অন্যান্য খেলা

আরও তিন ভারতীয় অ্যাথলিটকে নিয়ে ডায়মন্ড লিগের যাত্রা শুরু করছেন “গোল্ডেন বয়” নীরজ চোপড়া। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডায়মন্ড লিগ শুরু হতে চলেছে আগামী ১৬ মে থেকে। যা অনুষ্ঠিত হবে দোহায়। উল্লেখ্য ২০২৩ সালে এই ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের “গোল্ডেন বয়” নীরজ চোপড়া। এবারে এই লিগ দিয়েই নতুন মরশুম শুরু করতে চলেছেন নীরজ। নীরজের নেতৃত্বে এই প্রতিযোগিতায় দেখা যাবে আরও তিন ভারতীয় অ্যাথলিটকে। অর্থাৎ এই ডায়মন্ড লিগে ভারতের মোট চারজন অ্যাথলিট অংশ নিতে চলেছেন। 

২০২৩ সালে ৮৮.৬৭ মিটার থ্রো করে ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। ২০২৪ সালেও ৮৮.৩৬ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। এবারে এই ডায়মন্ড লিগে নীরজের সঙ্গে যোগ দিতে চলেছেন কিশোর জেনাও। ২০২৪ সালে ডায়মন্ড লিগে অংশ নিলেও, ৭৬.৩১ মিটার থ্রো করে নবম স্থান পেয়েছিলেন তিনি। নীরজের নেতৃত্বে নামতে চলেছেন ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং এবং পারুল চৌধুরী। ডায়মন্ড লিগে পুরুষদের ৫০০০ মিটার রেস ইভেন্টে অভিষেক ঘটাতে চলেছেন গুলবীর। অন্যদিকে, ৩০০০ মিটার স্টিপলচেজে অংশ নেবেন পারুল। এই দুই ভারতীয়র নামেই রয়েছে বিশ্ব রেকর্ড। এছাড়াও এই প্রতিযোগিতায় থাকবেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জজয়ী গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। থাকবেন ২০২৪ সালের বিজয়ী জ্যাকব ভাদলেচ, জার্মানির জুলিয়ান ওয়েবার এবং ম্যাক্স ডেহনিং, কেনিয়ার জুলিয়াস, রডারিক গেঙ্কি ডিনের মতো তারকারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version