অন্যান্য খেলা
আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের এশা সিং
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবশেষে ভারতের পদক খরার অবসান ঘটলো। আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতে ইতিহাস গড়লেন ২০ বছর বয়সী শুটার এশা সিং। জয়ের পাশাপাশি প্রতিযোগিতার শীর্ষস্থানে শেষ করেছেন এশা। এর আগে নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে, ফাইনাল ম্যাচে চিনের কিয়ানজুন ইয়াও এবং কোরিয়ার ইয়েজিন ওহকে পেছনে ফেলেছিলেন ২০ বছর বয়সী এশা সিং। এছাড়াও আরেক ভারতীয় শুটার রিদম সাংওয়ান, ১৭৯.২ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করেছেন। এই জয়ের ফলে আইএসএসএফ বিশ্বকাপ ইভেন্টে প্রথমবারের জন্য সোনার পদক জিতলেন এশা। পাশাপাশি ভারতকে বিশ্বকাপ পদক তালিকার পঞ্চম স্থানেও তুলে এনেছেন তিনি।