অন্যান্য খেলা

WIMBLEDON 2025: উইম্বলডনের সেমিফাইনালে আলকারাজ, শেষ চারে সাবালঙ্কা। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: উইম্বলনে মহিলাদের শীর্ষ বাছাইয়ের কোয়ার্টার ফাইনাল থেকে প্রায় ছিটকে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন এরিনা সাবালঙ্কা। তবে শেষ পর্যন্ত তা হয়নি। জার্মানির অবাছাই খেলোয়াড় লরা সিগমুন্ডকে ৪-৬, ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন সাবালঙ্কা। এছাড়াও পুরুষদের কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের ক্যামেরন নরিকে সরাসরি সেটে হারালেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ।

এদিনের ম্যাচে ৪-৬ ব্যবধানে প্রথম সেট হাতছাড়া হয়েছে সাবালঙ্কার। যেই কারণে একটা সময়ে মনে হয়েছিল হয়তো উইম্বলডনের সেমিফাইালে ওঠা হবেনা তাঁর। তবে যত খেলা গড়িয়েছে, ততই খেলায় নিজের আধিপত্য বিস্তার করেছেন সাবালঙ্কা। যদিও এদিনের ম্যাচে তাঁকে তাঁর সেরা ছন্দে পাওয়া যায়নি। তবুও ম্যাচ জিতে নিতে কোনরকম অসুবিধে হয়নি সাবালঙ্কার। অপরদিকে উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছোলেন গত বারের চ্যাম্পিয়ন আলকারাজ। সেন্টার কোর্টে প্রথম থেকেই দাপট ছিল আলকারাজের। অবশেষে ১ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াই করে, অবশেষে ৬-২, ৬-৩, ৬-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেন রাফায়েল নাদালের শিষ্য। এছাড়াও আমেরিকার ১৭তম বাছাই কারেন খাচানভকে ৬-৩, ৬-৪, ১-৬, ৭-৬ (৭-৪) ব্যবধানে হারিয়ে, পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছোলেন পঞ্চম বাছাই টেলর ফ্রিৎজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version