অন্যান্য খেলা
ঐতিহাসিক সাফল্য পেয়েছে কলকাতা সাইক্লোথন ২০২৫। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোল ইন্ডিয়া লিমিটেড প্রযোজিত এবং লোহা ফাউন্ডেশন ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম কলকাতা সাইক্লোথন ২০২৫ এক ঐতিহাসিক সাফল্য পেয়েছে। মূলত মানুষের মধ্যে সাইকেল চালানোর ইচ্ছেষক্তি বাড়ানোই মূল উদ্দেশ্য ছিল তাদের। ৪০০০-এরও বেশি মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। যা কলকাতা শহরের সর্বকালের বৃহত্তম সাইক্লিং ইভেন্টে পরিণত হয়েছে। এই ইভেন্টে ৭০, ৫০, ২৫, ১০ কিমি রাইড এবং ৫ কিমি দৌড়ও অন্তর্ভুক্ত ছিল। পদ্মভূষণ জয়ী টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ, প্রখ্যাত গায়িকা উষা উত্থুপ, আইপিএস কৃষ্ণ প্রকাশ এবং বলিউড গায়ক শাদাব ফরিদির উপস্থিতিতে এই ইভেন্ট এক মহোৎসবে রূপান্তর নেয়। বিশেষ আকর্ষণ ছিল ৩০০-রও বেশি বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের অংশগ্রহণ, যা অনুষ্ঠানের অন্তর্ভুক্তিমূলক চেতনাকে তুলে ধরে।
পদ্মভূষণ লিয়েন্ডার পেজ বলেন, “এই সাইক্লোথন শুধু এক প্রতিযোগিতা নয়, এটি ফিটনেস ও ঐক্যের উদযাপন”। উষা উত্থুপ বলেন, “এমন এক সকালে কলকাতার প্রাণ ফিরে পেল—চলুন আমরা সবাই একসঙ্গে ভবিষ্যতের দিকে প্যাডেল করি”। সাইয়ের মেইন গেট থেকে শুরু হয়ে করুণাময়ী ও নিউটাউনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই রুট। এই প্রতিযোগীতার ৭০ কিমি রাইডে প্রথম হয়েছেন শীতল ছেত্রী (২:০৭:১১)। এছাড়াও দ্বিতীয় হয়েছেন কেয়া কর্মকার সরকার (২:৪২:২৪)। পুরুষদের বিভাবে প্রথম হয়েছেন রোশন কুমার দিওয়াকর (১:৫৬:২৯)। দ্বিতীয় হয়েছেন অর্ণব পাল (২:০৯:২৮)। ৫০ কিমি রাইডে মহিলাদের বিভাগে প্রথম এবং দ্বিতীয় হয়েছেন দেবপ্রিয়া গুহ (২:২৩:৪৭) এবং পাপিয়া শ (২:১০:০৫)। পুরুষদের বিভাগে প্রথম হয়েছেন রোহিত সামাল (১:৩৮:৪৬)। দ্বিতীয় হয়েছেন রবার্ট লিয়াও (১:৪১:০৩)। ২৫ কিমি রাইডে মহিলা বিভাগে প্রথম হয়েছেন জাসমিন কৌর আনন্দ (১:০৫:২৬)। দ্বিতীয় হয়েছেন স্মিতা স্মিতা (১:০৪:১৪)। পুরুষ বিভাগে প্রথম এবং দ্বিতীয় হয়েছেন প্রিয়াংশু বিসওয়াল (০:৪৯:৩১) এবং রোহিত ভগত (০:৫২:৪৮)।
