অন্যান্য খেলা
দ্বিতীয় হয়েও নজির গড়লেন নীরজ চোপড়া। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন নীরজ চোপড়া। ৯০ মিটারের দুর্ভেদ্য মাইলফলক অবশেষে পার করলেন তিনি। শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে নিজের তৃতীয় চেষ্টায় ৯০.২৩ মিটার থ্রো করেন নীরজ। ফলে প্রথম স্থান দখল করতে না পারলেও ব্যক্তিগত লক্ষ্যে অনায়াসে পৌঁছে গেলেন তিনি।
২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে নিজের কেরিয়ারের সেরা থ্রো করেছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (৮৯.৯৪ মিটার)। এবারে নিজের গড়া রেকর্ড নিজেই ছাপিয়ে গেলেন তিনি। ৯০ মিটার পার হওয়ার স্বপ্নপূরণ করলেন নীরজ। তবে এই অসাধারণ পারফরম্যান্সের পরেও, দ্বিতীয় স্থানেই শেষ করতে হল অলিম্পিকে জোড়া পদকজয়ী তারকাকে। ৯১.০৬ মিটার থ্রো করে নীরজকে পিছনে ফেলে সেরা হয়ে যান জার্মানির জুলিয়ান ওয়েবের। তবে এদিন নতুন কোচ জ্যান জেলেজনির তত্ত্বাবধানে অবশেষে ৯০ মিটার পার করার স্বপ্নপূরণ করলেন নীরজ।