অন্যান্য খেলা
ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে সেরা নীরজ চোপড়া
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুক্রবার রাতে প্যারিস ডায়মন্ড লিগে সেরার শিরোপা পেয়েছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। এবারে তিন দিনের ব্যবধানে, আবারও সেরার তকমা পেলেন তিনি। ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে ৮৫.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে প্রথম স্থান অর্জন করেছেন নীরজ। গত মাসে দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটার দূরে জাভেলীন ছুঁড়েও, সেরার তকমা পাননি তিনি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার দৌ স্মিথকে পিছনে ফেলে, নিজের তৃতীয় চেষ্টায় ৮৫.২৯ মিটার দূরে থ্রো করে সেরা হয়েছেন নীরজ। যদিও শেষ থ্রোয়ের পর কিছুটা হতাশ দেখিয়েছে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়াকে।