অন্যান্য খেলা
করোনা মুক্ত হয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পৌঁছলেন রাফায়েল নাদাল…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: করোনার থেকে সেরে উঠেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে পৌঁছে গেলেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। স্পেনের ৩৫ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় এই গ্র্যান্ড স্ল্যাম জিতেছে মাত্র একবার। ২০০৯ সালে।
শুক্রবার মেলবোর্ন পার্কের ফাঁকা কোর্টে দাঁড়িয়ে নিজের একটি ছবি পোস্ট করে নাদাল লেখেন,”কাউকে বলবেন না…আমি এখানে।’’
এর আগে সম্প্রতি আবু ধাবিতে একটি টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন নাদাল। সেখান থেকে স্পেনে ফিরে করোনা আক্রান্ত হন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড়। তিনি বলেন,”ওই কঠিন সময়ে আমায় বেশ অস্বস্তিকর মুহূর্ত কাটাতে হয়েছে।” আবুধাবির সেই প্রতিযোগিতায় অংশ নেওয়া অনেক খেলোয়াড়ই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে নামী খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় রাশিয়ার আন্দ্রে রুবলেভ। মহিলাদের অলিম্পিক্স চ্যাম্পিয়ন বেলিন্দা বেনচিচ এবং যুক্তরাষ্ট্র ওপেনে চ্যাম্পিয়ন এমা রাদুকানু।
অন্যান্য খেলা
চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার অলিম্পিক আয়োজন নিয়েও চলছে ভারত-পাক দ্বন্দ্ব। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিতর্ক রয়েছেই। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবেননা তারা। সেই বিষয়ে সরকারিভাবে আইসিসিকে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিসিআই। এছাড়াও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহারের পদক্ষেপও নিতে পারে বলে শোনা যাচ্ছে। এবারে এই বিতর্কের রেশ পড়ছে ক্রিকেটের বাইরেও। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য আনুষ্ঠানিক বিড করতে চলেছে ভারত। এবারে পাকিস্তান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সেই প্রচেষ্টার বিরোধীরা করতে পারে পাকিস্তানও।
অপরদিকে কোনও ক্রীড়াপ্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চায় না পাকিস্তান। এদিকে আসন্ন ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে ভারত। ইতিমধ্যে সেই আয়োজনের কাজও শুরু হয়ে গিয়েছে ভারতের মাটিতে। তবে পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি যে, ভারতের মাটিতে অলিম্পিক আয়োজন করা নিয়ে বিরোধিতা করে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে আবেদনও করতে পারে পাকিস্তান। যার ফলে অলিম্পিক আয়োজনের জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভারতকে। এছাড়াও অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, এবং সৌদি আরবও।
অন্যান্য খেলা
হকিকে বিদায় জানালেন রানি রামপাল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবসর ঘোষণা করলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল। মাত্র ১৪ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক ঘটে রানির। তারপর দেশের হয়ে ২৫০টি হকি ম্যাচ খেলে, ১০০টি গোল করেছেন তিনি। এছাড়াও অলিম্পিকের মঞ্চে ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
