Uncategorized
কাটেনি আইএসএল জট, চাপের মুখে ফেডারেশন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অনেকেই আশা করেছিলেন হয়তো নতুন বছরের শুরুতে কেটে যাবে আইএসএল জট। কিন্তু ভারতের প্রধান ফুটবল লিগের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আদৌ সেই জট কবে কাটবে সেই বিষয়েও পাকাপাকিভাবে কিছুই জানা যাচ্ছে না। মূলত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে কিছুতেই একমত হতে পারছে না ক্লাবগুলি। আর তাই এআইএফএফ এর দেওয়া প্রস্তাব মানতে রাজি হয়নি তারা। পাল্টা বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে ক্লাবদের পক্ষ থেকে। জানানো হয়েছে সেই শর্তগুলি মানা হলে তবেই ফেডারেশনের প্রস্তাব মেনে নেবে তারা।
বৃহস্পতিবার স্পোর্টিং ক্লাব দিল্লির সিইও ধ্রুব সুদ জামশেদপুর বাদে আইএসএল খেলা বাকি ১৩ টি ক্লাবের হয়ে একটি চিঠি পাঠিয়েছেন ফেডারেশনকে। সেই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে কমার্শিয়াল পার্টনার ঠিক না হলে অতিরিক্ত ফি দিয়ে আইএসএল খেলবে না ক্লাবগুলি। এই বিষয়ে আলোচনার জন্য আগামী ৩ রা জানুয়ারি আবার বৈঠকে বসতেও রাজি হয়েছে তারা। অন্যদিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল আইএসএল হবেই। ফলে এই পরিস্থিতিতে ফেডারেশনের উপর চাপ বাড়ছে। অন্যদিকে কেরল ব্লাস্টার্স মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসির মত বড় ক্লাবগুলি আদৌ আইএসএল খেলতে চায় কি না সেই বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
তবে আইএসএল আয়োজন করার জন্য যা মূলত বাঁধা হয়ে দাঁড়াচ্ছে তা হল পর্যাপ্ত পরিমাণ টাকার অভাব। যেহেতু কমার্শিয়াল পার্টনার পাওয়া যায়নি এবং সম্প্রচারকারী সংস্থা কে হতে চলেছে তাও চূড়ান্ত হয়নি, এই পরিস্থিতিতে লিগ আয়োজন করতে ক্লাবগুলিকে অতিরিক্ত ৬ থেকে ৭ কোটি টাকা দিতে হবে। কিন্তু ক্লাবগুলি এই অতিরিক্ত অর্থভার বহন করতে রাজি নয়। সেক্ষেত্রে ফেডারেশনকে পাল্টা চিঠি দিয়ে ফেডারেশনের সামনে শর্ত রাখার কারণে বেশ কিছুটা চাপের মুখে পড়েছে এআইএফএফ তা বলাই বাহুল্য।
