অন্যান্য খেলা

রবিবাসরীয় সকালে কলকাতায় আয়োজিত হতে চলেছে কলকাতা সাইক্লোথন ২০২৫ ইভেন্ট। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ম্যারাথন প্রসঙ্গে কথা বলতে গেলে, এই ইভেন্টটি সম্পর্কে সকলেই অবগত। তবে কলকাতার বুকে শুরু হতে চলেছে সাইক্লোথন। অর্থান সাইক্লিংয়ের ম্যারাথন। একটা সময়ে যখন যানবাহন চলাচল খুব বেশি ছিল না, সেই সময়ের মানুষের পথের সাথী ছিল এই সাইকেল। তবে যত দিন গড়িয়েছে, সাইকেল চালানো অনেকটাই কম দেখা যায় মানুষের মধ্যে। গ্রামের মানুষদের মধ্যে সাইকেল চালানোর স্বভাব দেখা গেলেও, শহরাঞ্চলে খুব বেশি দেখা যায়না মানুষদের সাইকেল চালাতে। তবে মানুষের মধ্যে সাইকেল চালানোর জন্য উৎসাহ বাড়াতে কলকাতায় শুরু হচ্ছে এক অভিনব উদ্যোগ। ‘কলকাতা সাইক্লোথন ২০২৫’। যার মাধ্যমে পরিবেশ দূষণ কমানো থেকে শুরু করে ফিটনেসের প্রচার দুটোই সমানভাবে হবে। যার অযযোগ হলো লোহা ফাউন্ডেশন। সহযোগিতায় থাকছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ও ফিট ইন্ডিয়া মুভমেন্ট, আর পৃষ্ঠপোষক কোল ইন্ডিয়া। আগামী ৯ নভেম্বর ভোর পৌনে চারটা থেকে শুরু হবে এই একদিনের সাইকেল উৎসব। সেখানে অংশ নেবেন ৩,০০০ বেশি অংশগ্রহণকারী।

এই ইভেন্টের উদ্দেশ্য শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়াই নয়, নাগরিকদের মধ্যে ফিটনেস, স্বাস্থ্যকর জীবনযাপনের রসদ ছড়িয়ে দেওয়ায় মূল লক্ষ্য। সাইক্লোথনে মূলত চারটি প্রতিযোগিতামূলক রাইড ক্যাটেগরি রাখা হয়েছে। যেখানে থাকছে ১০ কিমি, ২৫ কিমি, ৫০ কিমি এবং ৭০ কিমি রাইড ক্যাটেগরি। এছাড়াও মোট ৫.৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই গোটা ইভেন্টার প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন কলকাতা সাইক্লোথনের ডিরেক্টর কৃষ্ণ প্রকাশ। তিনি বলেন, “একটা সময়ে প্রচুর মানুষকে আমরা দেখতাম সাইকেল চালিয়ে দুর দূরান্ত যেতে। কিন্তু সাম্প্রতিক সময় মানুষের সাইকেল চালানোর অভ্যেস কিছুটা কমেছে। যদিও গ্রামাঞ্চলে আমরা দেখি সাইকেলই সেখানে মানুষের কাছে পরিবহনের মূল উৎস। আমাদের এই ইভেন্টের মূল লক্ষ্য রয়েছে আবারও মানুষের মধ্যে সাইকেল চালানোর উৎসাহ বাড়ানোর। সাইকেল চালালে শরীর অনেক সুস্থ থাকে। আমরা সেই দিকেই এগোচ্ছি এবং চাই এই ইভেন্টের মাধ্যমে আরও মানুষ এগিয়ে আসুক সাইক্লিংয়ের উৎসাহ নিয়ে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version