অন্যান্য খেলা
ড্রিম ইউটিটি জুনিয়র্স ট্রফির ফাইনালে ইউ মুম্বই টিটি এবং কলকাতা থান্ডারব্লেডস। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দু’সপ্তাহের রুদ্ধশ্বাস প্রতিযোগিতার পর, রবিবার, ৮ জুন ড্রিম ইউটিটি জুনিয়র্স ট্রফির জন্য লড়াইয়ে নামবে ইউ মুম্বই টিটি এবং কলকাতা থান্ডারব্লেডস। এর আগে প্রথম সেমিফাইনালে, জয়পুর প্যাট্রিয়টসের বিরুদ্ধে জয়লাভ করেছে ইউ মুম্বই টিটি। প্রথম সেটে জয়ের পরেই, ফাইনালে স্থান অর্জন করে তারা। এছাড়াও কলকাতা ফ্র্যাঞ্চাইজির ঋত্বিক গুপ্ত এবং স্বরা কর্মকারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুম্বইয়ের প্রতীক তুলসানি এবং অনন্যা মুরলীধরন।
দ্বিতীয় সেমিফাইনালে ডেম্পো গোয়া চ্যালেঞ্জার্সকে হারিয়ে জয় পেয়েছে কলকাতা থান্ডারব্লেডস। সাহিল এবং আর্য রেডকারের নেতৃত্বে গোয়া ২-১ এ জয়ের মাধ্যমে খেলায় ফিরে আসার চেষ্টা করলেও, মেয়েদের একক খেলায় স্বরা কর্মকার আর্যার বিরুদ্ধে সরাসরি সেটে জয়লাভ করে তাদের দলের জন্য পাঁচ পয়েন্ট এনে ফাইনালে স্থান নিশ্চিত করেন কলকাতা থান্ডারব্লেডস।