ইস্টবেঙ্গল
আসন্ন ডুরান্ড কাপের চূড়ান্ত সূচী ঘোষণা করা হল। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই আসন্ন ডুরান্ড কাপের খসড়া সূচী প্রস্তাবিত করা হয়েছিল অংশগ্রহণকারী দল গুলির কাছে। সোমবার সেই সূচীতেই সিলমোহর পড়ল। আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ১৩৪তম ডুরান্ড কাপ উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এফসি। এবারের ডুরান্ড কাপে মোট ২৪ টি দল অংশ নিতে চলেছে। এক একটি গ্রুপে রয়েছে ৪ টি করে দল। গ্রুপ ‘এ’-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে সাউথ ইউনাইটেড এফসি, নামধারী এফসি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। গ্রুপ ‘বি’-তে রয়েছে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি এবং বিএসএফ। মোহনবাগানের প্রথম ম্যাচ ৩১ জুলাই মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। এবার ডুরান্ড কাপের ফাইনাল হবে ২৩ জুলাই।