টোকিও অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করেছিল ভারতের মহিলা হকি দল। সেই দলের অধিনায়ক ছিলেন রানি। মাত্র ১৫ বছর বয়সেই রানি অংশগ্রহণ করেছিলেন ২০১০ হকি বিশ্বকাপে এবং সেখানে সাতটি গোলও করেছিলেন তিনি। যার ফলে নবম স্থান অর্জন করেছিল ভারতীয় মহিলা হকি দল। ১৯৭৮ সালের পর, সেইবারে বিশ্বকাপের মঞ্চে সব থেকে ভাল প্রদর্শন ছিল ভারতের।
১৬ বছরের দীর্ঘ কেরিয়ারে, তিনি হয়ে উঠেছিলেন হকির জগতের কিংবদন্তি খেলোয়াড়। তবে ২৯ বছর বয়সেই, অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন রানি। এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি জানিয়েছেন, “আমি কখনও ভাবিনি যে, ভারতের হয়ে আমি এতদিন ধরে খেলতে পারব। তবে এটা একটা অসাধারণ সফর ছিল। আমার লক্ষ্য ছিল সবসময় যে আমি ভারতের হয়ে খেলব। প্রবল দারিদ্র্যের মধ্যে বড় হওয়া সত্ত্বেও নিজের লক্ষ্য থেকে সরিনি কখনও”।
বহু প্রতিযোগিতায় রানির হাত ধরে অসামান্য সাফল্য পেয়েছে ভারত। তার মধ্যে ২০১৭ এবং ২০১৮ সালের মহিলাদের এশিয়া কাপে রুপো জয়ের সাফল্য অন্যতম। এছাড়াও ২০২০ টোকিও অলিম্পিকে রানির নেতৃত্বে চতুর্থ স্থান অর্জন করেছিল ভারত, যা মহিলাদের হকিতে এখনও পর্যন্ত দেশের সবচেয়ে ভাল সাফল্য। এছাড়া ২০১৬ সালে রানি অর্জুন সম্মানে সম্মানিত হন। তারপর ২০২০ সালে তিনি পান ‘খেলরত্ন’ পুরস্কার। এর সঙ্গে সেই বছরই পদ্মশ্রী সম্মান পান তিনি। অবশেষে ১৬ বছরের হকি কেরিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রানি রামপাল।
অন্যান্য খেলা
অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মেরি কম
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যত দিন যাচ্ছে ততই বিতর্ক বাড়ছে। বিতর্কের সূত্রপাত হয়েছিল প্যারিস অলিম্পিক শেষ হওয়ার আগে থেকেই। বিতর্কটি হল ভারতীয় অলিম্পিক সংস্থার কর্মকান্ড নিয়ে। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন কিংবদন্তি বক্সার তথা রাজ্যসভার সাংসদ মেরি কম। তিনি অভিযোগ করেছেন যে, তিনি নিজে অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও অলিম্পিক সংস্থা তাঁর কোনও পরামর্শে কর্ণপাত করে না।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিগত দুই বছর আগে দেশের সেরা ১০ জন ক্রীড়াবিদকে নিয়ে একটি অ্যাথলিটস কমিশন গঠন করেছিল। তাদের উদ্দেশ্য ছিল, দেশের সেরা ক্রীড়াবিদদের পরামর্শ শুনে দেশে অলিম্পিক স্পোর্টসের উন্নয়ন করা এবং অলিম্পিকেও ভালো ফল করা। কিন্তু মেরি কমের অভিযোগ যে, তিনি সেই অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আইওএ তাঁর কোনওরকম পরামর্শই শোনে না। নির্দিষ্টভাবে তিনি কাউকে দোষারোপ না করলেও, আইওএ প্রেসিডেন্ট পিটি ঊষাকে উদ্দেশ্য করে মেরি কম বলছেন, “আমরা আইওএকে এর আগে অনেক ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম কিন্তু আমাদের কোনও কথা তাঁরা শোনেননি”।
এ বছর প্যারিস অলিম্পিকের শেফ দ্য মিশন হিসাবে নিযুক্ত হয়েছিলেন মেরি কম। কিন্তু হঠাৎই সেই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। আইওএ প্রেসিডেন্ট পিটি উষাকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন মেরি। তিনি লেখেন, “আমরা সব সময়েই দেশের সেবা করতে তৈরি থাকি এবং যেকোনোভাবে সেই সেবা করতে পারাটা আমাদের কাছে খুবই সম্মানের। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এই সম্মানজনক দায়িত্ব পালন করতে পারছি না আমি”। ব্যক্তিগত কারণ বললেও তার কাছে যে আইওএর সিদ্ধান্তের ক্ষোভটাই আসল কারণ, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি