয়স। চলতি দলীপ ট্রফিতে চার ইনিংসে মাত্র ১০৪ রান এসেছে আইয়ারের ব্যাট থেকে। একদিকে ইংল্যান্ড টেস্টে সারফারাজ খান, ধ্রুব জুড়েলের অনবদ্য পারফরমেন্স, অন্যদিকে বাংলাদেশ সিরিজের দলে ঋষভ পন্থ এবং কেএল রাহুল ফিরে আসায়, টেস্ট ক্রিকেটে আইয়ারের প্রত্যাবর্তন ঘটানো এখন বেশ কঠিন হতে চলেছে।

এই কথাই সরকারিভাবে ঘোষণাও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক বিশেষ আধিকারিক এদিন জানান, “এই মুহূর্তের টেস্ট দলে আইয়ারের কোন জায়গা নেই। কার পরিবর্ত হিসেবে নেওয়া হবে ওকে? সর্বোপরি রবিবার দলীপ ট্রফিতে ওর শট নির্বাচন মোটেই আশানুরূপ ছিল না। ক্রিজে বেশ কিছুটা সময় কাটানোর পরেও ভুল শট কি করে ও খেলল তা জানি না।” এখন ঘরোয়া ক্রিকেট খেললেও, আসন্ন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজও তাঁর জন্য বিশেষ কোন সুখবর নিয়ে আসবে না, এমনটাই মনে করছেন বিসিসিআইয়ের আরেক অধিকর্তা। তবে জাতীয় দলে ফের জায়গা পাওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করা ছাড়া এই মুহূর্তে আর কোন রাস্তা খোলা নেই শ্রেয়স আইয়ারের সামনে এ কথা স্পষ্ট।

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: ফিরতে চলেছেন শামি? বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

সৌরভ রায়, পার্থ: আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে পার্থে, যেখানে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতির কারণে প্রথম টেস্টে তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর এবার সেই বুমরাহর মুখেই শোনা গেল এক নতুন চমকের কথা। স্পষ্ট করে কিছু না জানালেও ইঙ্গিত দিলেন দলে তাঁরই এক সতীর্থের ফেরার। তিনি আর কেউ নন, মহম্মদ শামি।

গত বছর ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন শামি। কিন্তু গোড়ালির চোটের কারণে তাকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে হয় তাঁকে। প্রায় দীর্ঘ এক বছরের এই বিরতিতে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরের এনসিএ’তে রিহ্যাবিলিটেশন শুরু করেন শামি। আর তারপরেই বাংলার হয়ে রঞ্জিতে কামব্যাক করতে দেখা যায় তাঁকে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত খেলে সাত উইকেট তুলে নিয়ে নিজের দলকে পৌঁছে দেন জয়ের দোরগোড়ায়। এদিন সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন, “শামি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট ওর ওপর নজর রাখছে। সব ঠিক থাকলে হয়তো ওকে দেখাও যেতে পারে এখানে।” কানাঘুষো শোনা যাচ্ছিল যে বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই শামিকে নিয়ে আসা হতে পারে অস্ট্রেলিয়ায়। এবার বুমরাহর কথায় আরও বেশ কিছুটা জোরালো হল সেই জল্পনা।

প্রসঙ্গত নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক টেস্ট সিরিজ হারের কোনরকম প্রভাব পড়বে না দলে, এমনটাই জানান অধিনায়ক বুমরাহ। শূন্য থেকে নতুন করে শুরু করাই এখন ভারতের লক্ষ্য বলেন তিনি।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: সহকারী কোচ ছাড়াই প্রথম টেস্টে নামবে অস্ট্রেলিয়া? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে দুবার অজি ভূমিতে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে ভারত। তবে ঘরের মাঠে তৃতীয়বার সেই হার আটকাতে মরিয়া অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। পার্থ টেস্টে ডাগআউটে সহকারী কোচ ড্যানিয়েল ভেটোরিকে ছাড়াই খেলতে নামতে হবে প্যাট কামিন্সদের। শোনা যাচ্ছে আইপিএল নিলামের জন্য ওই সময়ে সৌদি আরবে থাকবেন তিনি।

পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ শুরু হতে চলেছে আগামী শুক্রবার থেকে। প্রথম টেস্ট আয়োজিত হবে পার্থে। তবে সেই সময় অর্থাৎ আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবে বসতে চলেছে আসন্ন আইপিএলের মহা নিলাম। আইপিএলে হায়দ্রাবাদ দলের হেড কোচ এই ড্যানিয়েল ভেটোরি। যার ফলে সেই সময় নিলামের টেবিলে উপস্থিত থাকার কারণে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ডাগআউটে দেখা যাবেনা তাঁকে। যদিও এই বিষয়ে অজি ক্রিকেট বোর্ডের সমর্থন পেয়েছেন ভেটোরি। শুধু অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্বই নয়, তার পাশাপাশি আরও দুটি ফ্র্যাঞ্চাইজি দলেরও কোচিং করান ভেটোরি। তবে যা খবর তাতে হয়ত প্রথম টেস্টের দুদিন দলের সঙ্গে থেকে তারপর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এই বিষয়ে অস্ট্রেলিয়া দলের মুখপাত্র জানিয়েছেন, “নিলাম শেষ হওয়ার পর পুর বর্ডার-গাভাস্কার সিরিজে দলের সঙ্গেই থাকবেন ভেটোরি”।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: পিচ দেখেই আতঙ্কিত কোহলি? বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

অনুশীলনের ফাঁকে গম্ভীরের সঙ্গে আলোচনায় বিরাট। ছবি: সৌরভ রায়


সৌরভ রায়, পার্থ: ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া-ভারত বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ। তার আগে অপ্টাস স্টেডিয়ামের পিচের ছবি প্রকাশ্যে আসতেই তাকে ঘিরে তৈরি হয়েছে ভয়ের আবহ। পার্থের পিচের যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে পিচ জুড়ে রয়েছে বড় বড় ঘাস। আর সেই ঘাসে বারবার জল দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি ঘাস শুকিয়ে না যায়। এর থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে পেস বাউন্স বা সিম, তিন ক্ষেত্রেই বেশ সুবিধা পেতে চলেছেন বোলাররা। কিন্তু উল্টোদিকে ব্যাটারদের কাছে তা মোটেই তা সুখবর নয়।

যদিও অনেক আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল এই বিষয়টি। পার্থ বরাবরই বিখ্যাত তার গতিশীল পিচের কারণে। যদিও তার কৃতিত্ব পুরনো ওয়াকা স্টেডিয়ামের প্রাপ্য, তবে অপ্টাসের পিচ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে পার্থের নতুন স্টেডিয়ামও সেই ঐতিহ্য বজায় রেখেছে। ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে কোন টেস্ট ম্যাচ হয়নি এই স্টেডিয়ামে, ফলে এটা হতে চলেছে ভারতের কাছে একদম নতুন একটা চ্যালেঞ্জ। অন্যদিকে তিন বছর আগে ভারতের কাছে হারার পর থেকে অস্ট্রেলিয়া বেশ কিছু পরিবর্তন এনেছে পিচে। মূলত পিচে ঘাস রেখে ফাস্ট বোলারদের বেশ কিছুটা সুবিধে দেওয়ার চেষ্টা করছে তারা। তাই একদিকে যেটা বিরাট কোহলি, যশস্বী জসওয়ালদের কাছে দুঃস্বপ্ন, অন্যদিকে সেটাই আবার নতুন সুযোগ হয়ে আসতে পারে বুমরাহদের কাছে।

Continue Reading

Trending