Uncategorized
কলকাতা নিউরো সায়েন্সের আয়োজনে হুইল চেয়ার ম্যারাথন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রতিবছরের মত এবছরেও ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা আয়োজন করেছিল এক বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার। ২০২২ সাল থেকে তারাই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রতিবছর আয়োজন করা হয় এই হুইলচেয়ার ম্যারাথন প্রতিযোগিতা।
এটা শুধু একটা প্রতিযোগিতা নয়, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মানসিকভাবে উজ্জীবিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গত ১৬ ই মার্চ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হলো এই বিশেষ প্রতিযোগিতাটি। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিখ্যাত ক্রিকেটার শ্রী লক্ষ্মীরতন শুক্লা। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন ফুটবলার শেখ সাহিল এবং রবি হাঁসদা। এই বিশেষ প্রতিযোগিতার নামকরণ করা হয়েছিল যুগলবন্দী ২.০।