Connect with us

ক্রিকেট

ভারতের টি-টোয়েন্টি সিরিজ জয়

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শনিবার হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি ১০ উইকেটে জিতে সিরিজ জিতল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতল শুভমন গিল ব্রিগেড। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে সিকান্দার রাজার দল। জবাবে ভারত বিনা উইকেটে ১৫.২ ওভারে ১৫৬ রানে তুলে নিয়ে সহজেই ম্যাচের সাথে সিরিজও জিতে নেয়।

জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন ভারতীয় দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুভমন গিল। ব্যাট হাতে রীতিমতো তান্ডব চালান যশস্বী। পাওয়ার প্লে’তে প্রথম ছয় ওভারেই বিনা উইকেটে ৬১ রান তুলে ফেলে ভারত। বহু চেষ্টা করেও যশস্বীর বিধ্বংসী ব্যাটিং থামাতে পারেননি জিম্বাবোয়ের বোলাররা। দুই ওপেনারই সহজেই নিজেদের অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত যশস্বী ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন। এই সময়ে ১৩টি চার এবং দুটি বিশাল ছয় মারেন ভারতীয় দলের এই ওপেনার। অন্যদিকে শুভমন ব্যাটিংয়ের সময় একটা দিক আগলে রাখেন। তিনি ৩৯ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন।

প্রসঙ্গত এর আগে টস জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরুর দিকে অবশ্য ভারতীয় বোলাররা বেশ মার খান। এই সময়ে প্রথম আট ওভারে একটিও উইকেট হারায়নি জিম্বাবোয়ে। তাদিওয়ানাসি মারুমনিকে ৩১ রান করে আউট হন। এছাড়া ওয়েসলি মাধেভারেকে ২৫ রানের ইনিংস খেলেন। এরপরে অধিনায়ক রাজা ছাড়া কেউ আর ভারতীয় বোলারদের বিরুদ্ধে টিকতে পারেননি। রাজা ২৮ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এদিন ভারতের হয়ে অভিষেক ঘটে তুষারের। তবে শুরুটা খুব একটা ভালো হল না তাঁর। তিন ওভার বল করে ৩০ রান দিয়ে মাত্র একটি উইকেট পান তিনি। এছাড়া খলিল ২টি; শিবম দুবে, অভিষেক শর্মা এবং ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পান।

ক্রিকেট

“আমরা প্রস্তুত” : প্যাট কামিন্স

Published

on

সৌরভ রায়, পার্থ: গত দশকে একবারও বর্ডার গাভাস্কার ট্রফি জেতেনি অস্ট্রেলিয়া। শেষ ২০১৪-১৫ সালে এই প্রতিযোগিতায় ভারতকে হারিয়েছিল তারা। আগামী ২২ শে নভেম্বর শুক্রবার থেকেই শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি। আর এই প্রথমবার পাঁচ ম্যাচের সিরিজ হতে চলেছে দুই দেশের মধ্যে। ভারতের মুখোমুখি হওয়ার আগে এবার নিজেদের প্রস্তুতি নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

সাংবাদিক সম্মেলনে এদিন কামিন্স বলেন, “ঘরের মাঠে খেললে বাড়তি চাপ থাকেই। ভারত শক্তিশালী দল। তাই লড়াইটা ভালোই জমবে। বর্ডার গাভাস্কার ট্রফি জিততে পারা নিঃসন্দেহে দারুন খুশির খবর হবে। তবে আবারও বলছি ভারতকে হাল্কা ছলে নেওয়া যাবে না। ওরা শক্তিশালী দল, যদিও আমরাও ওদের মোকাবিলা করতে প্রস্তুত।”

প্রসঙ্গত বহু দশকের মধ্যে বোধহয় প্রথমবার দুই দলেরই অধিনায়কত্ব করতে চলেছেন দুই পেস বোলার। একদিকে যেমন অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করবেন প্যাট কামিন্স, অন্যদিকে তেমনি রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম টেস্টে অধিনায়ক হচ্ছেন যশপ্রীত বুমরাহ। দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে ফের যোগ দিতে চলেছেন রোহিত শর্মা।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: ফিরতে চলেছেন শামি? বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

সৌরভ রায়, পার্থ: আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে পার্থে, যেখানে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতির কারণে প্রথম টেস্টে তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর এবার সেই বুমরাহর মুখেই শোনা গেল এক নতুন চমকের কথা। স্পষ্ট করে কিছু না জানালেও ইঙ্গিত দিলেন দলে তাঁরই এক সতীর্থের ফেরার। তিনি আর কেউ নন, মহম্মদ শামি।

গত বছর ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন শামি। কিন্তু গোড়ালির চোটের কারণে তাকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে হয় তাঁকে। প্রায় দীর্ঘ এক বছরের এই বিরতিতে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরের এনসিএ’তে রিহ্যাবিলিটেশন শুরু করেন শামি। আর তারপরেই বাংলার হয়ে রঞ্জিতে কামব্যাক করতে দেখা যায় তাঁকে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত খেলে সাত উইকেট তুলে নিয়ে নিজের দলকে পৌঁছে দেন জয়ের দোরগোড়ায়। এদিন সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন, “শামি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট ওর ওপর নজর রাখছে। সব ঠিক থাকলে হয়তো ওকে দেখাও যেতে পারে এখানে।” কানাঘুষো শোনা যাচ্ছিল যে বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই শামিকে নিয়ে আসা হতে পারে অস্ট্রেলিয়ায়। এবার বুমরাহর কথায় আরও বেশ কিছুটা জোরালো হল সেই জল্পনা।

প্রসঙ্গত নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক টেস্ট সিরিজ হারের কোনরকম প্রভাব পড়বে না দলে, এমনটাই জানান অধিনায়ক বুমরাহ। শূন্য থেকে নতুন করে শুরু করাই এখন ভারতের লক্ষ্য বলেন তিনি।

Continue Reading

ক্রিকেট

AUS vs IND: কোহলিকে ওপেন চ্যালেঞ্জ লিয়নের, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সম্প্রতি ঘরের মাঠেও স্পিনের সামনে বেশ নাস্তানাবুদ হয়েছিলেন তিনি। আর আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে এই সুযোগকেই কাজে লাগাতে চাইছেন নাথান লিয়ন। এই প্রতিযোগিতায় বিরাট কোহলির উইকেট তুলে নেওয়াই যে তার লক্ষ্য একথা সরাসরি জানালেন অস্ট্রেলিয়ার তারকা।

প্রসঙ্গত গত শতাব্দীতে বর্ডার গাভাস্কার ট্রফি জেতেনি অস্ট্রেলিয়া। শেষবার তারা জিতেছিল ২০১৪-১৫ সালে। এরপর ২০১৬-১৭, ২০১৮-১৯ বিরাট কোহলি, ২০২১ অজিঙ্ক রাহানে এবং ২০২৩ রোহিত শর্মার ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। হারের এই খরা কাটিয়ে ওঠার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন বিরাট কোহলীকে যত তাড়াতাড়ি সম্ভব প্যাভেলিয়ানে ফেরানো। আর সেই গুরুদায়িত্ব নিজের উপর তুলে নিয়েছেন লিয়ন যিনি ২০১৪-১৫ সালে ভারতকে হারানো অস্ট্রেলিয়া স্কোয়াডের সদস্য ছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে ভালইবাসেন বিরাট কোহলি। ২৫ টি টেস্ট ম্যাচে গড় ৪৭.৪৮ নিয়ে তার মোট রান ২০৪২, যার মধ্যে মোট আটটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরিও রয়েছে। তবে সম্প্রতি নিজের চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না বিরাট কোহলিকে। আর সেই সুযোগকে কাজে লাগানোর প্রসঙ্গে অস্ট্রেলিয়া তারকা নাথান লিয়ন বলেন, “একবার শুধু ওর রেকর্ডের দিকে তাকানো যাক। খারাপ সময় গেলেও চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নই থাকে। ওর জন্য আমার মনে গভীর শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই। আমি চাই ওর উইকেট তুলে নিতে এবং সেটা লুকোনোর কিছু নেই, কিন্তু বিষয়টা বেশ চ্যালেঞ্জিং। কোহলি আর স্মিথি (স্টিভ স্মিথ) এই গোটা দশকের সেরা দুই ব্যাটার। আর তাই ওর বিরুদ্ধে মাঠে নামতে পারা আমার কাছে খুবই গর্বের বিষয়।” নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের আত্মবিশ্বাসে কিছুটা দাগ পড়লেও, এখনো যে কোনো দলকে ভারত হারানোর ক্ষমতা রাখে এমনটাই বিশ্বাস করেন লিয়ন। “ভারত সবসময়ই মারাত্মক। ওদের দলে প্রায় সবাই সুপারস্টার। একদিকে যেমন দলে রয়েছে অভিজ্ঞতা অন্যদিকে সেরকমই রয়েছে তারুণ্য। যদিও নিউজিল্যান্ড ম্যাচ দেখে আমি বেশ উত্তেজনা অনুভব করেছি তবুও আশা করব ভারত নিজের সেরাটাই দেবে। গত কয়েক বছর ধরে যে চেনা ভারতের মুখোমুখি হয়েছি আমরা সেই ভারতকেই দেখার প্রত্যাশায় রয়েছি” বলেন লিয়ন। আগামী ২২শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি।

Continue Reading

Trending