Uncategorized

ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও এক ধাপ নামল ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় পুরুষ ফুটবল দলের বিগত কিছু ম্যাচের পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। হেড কোচ হিসেবে ভারতীয় ফুটবলে দীর্ঘদিন কাজ করা স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজকে দায়িত্ব দেওয়ার পরেও, একের পর এক ব্যর্থতাই সঙ্গী হয়েছিল ভারতের। ফিফা র‍্যাঙ্কিংয়েও দিনের পর দিন পিছিয়ে শেষ পর্যন্ত ১৩৩ নম্বর স্থানে গিয়ে ঠেকছিল ভারত। তবে মানোলো জামানা শেষ হওয়ার পর, দীর্ঘদিন বাদে আবারও কোনও ভারতীয় কোচকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই দায়িত্ব তারা তুলে দিয়েছিলেন অভিজ্ঞ খালিদ জামিলের হাতে। ভারতীয় ফুটবল সার্কিটে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করেছেন খালিদ। ইস্টবেঙ্গলেও একটা সময় কোচিং করিয়েছিলেন তিনি। এছাড়াও দেশের সর্বোচ্চ লিগ আইএসএলেও নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসিকে কোচিং করিয়ে অনেক সাফল্য এনে দিয়েছেন খালিদ। ফলে ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব নেওয়ার পর, খালিদের দিকে নজর ছিল অনেকেরই। তার কোচিংয়েই প্রথমবারের জন্য কাফা নেশন কাপে খেলতে নেমেছিল ভারত। হাতে সীমিত ফুটবলারদের নিয়েই, প্রতিযোগিতার তৃতীয় স্থান অর্জন করেছে ভারত। যেহেতু ফিফা উইন্ডোর আওতায় পড়েনা এই প্রতিযোগীতা, তাই এই প্রতিযোগিতায় ভাল পারফর্ম করার পরেও, ফিফা র‍্যাঙ্কিংয়েও কোনরকম উন্নতির আশা ছিলনা ভারতীয় ফুটবল প্রেমীদের। কিন্তু র‍্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও হঠাৎই অবনতি হলে ভারতের। বৃহস্পতিবার ফিফার র‍্যাঙ্কিংয়ে আরও এক ধাপ নেমে ১৩৪তম স্থানে চলে গেল ভারতীয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version