ফুটবল

দুশ্চিন্তার অবসান! গুরুতর নয় তারকের চোট। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবশেষে সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন রেলওয়ে এফসির ফুটবলার তারক হেমব্রম। সোমবার বারাকপুর স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গুরুতর আহত হন তারক। যন্ত্রণায় কাতর তারককে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে অনুমান করা হয়েছিল তারকের চোট গুরুতর হতে পারে।

মঙ্গলবার সকালে তারকের চোটের জায়গায় এমআরআই করানো হয়। তারপরেই জানা যায় চোট গুরুতর নয়। রিপোর্ট অনুযায়ী তারকের লিগামেন্ট স্ট্রেচ হয়েছে। আপাতত তাকে কিছু দিন বিশ্রামের উপদেশ দিয়েছেন চিকিৎসক। তারপর রিহ্যাব করেই মাঠে ফিরতে পারবেন তারক। আশা করা যায় খুব দ্রুত আবার বল পায় মাঠে নেমে পড়বেন বাংলা ময়দানের পরিচিত মুখ তারক হেমব্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version