অন্যান্য খেলা
বদলার লক্ষ্যে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামছেন নীরজ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার জাপানের টোকিও।শহরে শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। পাঁচ বছর আগে টোকিওতেই সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন নীরজ চোপড়া৷ এবার সেখানেই বদলা নেওয়ার লক্ষ্যে নামছেন ভারতের সোনার ছেলে। গত অলিম্পিক্সে পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল নীরজের। এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ এবং বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বসেরা জার্মানির জুলিয়ান ওয়েবার। আগামী বুধবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবেন নীরজ চোপড়া।