Uncategorized

বিচ্ছেদে শিলমোহর, আলাদা হলেন চাহল-ধনশ্রী

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বহুদিন ধরেই তাদের বিচ্ছেদের খবর নিয়ে চলছিল নানা জল্পনা। এবার সেই জল্পনাতেই শিলমোহর পড়তে চলেছে। অবশেষে সরকারিভাবে আলাদা হতে চলেছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহল এবং তার স্ত্রী ধনশ্রী বর্মা।

দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট চোখে পড়েছিল সকলের। যা থেকে অনেকেই অনুমান করেছিলেন হয়তো আলাদা পথে হাঁটছেন চাহল এবং ধনশ্রী। তবে দুজনের কেউই কখনো মুখ খোলেননি এই প্রসঙ্গে। তবে সূত্রের খবর বৃহস্পতিবার উভয় পক্ষের উপস্থিতিতে বান্দ্রা কোর্টে সমস্ত সরকারি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আরো জানা গেছে কোর্টের জাজ তাদের আদেশ দিয়েছিলেন কাউন্সিলিং করানোর এবং দীর্ঘ ৪৫ মিনিট কাউন্সিলর এর সাথে কথা বলার পর তারা দুজনেই ঐক্যমতে বিচ্ছেদ চেয়েছেন। জানা গেছে গত দেড় বছর ধরে আলাদা থাকছিলেন দুজনে এবং বিচ্ছেদের কারণ হিসেবে পারস্পরিক আদর্শের পার্থক্যকেই প্রধান হিসেবে দেখানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটের সময় সরকারিভাবে এই সিদ্ধান্তে শিলমোহর পরে।

প্রসঙ্গত এদিনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন চাহল যেখানে তিনি লেখেন, “আমার অজান্তেই ভগবান আমাকে এতবার বাঁচিয়েছেন যে আমি গুনে শেষ করতে পারব না। তিনি আমাকে আগাগোড়া রক্ষা করে এসেছেন। ধন্যবাদ ভগবানকে আমার পাশে থাকার জন্য।” অন্যদিকে ধনশ্রীও নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, যেখানে লেখা ছিল “ফ্রম স্ট্রেসড টু ব্লেসড। ভাবতে অবাক লাগে না যে ভগবান কিভাবে আমাদের চিন্তাগুলোকে আশীর্বাদে পাল্টে দেন? কোন বিষয়ে চিন্তিত থাকলে জানবেন তার সমাধান রয়েছে। আপনি অযথা সেই বিষয় নিয়ে মাথা ঘামাতে পারেন অথবা ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারেন। আর ভগবান যা করেন তা সব সময় মঙ্গলের জন্যই করেন।” যদিও দুজনের লেখাতেই বিচ্ছেদের কথা নেই তবে দুজনেই যে নিজেদের সিদ্ধান্ত সম্পর্কে অনড় তা স্পষ্ট বোঝা গেছে এই লেখা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version