অন্যান্য খেলা
ভারতের মহিলা আইস হকি দলের লড়াইকে কুর্নিশ জানিয়ে অভিনব ভাবনা পকেট এফএমের। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপে ব্রোঞ্জ জিতে, ভারতের নাম উজ্জ্বল করেছেন ভারতের মহিলা আইস হকি দল। যদিও এই লড়াইটা এতটাও সহজ ছিলনা তাদের জন্য। সমাজের অনেক বাধাকে উপেক্ষা করেও, ভারতের পতাকাকে এশিয়া কাপের মঞ্চে গর্বের সঙ্গে মেলে ধরেছেন ভারতের মহিলা আইস হকি দল। এবারে তাদের সেই অদম্য লড়াইকে কুর্নিশ জানিয়ে, এবং তাদের এই লড়াইকে সকলের সামনে তুলে ধরার একটা পরিকল্পনা করেছে বিশ্বের সর্ববৃহৎ অডিও সিরিজ প্লাটফর্ম পকেট এফএম। একটি ছোট চলচ্চিত্রর মাধ্যমে যার নাম “সাউন্ড অফ কারেজ” মাধ্যমে, সেই সকল খেলোয়াড়ের লড়াই এবং জয়ের অদম্য মানসিকতা সকলের সামনে তুলে ধরার একটা পরিকল্পনা করেছে পকেট এফএম।
দেশের হয়ে খেলে সাফল্য পেয়ে উচ্ছসিত হতে খেলোয়াড়দের সকলেই দেখেন। কিন্তু সেই সাফল্যের পিছনে যেই লড়াইটা থাকে, সেটা কতজন দেখেন? মহিলা খেলোয়াড় হিসেবে খেলাধুলোর জগতে শুধুমাত্র সমাজের চাপ নয়, পরিবারের চাপও থাকেই। তবে সেই সকল বাধা বিপত্তি উপেক্ষা করেও, যারা লড়াই করে সাফল্যের দিকে এগিয়ে চলেন, তাদের গল্পকেই বিশ্বের সামনে নিয়ে আসার একটা পরিকল্পনা করেছে পকেট এফএম। এই চলচ্চিত্রের মাধ্যমে দেখানো হবে কিভাবে সমাজের সকল বাধা পেরিয়ে, লাদাখের হার কাপানো ঠান্ডাকে উপেক্ষা করেও, কিভাবে সাফল্য পাওয়া যায়। এই প্রসঙ্গে ভারতের মহিলা আইস হকি দলের অধিনায়ক সেওয়াং চুস্কিত বলেছেন, “আমাদের এই সফরটা পুরোটাই অনির্দিষ্ট সফর ছিল। তবে আমাদের অ্যাসোসিয়েশন আমাদের উপর ভরসা দেখিয়েছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে। তবে আমরা এখনও আমাদের মনের কথাই শুনি। এই “সাউন্ড অফ কারেজ” আমাদের সেই সত্যটাকেই তুলে ধরার চেষ্টা করছে। এর দ্বারা এটাই বোঝায় যে নিজের উপর বিশ্বাস থাকলে জেকোনও কিছু পরিবর্তন করা সম্ভব। আমরা শুধু মেডেল জিতিনি, একটা স্টেটমেন্ট তৈরি করেছি। সকল বাধা টপকে, নিজেদের প্রমাণ করেছি। এই ব্রোঞ্জ পদকটা শুধুমাত্র একটা পদক নয়, আমাদের একটা স্বপ্ন। প্রত্যেকটা খেলোয়াড়, তাদের বাড়ির লোক এবং আমাদের কোচ এবং সাপোর্ট স্টাফেরা আমাদের উপর ভরসা দেখিয়েছে। একত্রিতভাবে আমরা সকল চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করেছি”।
এই প্রসঙ্গে পকেট এফএম-এর এসভিপি এবং হেড অফ ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন ভিনীত সিংহ বলেছেন, “এই বিশ্বে যেখানে সকলের মধ্যেই একটা নেতিবাচকতা কাজ করে, সেসবের মাঝে আমরা চাই এমন কোনো গল্প তৈরি করতে যার দ্বারা ভবিষ্যত প্রজন্মকে উজ্জীবিত করা যায়। “সাউন্ড অফ কারেজ” শুধু একটা চলচ্চিত্রই নয়, এটা একটা গল্প যেটা সেই সকল মানুষের জন্য যারা প্রতিকূলতা দেখে কখনও পিছুপা হননা। বরং লড়াই করেন জেতার জন্য”। এদিকে ভারতের মহিলা আইস হকি দল থেকে এই চলচ্চিত্রে দেখা যাবে অধিনায়ক সেওয়াং চুস্কিতের পাশাপাশি সোনাম অঙ্গমো, কাঞ্জি, স্কর্মা রিঞ্চেন, রিঞ্চেন দোলমা, শেরাপ জাঙ্গমো, পদ্মা চড়ল, রিগ্জিন যাংডল, দেছেন দোলকের এবং দীক্ষিত সি আঙ্গমোকে।