Uncategorized
ফেডারেশনের গাফিলতিতে ক্ষুব্ধ মোহনবাগান, আনোয়ার বিতর্কে এবার ফিফার দ্বারস্থ সবুজ-মেরুন শিবির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আনোয়ার আলি ইস্যুতে ভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার ফিফাকে ছয় পাতার একটি বিস্তারিত চিঠি পাঠিয়ে দলের ম্যানেজমেন্ট জানিয়ে দিল—ফেডারেশনের গাফিলতিতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপই এখন জরুরি।
গতবছর আগস্ট থেকে আনোয়ারকে ঘিরে ইস্টবেঙ্গল-মোহনবাগানের দ্বন্দ্ব চলছেই। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দেওয়ার পর মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলি। পাঁচ বছরের চুক্তিতে তিনি লাল-হলুদ শিবিরে সই করেন এবং আইএসএল-এও খেলেছেন। তবে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মোহনবাগান আইনি লড়াই চালিয়ে যায়।
শুক্রবার ফেডারেশনের কাছে আনোয়ার সংক্রান্ত আইনি অবস্থার হালহকিকত জানতে চায় সবুজ-মেরুন কর্তৃপক্ষ। কিন্তু কোনও স্পষ্ট উত্তর না দিয়ে এআইএফএফ জানায়, যে অ্যাপিল কমিটি বিষয়টি দেখছিল, তার একজন সদস্য পদত্যাগ করায় পুরো কমিটির অস্তিত্বই নেই। নতুন করে কমিটি গঠনে সময় লাগবে—এই কথা জানার পরই ক্ষোভে ফেটে পড়ে মোহনবাগান।
ইতিমধ্যেই আইএসএল আয়োজন নিয়েও সমস্যায় পড়েছে এআইএফএফ। কোনও বিড জমা না পড়া এবং এখনও পর্যন্ত সংবিধান তৈরি না হওয়ায় প্রশাসনিক অস্থিরতা বাড়ছে। ফেডারেশনের দাবি—আনোয়ার বিতর্ক মেটাতেও আরও সময় লাগবে। আর সেই ‘সময়ক্ষেপণ’-ই মেনে নিতে পারেনি মোহনবাগান।
ফিফাকে পাঠানো চিঠিতে ক্লাবের দাবি, ফেডারেশনের উদাসীনতার ফলে তাদের মর্যাদা এবং প্রতিযোগিতামূলক প্রস্তুতি—উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ন্যায্য বিচার পাওয়ার আশায় আন্তর্জাতিক ফুটবল সংস্থার শরণাপন্ন হয়েছে তারা।
প্রায় এক বছর ধরে চলা আনোয়ার আলি বিতর্কের কোনও সুরাহা এখনও না মিললেও, মোহনবাগানের এই নতুন পদক্ষেপে পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে ভারতীয় ফুটবল মহল।
